সাধারণ ইতিহাসঃ এই পোষ্টে সাধারণ ইতিহাস সম্পর্কিত 1000+ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। বিভিন্ন প্রতিযোগিতা মূলক এবং চাকুরী পরীক্ষায় সাধারণ ইতিহাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর গুলি খুব কাজে আসবে। নিম্নে সাধারণ ইতিহাস বিষয় সম্পর্কিত প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল।
সাধারণ ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রঃ ইতিহাস কি?
উঃ ইতিহাস হল অতীতের কাহিনী বা বৃত্তান্ত।
প্রঃ ভারতে আর্যদের আসার আগে কারা বাস করত?
উঃ অনার্যরা।
এটিও পড়ুন – ইংরেজ শাসিত ভারতের বিভিন্ন আইন
প্রঃ ইঞ্ডিহাসের জনক কাকে বলা হয়?
উঃ গ্রিক পণ্ডিত হেরােডােটাসকে।
প্রঃ আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি?
উঃ ঋকবেদ।
প্রঃ প্রথমে মানুষ কিসের ওপর লিখিত ?
উঃ মাটি বা পাথরের ওপর।
প্রঃ বেদ কত প্রকার ও কী কী?
উঃ বেদ চার প্রকার। ঋক্, সাম, যজু ও অথর্ব।
প্রঃ পৃথিবীতে মানুষের আবির্ভাব কবে হয় ?
উ : আজ থেকে প্রায় ৫ লক্ষ বছর আগে।
প্রঃ বেদের অপর নাম কী?
উঃ শ্রুতি।
প্রঃ কোন্ মানুষেরা প্রথম আগুনের ব্যবহার করেছিল?
উঃ পিকিং মানবরা।
প্রঃ উপনিষদের অপর নাম কি?
উঃ বেদান্ত।
প্র : আজ থেকে কতদিন আগে প্রস্তর যুগের সূচনা হয়?
উঃ প্রায় এক লক্ষ বাইশ হাজার বছর আগে।
প্রঃ ভারতের প্রাচীনতম সভ্যতা কী?
উঃ সিন্ধু সভ্যতা।
প্রঃ শকাব্দ কে চালু করেন?
উঃ কনিষ্ক।
প্রঃ মিশরের সবচেয়ে বড় মন্দির কোনটি?
উ : কারনাক-এর মন্দির।
প্রঃ হর্ষবর্ধনের উপাধি কি ছিল?
উঃ শিলাদিত্য।
প্রঃ সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? উঃ রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানী।
প্রঃ যবন শব্দটির অর্থ কী?
উঃ বহিরাগত জাতি।
প্রঃ চীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উঃ হােয়াংহাে ও ইয়াং-সিকিয়াং নদীর উপত্যকায়। প্রঃ কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উঃ বল্লাল সেন।
প্রঃ হােয়াং-হাে নদীর অপর নাম কী?
উঃ পীত নদী।
প্রঃ মােগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ জহিরুদ্দিন মহম্মদ বাবর।
প্রঃ গ্রিকদের প্রধান দেবীর নাম কী ছিল?
উঃ এথেনা।
প্র : চাকা সর্বপ্রথম কোন্ কাজে ব্যবহৃত হয়?
উঃ মাটির পাত্র তৈরি করতে।
প্রঃ সিন্ধু সভ্যতা কোন্ যুগের?
উঃ তাম্র যুগের।
প্রঃ মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কী ?
উঃ তামা।
প্রঃ পৃথিবীর আদি কাব্যের নাম কী?
উঃ রামায়ণ।
প্রঃ ব্রোঞ্জ কিভাবে তৈরি করা হত? উঃ তামার সঙ্গে টিন মিশিয়ে।
প্রঃ পৃথিবীর আদি কবির নাম কী?
উঃ মহর্ষি বাল্মীকি।
প্রঃ মােসােপটেমিয়ার সভ্যতা কোন নদীর তীরে গড়ে
উঃ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
প্রঃ মহাভারতের রচয়িতা কে?
