You are currently viewing পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভাঃ এই পোষ্টে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা শেয়ার করা হল। সকল শিক্ষার্থী বন্ধুদের পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা কাজে আসবে ।  এটিও পড়ুন – বিখ্যাত নাটক ও চলচ্চিত্রের নাম

পশ্চিমবঙ্গ সরকার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও তার ২৩ টি জেলার সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ। এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা স্থানীয় নামে রাজ্য সরকার নামেও পরিচিত। রাজ্যপাল সহ একটি শাসনবিভাগ, একটি আইনবিভাগ ও একটি বিচারবিভাগ নিয়ে এই সরকার গঠিত।

পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা এর তালিকা

মন্ত্রীদের নামের তালিকা  পদের নাম
ড. প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষা দপ্তর
সুরেশচন্দ্র ব্যানার্জী বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী
যাদবেন্দ্রনাথ পাঁজা অর্থমন্ত্রী।
বিমল চন্দ্র সিনহা স্বাস্থ্যমন্ত্রী
কালিদাস মুখার্জী। ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী
হেমচন্দ্র নস্কর কৃষি, বন ও মৎস্য মন্ত্রী
কমলকৃয় রায়  সমবায় ঋণ ও ত্রাণ মন্ত্রী
নিকুঞ্জবিহারী মাইতি সেচ, পূর্ত, গৃহনির্মাণ ও জলপথ মন্ত্রী
রাধানাথ দাস অসামরিক সরবরাহ মন্ত্রী
মোহিনী মোহন বর্মন বিচার ও আইনমন্ত্রী
ঈশ্বর চন্দ্র জালাল স্পিকার ( প্রথম অধক্ষ )

এগুলিও পড়ুন –

This Post Has One Comment

Leave a Reply