মহাকাশ গবেষণাঃ এই পোষ্টে ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা কেন্দ্রসমূহ এর তালিকা শেয়ার করা হয়েছে। এর আগের পোষ্টে ইতিহাসের ঠাণ্ডা লড়াই সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ শেয়ার করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো- Indian Space Research Organisation বা ISRO) ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা। ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এই সংস্থাটি বিশ্বের অগ্রণী মহাকাশ গবেষণা সংস্থাগুলির অন্যতম। অতীতের কয়েকটি সুসংহত প্রচেষ্টার ফলস্রুতিস্বরূপ ১৯৬৯ সালে ইসরো বর্তমান আকারে প্রতিষ্ঠিত হয়।
একাধিক বৈজ্ঞানিকের তত্ত্বাবধানে ইসরো ভারতীয় ও বিদেশি উভয় প্রকার মক্কেলের হয়ে বিভিন্ন রকম কাজ করে থাকে। ইসরোর উপগ্রহ উৎক্ষেপণের জন্য বিভিন্ন উৎক্ষেপন যান ও উৎক্ষেপণ স্থল রয়েছে। ২০০৮ সালে ইসরো সফলভাবে চন্দ্রযান-১ নামে চাঁদে মহাকাশযান প্রেরণ করে। ভবিষ্যতের জন্য এই সংস্থা মনুষ্যচালিত মহাকাশ অভিযান, পুনরায় চন্দ্রাভিযান, এবং অন্যান্য গ্রহে অভিযানের পরিকল্পনা গ্রহণ করেছে। ইসরোর একাধিক কার্যক্ষেত্র রয়েছে এবং বিভিন্ন কূটনৈতিক ও বহুজাতিক চুক্তি অনুসারেও আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করে থাকে।
ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা কেন্দ্রসমূহ
মহাকাশ গবেষণা কেন্দ্র | অবস্থান |
1. সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা | অন্ধ্রপ্রদেশ |
2. ISRO স্যাটেলাইট সেন্টার, ব্যাঙ্গালোর | কর্ণাটক |
3. ISRO স্যাটেলাইট সেন্টার, থুম্বা | কেরল |
4. বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ত্রিবান্দ্রম | কেরল |
5. দ্য ডেভলপমেন্ট অ্যান্ড এডুকেশন্যাল কমিউনিকেশন ইউনিট (DUCU), আমেদাবাদ | গুজরাট |
6. MESSAGE, মুম্বাই | মহারাষ্ট্র |
7. AVID, নিউ দিল্লি | দিল্লি |
8. SAC (স্পেস এ্যাপ্লিকেশন সেন্টার), আমেদাবাদ | গুজরাট |
File Details:
File Name: ভারতের গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা কেন্দ্রসমূহ
File Format: PDF
No of Page: 1
File Size: 808 KB
Download Link: Link 1 || Link 2 |Download PDF
Pingback: রেচন সম্পর্কিত গুরুত্বপূর্ণ 300 সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও PDF সহ - KmdInfo
Pingback: ভারতের পারমাণবিক গবেষণার সময় তালিকা PDF সহ - Kmdinfo- জিকে ব্যাংক