সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন চাকুরী পরীক্ষায় কাজে আসবে। এটিও পড়ুন – সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর পার্ট – ২
সাধারন জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর
- ভারতীয় জাতীয় সংগীত গাইতে কত সময় লাগে?
উত্তরঃ –৫২ সেকেন্ড। - জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তরঃ -৩:২ - প্রথম ভারতীয় টেস্ট শতরানকারী ব্যাটসম্যান কে?
উত্তরঃ লালা অমরনাথ (১১৮, বনাম ইংল্যান্ড, মুম্বাইয়ে ১৯৩৩-৩৪ এ ) - ইন্টারন্যাশনাল হকি বোর্ড কত সালে গঠিত হয়?
উত্তরঃ –১৯০০ সালে। - অলিম্পিকে হকি অন্তর্ভুক্ত হয় কত সালে?
উত্তরঃ –১৯০৮ সালে, লন্ডনে। - ফুটবল প্রথম বিশ্বকাপের নাম কী ছিল?
উত্তরঃ ভিক্টোরিয়া কাপ (তারপর এর নাম হয় জুলেরিমে কাপ) - প্রথম কোন ভারতীয় World Billiards Trophy জয়লাভ করেন?
উত্তরঃ —উইলসন জোন্স। - ‘পথের পাঁচালী’ ছায়াছবির সিনেমাটোগ্রাফার কে ছিলেন?
উত্তরঃ —সুব্রত মিত্র। - চীন ও তাইওয়ান দ্বীপ কত সালে আলাদা রাষ্ট্র হয়?
উত্তরঃ —১৯৪৯ সালে।। - বিশ্বের দীর্ঘতম ইংরাজী অভিধান কোনটি?
উত্তরঃ -১২ খন্ডের Oxford English Dictionary ১৫৪৮৭ পাতার। - বিশ্বে আয়তনে দীর্ঘতম শহরের নাম কী?
উত্তরঃ লন্ডন (৭০০ বর্গমাইল)। - দিল্লীতে পাতাল রেল কবে চালু হয়?
উত্তরঃ –২০০২ সালের ১৭ সেপ্টেম্বর। - ভারতবর্ষে প্রথম কবে ও কোথায় ডাকটিকিট প্রকাশিত হয়?
উত্তরঃ —১৮৫২ সালে করাচিতে। - কত সালে ভারতে ডাক বিভাগ (Postal Depart ment) প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ —১৮৫৪ সালে। - ডাক বিভাগ পিন কোড অনুসারে সমগ্র ভারতকে মােট কটি অঞ্চলে ভাগ করে?
উত্তরঃ —৮টি। - ভারতে Railway Recruitment Board- কয়টি আছে?
উত্তরঃ —১৯টি। - ‘বার্বি পুতুলের প্রস্তুতকারক সংস্থার নাম কী ?
উত্তরঃ —ম্যাটাল টয়েজ ইন্ডিয়া।। - তামিল ভাষায় কবি সম্মেলনকে কী বলে?
উত্তরঃ – সঙ্গম। - সন্ধ্যাকর নন্দী’ নিজেকে কি বলতেন?
উত্তরঃ -কলিকাল বাল্মিকী। - কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম থাকে | ?
উত্তরঃ — ব্রিটেন। - কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি পরিবর্তন হয়?
উত্তরঃ সুইজারল্যান্ডে।
এটিও পড়ুন – পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ
- ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়?
উত্তরঃ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। - ভারতীয় ধ্রুপদী নৃত্য সমূহের প্রকৃত উৎস কী?
উত্তরঃ —ভরতমুনির নাট্যশাস্ত্র। - ভারতনাট্যম এর প্রচলন কোথায় হয়?
উত্তরঃ — দক্ষিণ ভারতে। প্রধানত তামিলনাড়ুতে। এটি একক নৃত্য। কেবল মহিলারাই নাচেন। - ভারতনাট্যম এর কয়েকজন বিখ্যাত নটী?
উত্তরঃ – রুক্মিণী দেবী আরুন্দেল, বালা সরস্বতী, সাঁওতালি, মৃণালিনী সারাভাই, যামিনী কৃত মূর্তি, সোনাল মানসিং, সারাভাই, যামিনী কৃত মূর্তি, সোনাল মানসিং, বৈজয়ন্তীমালা বালি, সংযুক্তা পানিগ্রাহী। - কথাকলি নাচের প্রচলন কোথায় ?
উত্তরঃ – কেরল।। - কথাকলি নাচের কয়েকজন বিখ্যাত শিল্পী ?
উত্তরঃ – রাগিনী দেবী, শান্তা রাও, মৃণালিনী সারাভাই, রীতা গাঙ্গুলী, কৃষ্ণা নাইয়ার, গোপীনাথন। - নাসার যে মহাকাশযানটি ধূমকেতু টেম্পল এর গায়ে আছড়ে পড়ে তাকে চূর্ণ করল তার নাম কী?
উত্তরঃ- Deep Impact - খ্যাতনামা পপস্টার ম্যাডোনার সাম্প্রতিকতম মিউজিক অ্যালবাম টির নাম কী?
উত্তরঃ- Confession On a Dance Floor - দক্ষিণ কোরিয়া Seol National University-র বিজ্ঞানীরা যে কুকুরের ক্লোন নির্মাণ করেছেন তার নাম কী?
উত্তরঃ- – স্ন্যাপি। - মহাকাশযান ডিসকভারি -র মহাকাশ সফরের সাংকেতিক নাম কী ছিল?
উত্তরঃ- – STG ১১৪ - সম্প্রতি প্রয়াত পিটার জেনিংস এর নাম কিসের সঙ্গে জড়িত?
উত্তরঃ- – TV. Anchor - ভারতের প্রথম বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত টেলি যোগাযোগের উপগ্রহ টির নাম কি?
উত্তরঃ- INSAT ২E - সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কোন মণ্ডলে UNGC বিশাল পরিমাণ প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের সন্ধান পেয়েছে?
উত্তরঃ- কেজি বেসিন অঞলে। - পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যে হ্যারিকেন ঝড় আছড়ে পড়েছিল তার নাম কী?
উত্তরঃ- – ডেমরি।। - ইরাকের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তরঃ- —জালাল তালাবানি। | - ইন্দোনেশিয়া সালেম শিল্পগোষ্ঠী এগজিকিউটিভ ডিরেক্টর কে?
উত্তরঃ- – বিনা সন্তোষী। - জাতীয় সংহতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০৪ সালের ইন্দিরা গান্ধী পুরস্কার কে পেলেন?উত্তরঃ- মহাশ্বেতা দেবী।
- ২০০৫ সালের ম্যানবুকার পুরস্কার পেয়েছেন কে?
উত্তরঃ- আইরিশ ঔপন্যাসিক জন ব্যানভিল তাঁর ‘দ্য সি’ উপন্যাসের জন্য।
- তালিবানদের হাতে অপহৃত ও পরে নিহত ভারতীয় ট্রাকচালককে?
উত্তরঃ- – মনিয়াপ্লন রমন কুট্টি। - ২০০৫ এর ৭ থেকে ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমানঘাঁটিতে যে ভারত মার্কিন যৌথ বিমান মহড়া হয় তার নাম কী ?
উত্তরঃ- —Cape India ২০০৫।
এগুলিও পড়ুন –
- ভারতবর্ষ নিয়ে ছোটদের কিছু প্রশ্ন উত্তর
- কম্পিউটার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর
- চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর
- জীবন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর – জীবন বিজ্ঞান 1000+ জিকে
- ভারতবর্ষের বিভিন্ন মন্দির ও নির্মাতা এর তালিকা