দীপাবলির ঠিক ছ-দিন পর পালিত ছট উত্সব হিন্দু ধর্মে মুখ্য ব্রত। ভারতবর্ষের বিশেষ করে হিন্দিভাষী হিন্দুদের অন্যতম শ্রেষ্ঠ পূজা ছট্ পূজা। ছট্ অর্থাৎ ছটা বা রশ্মির পূজা। এই রশ্মি সূর্য থেকেই পৃথিবীর বুকে আসে। সুতরাং এই পূজা আসলে সূর্যদেবের পূজা। প্রত্যক্ষভাবে ‘ছট;-এর পূজা হলেও এই পূজার সঙ্গে জড়িত আছেন স্বয়ং সূর্যদেব, আছেন মা গঙ্গা এবং দেবী অন্নপূর্ণা। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ছট পুজার বিধান রয়েছে । [ দুর্গা পূজা সব ফটো ও ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন ]
ছট পুজার ফটো ও ভিডিও শিগ্রি Upload করা হবে ততক্ষণে সঙ্গে থাকুন।
Thanks for reading & sharing Kushmandi Town, পড়াশোনা, বিজ্ঞান টেকনোলোজি ও চাকুরীর খবর - KMDInfo
0 comments:
Post a Comment