উঃ ব্যাসদেব।
মেসােপটেমিয়ার বর্তমান নাম কি?
উঃ ইরাক।
প্রঃ প্রথম ইতিহাস রচনা করেন কে?
উঃ গ্রীসের হেরােডােটাস।
প্রঃ হরপ্পা ও মহেঞ্জোদাড়াে সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উঃ সিন্ধুনদের উপত্যকায়।
প্রঃ দিল্লীর লালকেল্লা কে নির্মাণ করেন?
উঃ শাহজাহান।
প্রঃ বুদ্ধদেব কে ছিলেন?
উঃ বৌদ্ধধর্মের প্রবর্তক।
প্র : শিবাজীর শাসন ব্যবস্থায় আটজন মন্ত্রী বা প্রধানকে কি বলা হত?
উঃ অষ্টপ্রধান।
প্রঃ কে ‘তত্ত্ববােধিনী পত্রিকা প্রকাশ করেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রঃ মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?
উ : অশােক।
প্রঃ কত সালে ‘আজাদ-হিন্দ-ফৌজ’ প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৩ সালে।
এটিও পড়ুন – মস্তিষ্ক সম্পর্কিত প্রশ্ন উত্তর- Brain
প্র : ইনক্লাব জিন্দাবাদ উক্তিটি কার ?
উ : ভগৎ সিং-এর।
প্রঃ কে নানাসাহেব’ নামে পরিচিত ছিলেন?
উঃ বালাজী বাজীরাও।
প্রঃ ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড’ ঘটে কত সালে?
উ : ১৯১৯ সালে।
প্রঃ ‘দানসাগর ও ‘অদ্ভুতসাগর’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ বল্লাল সেন।
প্রঃ ‘স্বত্ববিলােপ নীতির প্রবর্তক কে?
উঃ লর্ড ডালহৌসি।
প্রঃ পলাশীর যুদ্ধ কবে এবং কার সঙ্গে হয়?
উঃ সিরাজ-উদ-দৌলার সঙ্গে লর্ড ক্লাইভের। এই পলাশীর যুদ্ধ হয় ২৩শে জুন
উঃ ৭৫ খ্রিস্টাব্দে।
প্রঃ কোন্ কোন্ দেশের যুদ্ধের সাথে ম্যারাথন দৌড় কথাটি যুক্ত?
উঃ গ্রিস ও পারস্যের যুদ্ধের সাথে।
প্রঃ বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর বা দুর্ভিক্ষ কত সালে হয়?
উঃ ১৭৭০ সালে।
প্রঃ কোন্ বিখ্যাত যুদ্ধে দরায়ুস পরাজিত হন?
উ : ম্যারাথন যুদ্ধে এথেন্সের কাছে পরাজিত হন।
প্রঃ সতীদাহ প্রথা কার সাহায্যে কার সময়ে বন্ধ হয়?
উঃ লর্ড বেন্টিঙ্কের সময় রাজা রামমােহনের সাহায্যে ১৮৪৩ খ্রিস্টাব্দে বন্ধ হয়।
প্রঃ গ্রিক ভাষায় শ্রেষ্ঠ কবির নাম কি?
উ : হােমার।
প্রঃ সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল?
উঃ ১৮৫৫ খ্রিস্টাব্দে।
প্রঃ হােমারের রচিত দুটি মহাকাব্যের নাম উঃ ইলিয়াড ও ওডিসি।
প্রঃ সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল?
উঃ ১৮৫৭ খ্রিস্টাব্দে।
প্র : রােম নগরের প্রথম রাজা কে ছিলেন?
উঃ রােমুল্যাস।
প্রঃ ফতেপুর সিক্রি নগরীর পত্তন করেন কে?
উঃ সম্রাট আকবর।
এটিও পড়ুন – দার্জিলিং জেলা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর
প্রঃ কোন্ নদীর তীরে রােম নগরী গড়ে উঠেছিল
উঃ টাইবার নদীর তীরে।
প্রঃ দিন-ই-ইলাহি ধর্মমত কে প্রচার করেন?
