Search ...

Home » , » গণিতের সমান্তর ধারা সুত্র -সমান্তর ধারা সুত্রের সমস্যা ও সমাধান - Summation Series Low

গণিতের সমান্তর ধারা সুত্র -সমান্তর ধারা সুত্রের সমস্যা ও সমাধান - Summation Series Low


সমান্তর ধারা
কোনো ধারার যেকোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য (বিয়োগফল) সমান হলে তাকে সমান্তর ধারা বলে। সমান্তর ধারা সসীম বা অসীম যেকোনোটি হতে পারে।
অনুক্রম:
 কতকগু‌লো সংখ্যা বা রা‌শিকে একটি নি‌র্দিষ্ট নিয়মানুসা‌রে ধারাবাহ‌তক সাজা‌নো‌কে অনুক্রম বলে।
সমান্তর ধারা সুত্র

পদ: 
 অনুক্রমের প্রতিটি সংখ্যা বা রাশিকে পদ ব‌লে।
ধারা:
 অনুক্রমের পদ বা সংখ্যাগুলোর সমষ্টিকে ধারা বলে।
সসীম বা শান্ত ধারা :
কোন ধারার পদ সংখ্যা সসীম হলে তাকে সসীম বা সান্ত ধারা বলে।
অসীম ধারা :
কোন ধারার পদ সংখ্যা অসীম হলে তাকে অসীম ধারা বলে।

গু‌ণোত্তর ধারা : যে ধারার কোন প‌দের সা‌থে তার পরবর্তী প‌দের অনুপাত সর্বদাই সমান হয় তাকে গুণোত্তর ধারা বলে।
প্র‌য়োজনীয় সূত্রাবলি :
সমান্তর ধারার সাধারণ পদ বা r তম পদ : প্রথম পদ a, সাধারণ অন্তর d হ‌লে, r তম পদ = a+(r-1)d
 তাহলে সংজ্ঞানুসারে, ধারাটির
২য় পদ = a + d
৩য় পদ = a + 2d
৪র্থ পদ = a + 3d
সুতরাং ধারাটি a + (a + d) + (a+2d) + (a+3d) + . . . . . . . . . . . . .

সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি : একটি সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d হ‌লে, তার n সংখ্যক পদের সমষ্টি, S = n{2a+(n-1)d}/2
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, S = n(n+1)/2
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ব‌র্গের সমষ্টি, S = n(n+1)(2n+1)/6
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, S = {n(n+1)/2}^2
গুণোত্তর ধারার সাধারণ পদ বা r তম পদ : কোন ধারার প্রথম পদ a, সাধারণ অনুপাত q হলে, r তম পদ = aq^(r-1)
গুণোত্তর ধারার n সখ্যক পদের সমষ্টি, S = a(1-q^n)/(1-q); যেখা‌নে q1

 সমান্তর ধারা কতগুলি প্র‌শ্ন উত্তর (সমাধান সহ ):
  • একটি সমান্তর ধারার ১ম পদ 5 এবং সাধারণ অন্তর 3 হলে, ধারাটির n তম পদ কত?
সমাধান:
n তম পদ   = a + (n - 1)d
= 5 + (n - 1)3
= 5 + 3n - 3
= 2 + 3n
Ans. 2 + 3n

  •  একটি গু‌ণোত্তর অনুক্র‌মের দ্বিতীয় পদটি -48 এবং পঞ্চম পদটি 3/4 হ‌লে, সাধারণ অনুপাত কত?
ক। 1/2
খ। – 1/2
গ। 1/4
ঘ। – 1/4 (Ans)
সমাধান : n তম পদ = aq^(n-1)
দ্বিতীয় পদ = aq^(2-1) = aq = -48
a = -48/q ~~~~~ (i)
অাবার, পঞ্চম পদ = aq^(5-1) = 3/4
বা, aq^4 = 3/4
বা, (-48/q)q^4=3/4
বা, -48 q^3 = 3/4
বা, q^3 = – 3/192
বা, q^3 = (-1/4)^3
বা, q = -1/4
অর্থাৎ সাধারণ অনুপাত – 1/4
২। 1^2+2^2+3^2+…..+x^2 এর মান কত?
ক। {x(x+1)(2x+1)}/6 (Ans)
খ। x(x+1)/2
গ। x
ঘ। {x(x+1)/2}^2
  •   1^2+2^2+3^2+…..+50^2 = কত?
ক। 35725
খ। 42925 (Ans)
গ। 45500
ঘ। 47225
সমাধান: S = {n(n+1)(2n+1)}/6
= {50(50+1)(2×50+1)}/6
= 50x51x101/6
= 42925
  •   log2+log4+log8+ ….. ধারাটির প্রথম দশটি পদের সম‌ষ্টি কত?
ক। 45log2
খ। 55log2 (Ans)
গ। 65log2
ঘ। 75log2
সমাধান: log2+log4+log8+ …..
= log2+log2^2+log2^3+ ….+log2^10
= 1log2+2log2+3log2+ …..+10log2
= (1+2+3+…….+10)log2
= {10(10+1)/2}log2
= 55log2
  •   1+2+3+…..+99 =কত?
ক। 4650
খ। 4750
গ। 4850
ঘ। 4950 (Ans)
সমাধান : S = {n(n+1)/2}
= 99(99+1)/2
= 99×50
= 4959
বুঝার সুবিধার্থে সুত্র গুলি, নিম্নে চিত্র আকারে দেওয়া হল 
গণিতের আরও সুত্র নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে জেনে নিন 
Math Formula
 

Thanks for reading & sharing Kushmandi Town, পড়াশোনা, বিজ্ঞান টেকনোলোজি ও চাকুরীর খবর - KMDInfo

Previous
« Prev Post

0 comments:

Post a Comment

ad by pujadatetime.in

Popular Posts

Kmdinfo FB Page
ad by pujadatetime.in

বিজ্ঞাপন

ad by pujadatetime.in
ad by pujadatetime.in
ad by pujadatetime.in
  • Tips Tweet | Free PC Tricks
    Subhas Chandra Bose, Short Paragraph of Subhas Chandra Bose - নেতাজি সুভাস চন্দ্র বোস - Subhas Chandra Bose, Short Paragraph of Subhas Chandra Bose, Netaji Shbhas Bose Short Paragraph, Subhas Chandra Bose Short paragraph for kids,Short paragra...
  • Puja Date Time | Free Puja Schedule
    Rash Yatra Whatsapp Status, Rash Purnima SMS - রাস যাত্রা - रास जात्रा - *Rasa-yatra ( রাস যাত্রা - रास जात्रा ) celebrates Krishna's pastime of dancing with His cowherd girlfriends, the gopis, by the light of the full moon dur...
ad by pujadatetime.in

Kushmandi Town App

ad by pujadatetime.in

Advertise

ad by kmdinfo.in