রক্ত ও সংবহন সম্পর্কিত প্রশ্ন উত্তর

রক্ত ও সংবহন (Blood & Circulation): এই অধ্যায়ে রক্ত ও সংবহন সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত প্রশ্ন ও উত্তরগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে আসবে।

রক্ত ও সংবহন সম্পর্কিত প্রশ্ন উত্তর

  •  মানুষের লোহিত রক্ত কণিকার গড় আয়ু 120 দিন।
  • অলিগােসাইথিমিয়া রােগটি রক্তে লােহিত কণিকার পরিমাণ কমে গেলে হয়।
  • মানব হৃৎপিন্ডের বাম নিলয় অক্সিজেন সমৃদ্ধ রক্তকে মহাধমনীতে প্রেরণ করে।
  • আরশোলার রক্তে কোন শ্বাসরঞ্জক থাকে না।
  • রক্তে শ্বেতকণিকার পরিমাণ কমে গেলে যে রােগটি হয় তা হললিউকোমাইটেসিস।
  • মানবদেহের রক্তের চাপ স্ফিগমােম্যানােমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়।
  • উট হল এমন একটি স্তন্যপায়ী প্রাণী যার লোহিত কণিকা নিউক্লিয়াস যুক্ত।
  • চিংড়ির হৃৎপিন্ডে অবস্থিত ছিদ্রকে অ্যাটিয়া বলে।
  • পতঙ্গের বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে।
  • মানবদেহে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত ৭০০ঃ ১।
  • একবার হৃৎস্পন্দনের জন্য 0.8 সেকেন্ড সময় প্রয়ােজন।
  • সামুদ্রিক প্রাণী ‘তারা মাছ’ এমন একটি প্রাণী যার জল সংবহন দেখা যায়।
  • মানুষের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ প্রতি 100 ml রক্তে 14.5 gm হিমোগ্লোবিন থাকে।
  • মানুষের রক্তে গ্লুকোজের পরিমাণ 80-120 mg/100 ml রক্তে.
  • হৃৎপিন্ডের প্রসারণকে বলে ডায়াস্টোল।
  • হৃৎপিন্ডের সংকোচনকে বলে সিস্টোল।
  • একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎস্পন্দনের হার গড়ে 72 বার/মিনিট।
  • এককোষী মূলরােমের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল শােষণ করে।
  • DPD-এর পুরো নাম – Diffusion Pressure Deficit

বিভিন্ন প্রাণীর রক্তের বর্ণ

এটিও পড়ুন – জীবন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর – জীবন বিজ্ঞান 1000+ জিকে

Leave a Reply