উঃ মুঘল বাদশা আকবর।
প্রঃ রােমের শেষ বিখ্যাত সম্রাটের নাম কি?
উঃ সম্রাট কনস্ট্যানটাইন।
প্রঃ আকবরের সমাধি কোথায় আছে?
উঃ সেকেন্দ্রাবাদ, আগ্রার কাছাকাছি।
প্রঃ যিশুখ্রিষ্ট কে ছিলেন?
উঃ খ্রীষ্ট ধর্মের প্রবর্তক।
প্রঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে।
প্রঃ যিশুখ্রিষ্ট কার কাছ থেকে দীক্ষা নেন?
উঃ জোহান নামে এক শিক্ষকের কাছ থেকে।
প্রঃ কোন্ ভারতীয় শাসক সতীদাহ প্রথা বন্ধ করে দেন?
উঃ সম্রাট আকবর।
প্রঃ প্রাচীন মিশরের রাজার উপাধি কি ছিল?
উ ও ফ্যারাও।
প্রঃ সুমেরীয়রা কোন্ গাছকে প্রাণবৃক্ষ বলতাে?
উঃ খেজুর গাছকে।
প্রঃ প্রাচীন ভারতের সর্বপ্রথম ভারতীয় সম্রাট কে?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য।
প্রঃ কোন সভ্যতাকে নীলনদের দান বলা হত?
উঃ প্রাচীন মিশরীয় সভ্যতাকে। প্রঃ মহেঞ্জোদারাে শব্দের অর্থ কি?
উ : মৃতের শহর।
প্রঃ সুমেরীয়দের প্রধান পুরােহিতকে কি বলা হত?
উঃ পাটেসি।
প্রঃ প্রথম বাঙালী রাজা কে?
উঃ শশাঙ্ক।
প্রঃ পিরামিড কথার অর্থ কি?
উঃ খুব উঁচু।
প্রঃ অজন্তার গুহাচিত্রগুলি কোন যুগের সৃষ্টি?
উ : গুপ্ত যুগের।
প্রঃ মমি কাকে বলে? উঃ সংরক্ষিত মৃতদেহকে।
প্রঃ গ্রিকদের প্রধান দেবতার নাম কি?
উঃ জিউস।
প্রঃ কাকেভারতের প্রথম আধুনিক মানুষ বলে?
উঃ রাজা রামমােহন রায়কে।
প্র : গ্রিকদের সূর্যের দেবতার নাম কি?
উ : অ্যাপােলাে।
প্রঃ চেঙ্গিস খানের প্রকৃত নাম কি?
উঃ তেমুজিন কুরুল তাই।
প্রঃ ম্যাসিডোনিয়ার বিখ্যাত সম্রাটের নাম কি?
উঃ আলেকজাণ্ডার।
প্রঃ ভারতের প্রথম মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ বাবর
প্রশলেজাণ্ডার কখন ভারতে এসেছিলেন?
উ : প্রায় ২৩০০ বছর আগে।
প্রঃ পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় এবং কার সঙ্গে? উঃ ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লােদির সঙ্গে এই যুদ্ধ হয়েছিল।
প্রঃ আলেকজাণ্ডারের মৃত্যু কোথায় হয়?
উঃ ব্যাবিলনে।
প্রঃ মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহের নাম কি?
উঃ সম্রাট হুমায়ুন।
প্রঃ যিশুখ্রিষ্টের উপদেশ কোন্ বইতে লেখা আছে?
উ ও বাইবেল।
প্রঃ কার রাজত্বকালে ইংরেজ দূত স্যার টমাস রাে ভারতে এসেছিলেন?
উঃ মােগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে। প্রঃ যিশুখ্রিষ্টকে কিভাবে হত্যা করা হয়েছে?
উ ও ক্রুশ কাঠের উপর পেরেক দিয়ে গেথে যিশুখ্রিষ্টকে হত্যা করা হয়।
প্রঃ কোন্ মুঘল সম্রাট তাঁর শাসকমণ্ডলীতে রাজপুতদের নিয়ােগ করেন ?
