মস্তিষ্ক (Brain): মস্তিষ্ক : মস্তিষ্ক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য অংশ, যা করোটির অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র। ভ্রুণ অবস্থায় সুষুম্নাকান্ডের অগ্রবর্তী দন্ডাকার অংশ ভাঁজ হয়ে পর পর ৩টি বিষমাকৃতির স্ফীতি তৈরী করে৷ স্ফীতি ৩টি মিলেই গঠিত হয় মস্তিষ্ক৷ প্রাপ্তবয়স্ক লোকের মস্তিষ্কের আয়তন ১৫০০ ঘন সেন্টিমিটার, গড় ওজন ১.৩৬ কেজি এবং এতে প্রায় ১০ বিলিয়ন নিউরন থাকে মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত ।মানুষের মস্তিষ্কের প্রধান তিনটি অংশ ।যথা- (ক) গুরুমস্তিষ্ক (খ) মধ্যমস্তিষ্ক (গ) লঘুমস্তিষ্ক
মস্তিষ্ক সম্পর্কিত প্রশ্ন উত্তর
1. মস্তিষ্কের বহিরাবরণকে কি বলে?
উত্তরঃ মেনিনজেস
2. মস্তিষ্কের গড় ওজন কত 1.36 kg. 3. মস্তিষ্কের প্রধান অঙ্গ কী?
উত্তরঃ সেরিব্রাম
4. মস্তিষ্কের কোন্ অংশ দেহের ভারসাম্য রক্ষা করে কোন অংশ?
উত্তরঃ ১) লঘুমস্তিস্ক/ সেরিবেলাম
5. মস্তিষ্কের কলার রঙ কি?
উত্তরঃ ধূসর
6. মানুষের মােট করােটীয় স্নায়ুর সংখ্যা কত ?
উত্তরঃ 12 জোড়া
7. মানুষের মােট সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?
উত্তরঃ 31 জোড়া
8. ক্ষুদ্রতম স্নায়ুর নাম কী?
উত্তরঃ অপটিক
9. মস্তিষ্কের ভাজকে কী বলে?
উত্তরঃ গাইরাস বলে।
10. মস্তিষ্কে বিভিন্ন অংশগুলির মধ্যে সংযােগকারী তরল পদার্থটি কি ?
উত্তরঃ C S F
11. শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়াকে প্রথম পরীক্ষা করেন?
উত্তরঃ প্যাভলব
12. দুটি স্নায়ুর সংযােগস্থলকে কি বলে?
উত্তরঃ সাইন্যাপস .
13. স্নায়ুর মধ্যদিয়ে স্পন্দন প্রেরণের হার কত?
উত্তরঃ 300 meter/sec.
মস্তিষ্কের কিছু রােগ
13. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় কোন রােগ?
উত্তরঃ মেনিনজাইটিস;
14. স্মৃতি বিভ্রম হয় কোন রােগে?
উত্তরঃ অ্যামেনেসিয়া;
15. স্মৃতির হঠাৎ বিভ্রম হয় কোন রােগে?
উত্তরঃ সিজোফ্রেনিয়া
16. ব্রেনবক্স কাকে বলে?
উত্তরঃ ক্রেনিয়াম বা করােটিকে
17. স্মৃতি, শিক্ষণ নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?
উত্তরঃ সেরিব্রাম
18. আবেগ, অনুভূতি নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?
উত্তরঃ হাইপােথ্যালমাস দ্বারা
19. শ্বাসকার্য নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা?
উত্তরঃ মেডালা অ্যারলংগাটা দ্বারা
এটিও পড়ুন – মানব দেহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ জানা অজানা প্রশ্ন উত্তর