You are currently viewing দক্ষিণ 24 পরগণা সম্পর্কিত জিকে, Top GK North 24 Parganas Latest

দক্ষিণ 24 পরগণা সম্পর্কিত জিকে, Top GK North 24 Parganas Latest

দক্ষিণ 24 পরগণা সম্পর্কিত জিকে,  Top GK North 24 Parganas, Download দক্ষিণ 24 পরগণা সম্পর্কিত জিকে, Top GK North 24 Parganas PDF

দক্ষিণ 24 পরগণা সম্পর্কিত জিকে

দক্ষিণ 24 পরগণা = 1986 সালে 1লা মার্চ চব্বিশপরগণা জেলাকে উত্তর ও দক্ষিণ দুই পরগণা ভাগ করা হয়।
আয়তন- 9.960 বর্গ কিমি।।
অক্ষংশ ও দ্রঘিমাগত অবস্থান– উত্তর গোলার্ধের 21 0 30′ থেকে 22 0 30′ উত্তর অক্ষরেখা এবং 88 0 2′ থেকে 89 0 0’পূর্ব দ্রঘিমা পর্যন্ত বিস্তত।

সীমানা– উত্তরে উত্তর 24পরগনা জেলা, কালকাতা ও পশ্চিমে হুগলি নদী,দক্ষিণে বঙ্গোপসাগর,পূর্বে বাংলাদেশে এ অবস্থিত। দক্ষিণ প্রান্ত সুন্দরবন; জীব পরিমণ্ডলের উত্তর ভাগ ড্যাম্পিইয়ার হজেস লাইন দ্বারা চিহেত।
ভূ-প্রকৃতি-এই জেলা নদীবাহিত পলিমাটি নিয়ে গঠিত। সমুন্দ্রপৃষ্ঠ থেকে এর উচ্চাতা প্রায় 6.4মিটার। দঃ 24 পরগণা জেলায় গড়ে ওঠা নবতন দ্বিপ হল পূর্বাশা বা নিউমুর।

দক্ষিণ 24 পরগণা জলবায়ু– বাৎরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 1700মিলিমিটার। এপ্রিল, মে মাসে তাপমাত্রা 26 0 সে. থেকে 36 0 সে. এবং ডিসেম্বর ও জানুয়ারী মাসে 13.6 0 সে.-14.2 0 সে. তাপমাত্রা থাকে।
নদ-নদী- হুগলী, বিদ্যাধরী, রায়মণ্ডল, পিয়ালি, হাঁডিয়াভাঙ্গা, গোসাবা, মাতলা, ইছআমতী ইত্যাদি।
মৃত্তিকা
পাঁচ প্রকার- (1) গঙ্গা-অধ্যুষিত পলিমাটি;
(2) নোনামাটি;
(3)ক্ষারযুক্ত নোনা মাটি;
(4)ক্ষারযুক্ত নোনাবিহীন মাটি;
(5) উৎকর্ষ হ্রাসপ্রারপ্ত ক্ষারকীয় মাটি।

স্বাভাবিক উদ্ভিদ– উত্তর ভাগে মানুষ-রোপিত আম, জাম, আর দক্ষিণ ভাগে অর্থাৎ সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়।
অরণ্য ভাগে- 44.72% ( পশ্চিমবঙ্গে সর্বাধিক)
দক্ষিণ 24 পরগণা কৃষি-মোট কৃষিজমি -953.37; মোট সারের ব্যবহারঃ-83.3।
শিল্প-(1) পাট শিল্প (বিড়লাপুর) (2)চর্মশিল্প (পার্কসার্কাস, বাটানগর,বানতলা) (3)হস্ত শিল্প (4)পর্যটন শিল্প।
শিল্পাঞ্চল -ফলতা , বজবজ, সোনারপুর, বিষ্ণুপুর, ডায়মণ্ডহারবার।
ব্যাঞ্চ ও সমবায়-ব্যাঙ্কের সংখ্যা- 235,প্রথমিক কৃষি সমবায় সংস্থা- ৪৮৩।

স্বাস্থ্য– হাসপাতালের সংখ্যা-1,182।
জনসংখ্যা– মোট জনসংখ্যা-69,09,015
জনসংখ্যা ঘনত্ব-প্রতি বর্গকিমিতে 693জন।
সাক্ষরতার হার– 69.45 শতাংশ (পুরুষ-79.19 শতাংশ,মহিলা-59.01শতাংশ)
প্রশাসনিক কাঠামো– মহকুমা-5টি (কাকদ্বিপ, ক্যানিং, বারুইপুর ডায়মণ্ডহারবার ও আলিপুর)জেলাসদব- আলিপুর গ্রাম পঞ্চায়েত-312;পঞ্চায়েত সমিতি-29 পরিষদ-1 পৌরসভা -7টি বিধানসভার আসন – 28 টি , লোকসভার আসন -4টি,দ্বীপেরসংখ্যা-37টি।

দক্ষিণ চব্বিশ পরগনা প্রশ্ন উত্তর

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সীমানা উল্লেখ করাে।

উঃ পূর্বে বাংলাদেশ; পশ্চিমে হুগলি নদী; উত্তরে উত্তর চব্বিশ পরগণা; দক্ষিণে বঙ্গোপসাগর।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আয়তন কত?

উঃ ৯,৯৬০ বর্গ কিলােমিটার।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জনসংখ্যা কত?

উঃ ৬৯,০৯,০১৫ জন; পুরুষ—৩৫,৬৪,২৪১ জন; মহিলা—৩৩,৪৪,৭৭৪ জন।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাক্ষরতার হার কত শতাংশ?

উঃ ৫৫-১০ শতাংশ।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতি বর্গকিমিতে জনঘনত্বের পরিমাণ কত?

উঃ ৬৯৪ জন।

প্রঃ সুন্দরবনের উল্লেখযােগ্য গাছগুলি কী নামের?

উঃ সুন্দরী, গেওয়া, গরাণ, গােলপাতা প্রভৃতি।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি নদনদীর নাম লেখাে।

উঃ মাতলা, বিদ্যাধরী, গােসাবা, সপ্তমুখী, হাঁড়িভাঙা, মরিগঙ্গা।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান কয়েকটি শিল্পের নাম লেখাে।

উঃ চর্মশিল্প, রেডিমেড বস্ত্র, পালকের সামগ্রী, বাসন তৈরীর কারখানা, শােলার কাজ, বিস্কুটের কারখানা ইত্যাদি।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগণা জেলার নদীগুলি কোন জলে পুষ্ট?

উঃ জোয়ারের জলে পুষ্ট।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি দ্বীপের নাম লেখাে।

উঃ বুলচেরী দ্বীপ, ভাঙ্গাদুনী দ্বীপ, জম্বুদ্বীপ, হ্যালিডে দ্বীপ, ললাথিয়ান দ্বীপ ও নিউমুর দ্বীপ।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত স্থানগুলির নাম লেখাে।

উঃ ডায়মন্ডহারবারের পােতাশ্রয়, বকখালি, ফলতার মুক্তবাণিজ্য অঞ্চল, সুন্দরবনের সজনেখালি অভয়ারণ্য ইত্যাদি।

প্রঃ ডায়মন্ডহারবার মহকুমা মথুরাপুর থানা অঞ্চলে কোন বন্দর ছিল?

উঃ ছত্রভােগ বন্দর।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কোথায় সৌর বিদ্যুৎ কেন্দ্র গড়া হচ্ছে?

উঃ ফলতায়।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুটি বিখ্যাত শিল্পক্ষেত্রের নাম কী ?

উঃ বজবজ পাটশিল্পের জন্য এবং বাটানগর চর্মশিল্প।

প্রঃ এই জেলায় বিখ্যাত পাখিরালয় কোথায় রয়েছে?

উঃ সজনেখালি পাখিরালয়।

প্রঃ সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গকিলােমিটার?

উঃ প্রায় পাঁচ হাজার বর্গকিমি।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কোথায় কুমির প্রকল্প রয়েছে?

উঃ ক্যানিং-এর নিকট ভগবতপুরে কুমির প্রকল্প রয়েছে।

প্রঃ জল বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান সমস্যা কী?

উঃ জলে আর্সেনিক দূষণ ঘটছে।

প্রঃ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বনভূমির বৈশিষ্ট্য কী?

উঃ এই জেলার লবণাক্ত জলের বনভূমি বা ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে।

This Post Has One Comment

Leave a Reply