You are currently viewing পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020

পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020

সংগ্রহে হারাধন বিশ্বাসঃ  পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ, ভারতের প্রথম উল্লেখযোগ্য মহিলা, জেনে নিন ভারতের প্রথম উল্লেখযোগ্য মহিলা, জেনে নিন পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ।  PDF ডাউনলোড পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ

পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ

পরাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেলঃ ওয়ারেন হেস্টিংস ও লর্ড মাউণ্ট ব্যাটেন ।
প্রথম ভাইসরয়ঃ লর্ড ক্যানিং।
স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেলঃ লর্ড মাউণ্ট ব্যাটেন এবং সি . রাজা। . গোপালাচারী ।
ভারতের প্রথম রাষ্ট্রপতিঃ রাজেন্দ্রপ্রসাদ ।
ভারতের প্রথম প্রধানমন্ত্রীঃ জওহরলাল নেহরু।
ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষঃ গণেশ বসুদেও মভলঙ্কার।
ভারতের প্রথম রাজ্যসভার সভাপতিঃ আস.রাধাকৃষ্ণান।
ভারতের প্রথম নির্বাচন কমিশনারঃ সুকুমার সেন।ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ
ভারতের প্রথম I.C.S আফিসারঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর।
ভারতের প্রথম এভারেস্ট বিজয়ীঃ তেনজিং নোরগে ।
ভারতের প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ীঃ মিহির সেন
ভারতের প্রথম পাইলটঃ জে.আর.ডি. টাটা।
ভারতের প্রথম সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিঃ হীরালাল জে. কানিয়া ।
ভারতের প্রথম হাইকোর্টের বিচারপতিঃ শম্ভূনাথ পন্ডিত ।
ভারতের প্রথম গ্র্যাজুয়েটঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ সরকার ।
ভারতের প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্যঃ দাদাভাই নৌড়জী ।
ভারতের প্রথম ডেপুটি ম্যাজিষ্ট্রেটঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
ভারতের প্রথম বিলেতযাত্রীঃ রাজা রামমোহন রায়।
ভারতের প্রথম অক্সফোর্ডের আধ্যাপকঃ এস.রাধাকৃষ্ণান।
ভারতের প্রথম লন্ডনের রয়্যালে আর্টিস্ট সভার সদস্যঃআবণীন্দ্রনাথ ঠাকুর।
ভারতের প্রথম পরমরী চক্র পুরষ্কার প্রাপকঃ মেজর সোমনাথ বার্মা
ভারতের প্রথম ভারতরন্ত পুরষ্কার প্রাপকঃ সি. গোপালাচারী; সি. ভি.রমন ;এস. রাধাকৃষ্ণান।
ভারতের প্রথম আন্তর্জাতিক বিচারপতিঃ ডঃনগেন্দ্র সিং ।
ভারতের প্রথম ইংরাজী ভাষায় কবিতা লেখেনঃ মধুসুদন দত্ত।
ভারতের প্রথম শাহীদ (দেশের মাটিতে): ক্ষুদিরাম বসু ।
ভারতের প্রথম শাহীদ (বিদেশের মাটিতে): মদনলাল ধিংড়া ।
ভারতের প্রথম নোবেল পুরষ্কার জয়ীঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
ভারতের প্রথম অস্কার (চলচ্চিত্রে)জয়ীঃ সত্যজিৎরায়।
ভারতের প্রথম জাতীয় আধ্যাপকঃ সি.ভি.রমন।
ভারতের প্রথম মহাকাশযত্রীঃ রাকেশ শার্মা।
ভারতের প্রথম ফিল্ড মার্শালঃ এস এইচ এফ জে মানেকশ।
ভারতের প্রথম স্থলবাহিনীর প্রধানঃ কে.এম. কারিয়াপ্পা ।
ভারতের প্রথম নৌবাহিনীর প্রধানঃআর. ভি. কটারি ।
ভারতের প্রথম টেস্ট ক্রিকেটারঃ রনজীৎ সিংজি।
ভারতের প্রথম বহুভাষাবিদ্‌ঃ হরিনাথ দে ।
ভারতের প্রথম ব্যারিস্টরঃ জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর।
ভারতের প্রথম ব্রতচারী সংঘ-এর প্রতিষ্ঠাতাঃ গুরুসদয় দত্ত ।
ভারতের প্রথম হাই কমিশনারঃ অতুলচন্দ্র চট্টোপাধ্যায় ।
ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতিঃ উমেশচন্দ্র ব্যানার্জী।
ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালকঃ দাদা সাহেব ফালকে।
ভারতের প্রথম ম্যাগসাসাই পুরষ্কার বিজয়ীঃ আচার্য বিনোভা ভাবে।
ভারতের প্রথম একই সঙ্গে এভারেস্ট, উত্তর মেরু ও দক্ষিণ মেরু জয় করেছেনঃ সত্যব্রত দাম।

এটিও পড়ুন – ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর – গুরুত্বপূর্ণ ভূগোল জিকে 1000+

This Post Has One Comment

Leave a Reply