সৈনিক প্রশিক্ষণ কেন্দ্রঃ ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র এর তালিকা এই পোষ্টে শেয়ার করা হল। সকল শিক্ষার্থী বন্ধুদের কাজে আসবে বলে মনে করছি। এটিও পড়ুন – বিখ্যাত নাটক ও চলচ্চিত্রের নাম
ভারতের সামরিক বাহিনী বলতে বোঝায় ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী ও ভারতীয় বিমানবাহিনী এবং একাধিক অন্যান্য আন্তঃ-পরিষেবাদাতা সংস্থাকে নিয়ে গঠিত ভারতীয় প্রজাতন্ত্রের সামরিক বাহিনীকে।
ভারতের কয়েকটি সৈনিক প্রশিক্ষণ কেন্দ্র এর তালিকা
প্রশিক্ষণ কেন্দ্রের নাম | প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান |
ন্যাশনাল ডিফেন্স কলেজ | নিউ দিল্লি। |
কলেজ অব ডিফেন্স ম্যানেজমেন্ট | সেকেন্দ্রাবাদ। |
: কলেজ অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং | কিরকি (পুনে, মহারাষ্ট্র) |
ইনস্টিটিউট অব ন্যাশনাল ইন্টিগ্রেশন | পুনে (মহারাষ্ট্র) |
ইন্ডিয়ান মিলিটারি একাডেমি | দেরাদুন (উত্তরাঞ্চল) |
আর্মি ক্যাডেট কলেজ | দেরাদুন (উত্তরাঞ্চল) |
আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ | পুনে (মহারাষ্ট্র)। |
আর্মার্ড কর্পস সেন্টার অ্যান্ড স্কুল | আহমেদনগর। |
আর্মি ক্লক ট্রেনিং স্কুল | আওরঙ্গবাদ |
ন্যাশনাল ডিফেন্স একাডেমি | খন্ডাক ভাসলা |
আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং | পুনে (মহারাষ্ট্র) |
এগুলিও পড়ুন