উঃ সম্রাট আকবর।
প্রঃ চীন দেশের প্রথম সম্রাটের নাম কি?
উঃ সি-হুয়াং-তি।
প্রঃ কোন সম্রাট জিজিয়া কর তুলে দেন ?
উঃ মুঘল সম্রাট আকবর।
এটিও পড়ুন – পশ্চিমবঙ্গের পরিচয় সম্পর্কিত প্রশ্ন উত্তর
প্রঃ চীনদেশে একজন জ্ঞানী-গুণী মানুষের নাম লেখ। উঃ কনফুসিয়াস।
প্রঃ কোন্ মুঘল সম্রাটের সময় বার্ষিক করের জন্য জমির জরিপ করানাে হয়?
উঃ মুঘল সম্রাট আকবরের সময়।
প্রঃ মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন?
উঃ সম্রাট আকবর।
প্রঃ ইরানের অপর নাম কি?
উঃ পারস্য।
প্রঃ দিল্লীর লালকেল্লা কে নির্মাণ করেন?
উঃ শাহজাহান।
প্রঃ পারস্য দেশের প্রথম রাজা কে ছিলেন?
উঃ সাইরাস।
প্রঃ ঔরঙ্গজেবের অপর নাম কি?
উঃ প্রথম আলমগীর।
প্র : জরাথুষ্ট্র কে ছিলেন?
ও পারস্যের একজন মহাপণ্ডিত।
প্রঃ ময়ূর সিংহাসনের নির্মাতা কে?
উঃ শাহজাহান।
প্রঃ পারসিকদের ধর্মগ্রন্থের নাম কি?
উঃ জেন্দ আবেস্তা।
প্রঃ ‘তাজমহল কার স্মৃতি বহন করে আছে?
উ : শাহজাহানের বেগম মমতাজ-এর।
প্রঃ পারসিকদের পুরােহিতদের কি বলা হত?
উঃ ম্যাজাই।
প্রঃ চীনের প্রাচীরের উচ্চতা কত?
উঃ ২০ থেকে ২২ ফুট।
প্র ঃ কোন্ সম্রাট পড়ালেখা জানতেন না?
উঃ সম্রাট আকবর।
প্রঃ আর্যদের ধর্মগ্রন্থের নাম কি?
উঃ বেদ।
প্র : কোন নারী স্বামীর সঙ্গে রাজনৈতিক ক্ষমতা ভােগ করেন? উঃ মুঘল সম্রাট জাহাঙ্গীরের সম্রাজ্ঞী নুরজাহান।
প্রঃ বেদকে শ্রুতি বলা হয় কেন?
উ : বেদ শুনে শুনে মনে রাখতে হত বলে।
প্রঃ আগ্রার তাজমহল কে, কার সমাধির উপর তৈরি করেন?
উঃ সম্রাট শাহজাহান তাঁর পত্নী মমতাজের সমাধির উপর।
প্রঃ পৃথিবীর প্রথম সাহিত্য কোনটি?
উঃ ঋক্বেদ।
প্রঃ কোন্ শিল্পী তাজমহল তৈরি করেন?
উঃ ঈশাখা (ঈদৃশ খা)।
প্রঃ মহাবীর যে ধর্ম প্রবর্তন করেন তার নাম কি?
উঃ জৈনধর্ম।
এটিও পড়ুন – কোচবিহার জেলা সম্পর্কিত প্রশ্ন উত্তর
ট্যাগঃ সাধারণ ইতিহাস , জেনে নিন সাধারণ ইতিহাস , সাধারণ ইতিহাস সম্পর্কিত 1000 প্রশ্ন ও উত্তর, PDF সাধারণ ইতিহাস সম্পর্কিত 1000 প্রশ্ন ও উত্তর, Download সাধারণ ইতিহাস সম্পর্কিত 1000 প্রশ্ন ও উত্তর