You are currently viewing ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির তালিকা

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির তালিকা

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির তালিকাঃ এই পোষ্টে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠানের নাম এবং অবস্থান শেয়ার করা হল। এটিও পড়ুন – বিখ্যাত ভু-পর্যটক ও আবিস্কারক এর তালিকা

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির তালিকা

  • ISRO স্যাটেলাইট সেন্টার (১৯৬২) এর অবস্থান কোথায়?
    উত্তরঃ বেঙ্গালুরু
  •  দি এ্যাকি জলিয়ারি প্রােপালশন ইউনিট এর অবস্থান কোথায়?
    উত্তরঃ বেঙ্গালুরু
  • স্পেস এ্যাপ্লিকেশন সেন্টার (SAC) এর অবস্থান কোথায়?
    উত্তরঃ আমেদাবাদ
  • SHAR সেন্টার এর অবস্থান কোথায়?
    উত্তরঃ শ্রীহরিকোটা
  •  বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর অবস্থান কোথায়?
    উত্তরঃ ত্রিবান্দম
  • AVID এর অবস্থান কোথায়?
    উত্তরঃ নিউ দিল্লি
  • MASSAGE এর অবস্থান কোথায়?
    উত্তরঃ বম্বে
  •  ইনস্যাট মাষ্টার কন্ট্রোল ফেসিলিটি এর অবস্থান কোথায়?
    উত্তরঃ হামান কর্ণাটক।
  • ইসরােইনার শিয়াল সিস্টেম ইউনিট এর অবস্থান কোথায়?
    উত্তরঃ  তিরুবন্তপুরম
  • ইসরো টেবলেটি ট্র্যাকিং এ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক এর অবস্থান কোথায়?
    উত্তরঃ বেঙ্গালুরু (কর্ণাটক)
  • ডেভলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন এর অবস্থান কোথায়?
    উত্তরঃ আমেদাবাদ (গুজরাট)
  • দি ডেভলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন ইউনিট (DUCU) এর অবস্থান কোথায়?
    উত্তরঃ আহমেদাবাদ।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাIndian Space Research Organisation বা ISRO) ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা। ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন এই সংস্থাটি বিশ্বের অগ্রণী মহাকাশ গবেষণা সংস্থাগুলির অন্যতম। অতীতের কয়েকটি সুসংহত প্রচেষ্টার ফলস্রুতিস্বরূপ ১৯৬৯ সালে ইসরো বর্তমান আকারে প্রতিষ্ঠিত হয়।

এগুলিও পড়ুন –

This Post Has 4 Comments

  1. Sukal kanti dey

    জামাইসষ্ঠী তে ছেলের বাবা মা কি যেতে পারে?

  2. Unknown

    Very satisfied

    1. kmdinfo

      কমেন্ট করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply