Search ...

Home » , , » সরস্বতী পূজা পদ্ধতি - সম্পূর্ণ বাংলায় সরস্বতী পূজা পদ্ধতি মন্ত্র সহ - Saraswati Puja Rules

সরস্বতী পূজা পদ্ধতি - সম্পূর্ণ বাংলায় সরস্বতী পূজা পদ্ধতি মন্ত্র সহ - Saraswati Puja Rules

সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রচলিত পূজা। সরস্বতী দেবীকে শিক্ষা, সংগীত ও শিল্পকলার দেবী ও আশীর্বাদাত্রী মনে করা হয়। বাংলা মাঘ মাসের ৫মী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংগীত ও শিল্পকলায় সফলতার আশায় শিক্ষার্থীরা দেবীর পূজা করে থাকে।
বাকদেবী, বিরাজ, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধর, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাক করে।
পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী ব্রহ্মের মুখ থেকে উথ্থান। দেবীর সকল সৌন্দর্য্য ও দীপ্তির উৎস মূলত ব্রহ্মা। পঞ্চ মস্তকধারী দেবী ব্রহ্মা এক স্বকীয় নিদর্শন।
পূজার জন্য দেবী সরস্বতীর মূর্তি শ্বেত বস্র পরিধান করে থাকে যা পবিত্রতার নিদর্শন। দেবীর আসন কে পুষ্পশোভামন্ডিত করে রাখা হয়। পরিবারের সকল সদস্য খুব ভোরে স্নান শেষে পরিস্কার বস্র পরিধান করে দেবীর সামনে অবস্থান করে থাকে। পুরোহিত পূজা শুরু করবার আগ পর্যন্ত দেবীর মুখমন্ডল ঢাকা থাকে। পূজার অর্ঘ্যর পাশাপাশি দেবীর পূজার অারেকটি প্রধান অংশ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক। সরস্বতী পূজার একটি বিশেষ অর্য্য হল পলাশ ফুল। দেবীর অঞ্জলীর জন্য এটি একটি অত্যবশ্যকীয় উপাদান।

সরস্বতী পূজা পদ্ধতি


পূজা পদ্ধতি _ গৌরমোহন দাস

 দেবতা জাগ্রতকরণ :
                   উত্তিষ্ঠোত্তিষ্ঠ শ্রীগুরো ত্যজ নিদ্রাং কৃপাময়।
                  উত্তিষ্ঠোত্তিষ্ঠ গৌরাঙ্গ জহি নিদ্রাং মহাপ্রভো।
                  শুভদৃষ্টিপ্রদানেন ত্রৈলোক্যমঙ্গলং কুরু ॥
                   ঈশ্বর শ্রীহরে কৃষ্ণ দেবকীনন্দন প্রভো।
                   নিদ্রাং মুঞ্চ জগন্নাথ প্রভাতসময়ো ভবেৎ ॥
                    উত্তিষ্ঠোত্তিষ্ঠ গোবিন্দ উত্তিষ্ঠ পরমেশ্বর।
                   উত্তিষ্ঠ কমলাকান্ত ত্রৈলোক্যংমঙ্গলং কুরু ॥

গঙ্গা প্রণাম :  
            ওঁ বিষ্ণুপাদার্ঘ্যসম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনি।
           ধর্মদ্রবীতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবি॥
           শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর্দেবী জাহ্নবি।
          অমৃতেনাম্বুনা তব ভাগীরথি পুণীহি মাম্ ॥

অগ্নি প্রজ্বলন এবং জল শুদ্ধি  :
          ওঁ-কারস্য ব্রহ্ম ঋষির্গায়ত্রীচ্ছন্দেগ্নির্দেবতা সর্বকর্মারম্ভে বিনিয়োগ।
          ওঁ সপ্তব্যাপহৃতিনাং প্রজাপতিঋষি গায়ত্রী-উষ্ণিগনুষ্টুপ-বৃহতি পংক্তিত্রিষ্টুপজগত্যশ্ছন্দাংসি অগ্নির্বায়ু সূর্যবরুণ বৃহস্পতিন্দ্র বিশ্বেদেবা দেবতাঃ প্রাণায়ামে বিনিয়োগঃ। গায়ত্র্যাঃ      বিশ্বামিত্রঋষির্গায়ত্রিচ্ছন্দঃ সবিতা দেবতা প্রাণায়মে বিনিয়োগঃ॥
গায়ত্রী শিরস প্রজাপতিঋষির্ব্রহ্মবায়ু অগ্নি সূর্যাশ্চতস্রোদেবতাঃ প্রাণায়ামে বিনিয়োগঃ॥
আসন শুদ্ধিমন্ত্র :
         ওঁ অস্য আসনমন্ত্রস্য মেরুপৃষ্ঠঋষি সুতলং ছন্দঃ।
        কূর্মো দেবতা আসনোপবেশনে বিনিয়োগঃ॥ ১
           ওঁ পৃথ্বিত্বয়া ধৃত্বা লোকা দেবিত্বং বিষ্ণুনা ধৃতা।       
          ত্বং চ ধারায় মাং নিত্যং পবিত্রং কুরুচাসনম্॥ ২
বামে- গুরুভ্যো নমঃ, ডানে- গণেশায় নমঃ, ঊর্ধ্বে- ব্রহ্মণে নমঃ,
নিচে-অনন্তায় নমঃ, সামনে-শিবায় নমঃ।

আচমন :
        (জল হাতে রেখে)
       ওঁ শং নো দেবীরভিষ্টয় আপোভবন্তু পীতয়ে।
       শংযোরভিস্রবন্তু  ন ॥ ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু । বলে জল দ্বারা ৩ বার মুখ মার্জনা

হাত জোড় করে
        ওঁ তদবিষ্ণু পরমং পদম্ সদা পশ্যন্তি সুরয়ঃ।
         দিবীব চক্ষুরাততম ॥
ওঁ শঙ্খচক্রধরং বিষ্ণুং দ্বিভূজং পীতবাসসম্।
প্রারম্ভে কর্মণ কর্তা পাবনং তং স্মরেদ্ধরিম ॥
      ওঁ মাধবো মাধবো বাচি মাধবো মাধবো হৃদি।
      স্মরন্তি সাধবঃ সর্বে সর্বকর্মসু মাধবম্ ॥
             ওঁ অপবিত্র পবিত্রো বা সর্বাবস্থাং গতোহপি বা
              যঃ স্মরেৎ পুণ্ডরীকাক্ষং স বাহ্যাভ্যন্তÍÍরঃ শুচি॥ (বৃ.ভক্তিতত্ত্বসার)
তুলসী প্রণামমন্ত্র :   
           ‘ওঁ বৃন্দায়ৈ তুলসীদেবৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।
            বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ॥
তিলক ধারণ :   
      কেশবানন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম।
      পুণ্য যশস্যমায়ুষ্যং তিলকং মে প্রসাদ তু ॥

চন্দন তিলক :
             কান্তিং লক্ষ্মী ধৃতিং সৌম্যং সৌভাগ্যমতুলং।
            দদাতু চন্দনং নিত্যং সততং ধারয়াম্যহম্ ॥
১. ললাটে কেশবায় নমঃ        ২. কণ্ঠে পুরুষোত্তমায় নমঃ
৩. বাম হাতে বাসুদেবায় নমঃ      ৪. ডান হাতে দামোদরায় নমঃ
৫. নাভিতে নারায়ণায় নমঃ      ৬. হৃদয়ে মাধবায় নমঃ
৭. ডানপাশে গোবিন্দায় নমঃ      ৮. বামপাশে ত্রিবিক্রমায় নমঃ
৯. ডান কানের মূলে মধুসূদনায় নমঃ  ১০. বামকানের মূলে বিষ্ণবে নমঃ
১১. মাথার মধ্যে হৃষিকেশায় নমঃ ১২. মেরুদণ্ডে পদ্মনাভায় নমঃ
১৩. নাকের ডগায় পবনায় নমঃ    ১৪. বাসুদেবায় নমঃ বলে ঘ্রাণগ্রহণ
শিখাবন্ধন    :
       ওঁ ব্রহ্মবাণী সহস্রাণি শিবানী শতেন চ  
       বিষ্ণোর্নামসহস্রেণ শিখাবন্ধনং করোম্যহম্ ॥
      ওঁ ভুঃ ভুবঃ স্বঃ তৎসবির্তুবরেণ্যং ভর্গোদেবস্য ধীমহি।
       ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ ওঁ॥
শিখা মোচন :  
       ওঁ গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরাঃ।
       তিষ্ঠত্বত্রাচলা লক্ষ্মীঃ শিখামুক্তং করোম্যহম॥

কর শুদ্ধি :
            ‘ঐঁ’ মন্ত্রে ডান হাতে একটি ফুল নিয়ে ওঁ মন্ত্রে উহা দুই হাতে পেষণ করে ঈশান কোণে ফেলতে হবে।
ফুল শুদ্ধিমন্ত্র :       ওঁ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে
                        পুষ্পচয়াবকীর্ণে চ হুঁ ফট স্বাহা।
  এরপর - এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে ওঁ শ্রী বিষ্ণুবে নমঃ।
     এতে গন্ধেপুষ্পে এতঃ সম্প্রদানৈ ওঁ শ্রীশ্রীদেবতায় নমঃ ॥
ধূপদীপ শুদ্ধি     :   ওঁ এতৌ ধূপদীপৌ বং নমঃ (বলে ধূপ ও দীপে ফুল দিবেন)
শঙ্খশুদ্ধি         :   এতে গন্ধপুষ্পে ওঁ হুং হুং হুং নমঃ মহাশঙ্খায় স্বাহা।
ঘণ্টাশুদ্ধি         :   এতে গন্ধপুষ্পে ওঁ জয়ধ্বনি মন্ত্রমাতঃ স্বাহা।
ঘট স্থাপনমন্ত্র    :     ওঁ সর্বতীর্থদ্ভবং বারি সর্বদেব সমন্বিতম।
                          ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেবগণৈঃ সহ॥
                         ওঁ  স্থাং স্থীং স্থিরোভব।
                      ওঁ স্থিরোভব বিড়বঙ্গ আশুর্ভব বাজ্যর্বন।
                      পৃথুর্ভব সুষদস্তমগ্নেঃ পরীষবাহন॥
প্রাণ প্রতিষ্ঠা :
     প্রতিমার হৃদয়ে আঙ্গুল রেখে
 ওঁ মনোজ্যোতিজ্যোষতামাজ্যস্য বৃহস্পতির্যজ্ঞমিমং তনোত্বরিষ্ঠং যজ্ঞং সমিমং দধাতু। বিশ্বে দেবাস ইহ মাদায়ন্তা মোং প্রতিষ্ঠ ॥
 ওঁ অস্যৈ প্রাণাঃ প্রতিষ্ঠন্তু অস্যৈ প্রাণাঃ ক্ষরন্তু চ। অস্যৈ দেবত্ব সিদ্ধয়ে স্বাহা॥
        অর্ঘ্যজলের ছিটা দিয়ে কম পক্ষে দশবার গায়ত্রী মন্ত্র জপ:
ওঁ ভুঃ ভুবঃ স্বঃ তৎসবির্তুবরেণ্যং ভর্গোদেবস্য ধীমহি। ধিয়ো যো নঃ প্রচোদয়াঃ॥
সামান্যার্ঘ্য স্থাপন :
              পূজা করতে বসে সামনে (মাটিতে) ত্রিভুজ এঁকে তাকে ফুল-চন্দন দিয়ে পূজা করবে।
           এতে গন্ধপুষ্পে ওঁ অনন্তায় আধারশক্তয়ে নমঃ।
          এতে গন্ধপুষ্পে ওঁ প্রকৃত্যৈ নমঃ।     এতে গন্ধপুষ্পে ওঁ কূর্মায় নমঃ।
          এতে গন্ধপুষ্পে ওঁ অনন্তায় নমঃ।     এতে গন্ধপুষ্পে ওঁ পৃথিব্যৈ নমঃ।
কোষা প্রক্ষালন করে তার অগ্রভাগ (সরু দিক) দেবতার দিকে ত্রিকোণের উপর স্থাপন করে উহা জলপূর্ণ করে এবং অগ্রভাগে গন্ধপুষ্প, আতপতণ্ডুল, বিল্বপত্র ও দূর্বা প্রদান করতে হবে। এরপর কোষে জল স্পর্শ করে
      ওঁ শন্নো আপো ধণ¡ন্যাঃ শমনঃ সন্তুনূপ্যা।
      শণœঃ সমুদ্রিয়া আপঃ শমনঃ সন্তুকূপ্যাঃ ॥
ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী।
নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু ॥
         ওঁ কুরুক্ষেত্র গয়াগঙ্গা প্রভাস পুষ্করাণি চ।
          তীর্থান্যেতানি পুণ্যানি পূজাকালে/স্নানকালে ভবন্তীহ॥
সূর্যার্ঘ্য দান :
(পূজামন্ত্র : ওঁ হ্রীং হ্রীং সূর্যায় নমঃ)
ওঁ নমঃ সবিত্রে জগদেকচক্ষুষে জগৎপ্রসূতিস্থিতিনাশহেতবে।
এয়ীময়ায় ত্রিগুণাত্মধারিণে বিরিঞ্চিনারায়ণ শঙ্করাত্মনে॥
ওঁ এহি সূর্য সহস্রাংশো তেজোরাশে জগৎপতে।
অনুকম্পায় মাং ভক্তং গৃহাণার্ঘং দিবাকর ॥
সূর্য প্রণাম :
        ওঁ জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম।
         ধ্বন্তারিং সর্ব পাপঘœং প্রণতোহস্মি দিবাকরম্॥

সংকল্প :
        ওঁ তৎ সৎ, অদ্য........    ,মাসে......       .পক্ষে.....তিথ্যো ....... গোত্র মম সংকল্পিতং.......পূজনকর্মাহং   ........উপাচারে/যথাসাধ্য সংকল্প মস্তু /করিষ্যামি।

দেবতাদিগকে গন্ধপুষ্পদান :
                 এতে গন্ধেপুষ্পে ওঁ সিদ্ধেদাত্রে শ্রীগণেশায় নমঃ।
                এতে গন্ধেপুষ্পে ওঁ শ্রীলক্ষ্মীকান্তায় নারায়ণায় নমঃ।
               এতে গন্ধেপুষ্পে ওঁ শিবাদি পঞ্চ দেবতাভ্যো নমঃ।
               এতে গন্ধেপুষ্পে ওঁ আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ।
              এতে গন্ধেপুষ্পে ওঁ ইন্দ্রাদি দশদিকপালেভ্যো নমঃ।
               এতে গন্ধেপুষ্পে ওঁ মৎসাদি দশাবতারেভ্যো নমঃ।

জল দান মন্ত্র :

ওঁ ব্রহ্মণে নমঃ।   ওঁ ব্রাহ্মণেভ্যো নমঃ     আচার্যেভ্যো নমঃ।
ঋষিভ্যো,      দেবেভ্যো,        বেদেভ্যো নমঃ।
বায়বে, মৃত্যবে, বিষ্ণবে নমঃ।        বিশ্রবণায়, উপজায় নমঃ।

পিতৃ-মাতৃ প্রণাম :
               ওঁ পিতা স্বর্গঃ পিতা ধর্মঃ  পিতাহি পরমং তপঃ।
                পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাঃ॥
       যৎ প্রসাদাৎ জগৎদৃষ্টং পূর্ণকামো যদাশীষা।
        প্রত্যক্ষ দেবতা মে তুভ্যং মাত্রে নমো নমঃ ॥
গুরু প্রণাম :  
            ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম
            তদ্পদংদর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ॥
     ওঁ অজ্ঞান তিমিরান্ধ্যস্য জ্ঞানাঞ্জন শলাকয়া
    চক্ষুরুনমিলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ॥
গণেশ প্রণামমন্ত্র :
           ওঁ দেবেন্দ্রমৌলিমন্দার মকরন্দ-কণারুণাঃ।
            বিঘ্নং হরস্তু হেরম্ব চরণাম্বজরেণব্ ঃ দিবাকরম্॥
          ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং।
         বিঘ্নং নাশ্চকরং দেবং হেরম্বং প্রণাম্যাহম্॥
    ওঁ সিদ্ধিদাত্রে গণেশায় সর্ববিঘ্নং প্রশান্তয়ে লেখকায় নমস্তুভ্যং দেবাগ্রযজ্ঞভাগিনে॥

শ্রীকৃষ্ণ/বিষ্ণু/নারায়ণ প্রণামমন্ত্র :

      ওঁ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ।
      জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ॥
     ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।
     প্রণতঃ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ ॥
      হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে।
      গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমোহস্তুতে ॥

নারায়ণ প্রণামমন্ত্র :
                 ওঁ ত্রৈলোক্যপূজিত শ্রীমন্ সদা বিজয়বর্ধন।
                 শান্তি কুরু গদাপাণে নারায়ণ নমোহস্তুতে ॥(জ্ঞানমঞ্জরী ২/১৮৭)
লক্ষ্মী ধ্যানমন্ত্র :
    ওঁ পাশাক্ষ মালিকাম্ভোজ শৃণিভির্যামসৌম্যয়োঃ।
    পদ্মাসনস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম্ ॥
     গৌরবর্ণাং সুরূপাঞ্চ নানালঙ্কার ভুষিতাম।
     রৌ´পদ্মব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তুং॥
পুষ্পাঞ্জলি মন্ত্র :
                        ওঁ নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে।
                      যা গতিস্তৎ প্রপন্নানাং সা মে ভূয়াৎ ত্বর্দর্চ্চনাৎ।
                  এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওঁ শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ॥
লক্ষ্মী প্রণামমন্ত্র :

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মলয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তুতে ॥

লক্ষ্মী গায়ত্রীমন্ত্র :
  মহালক্ষ্ম্যৈ বিদ্মহে মহাশ্রিয়ৈ ধীমহি তন্নঃ    শ্রীঃ  প্রচোদয়াৎ।

সরস্বতী ধ্যানমন্ত্র :

 ওঁ তরুণ-শকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ
কুচভরণমিতাঙ্গী সন্নিষণা সিতাজে।
নিজকর কমলোদ্যল্লেখনী পুস্তকশ্রীঃ
সকল বিভবসিদ্ধ্যৈ পাতু বাগ্দেবতা নমঃ॥
মন্ত্র : ওঁ সরস্বতৈ নমঃ।

সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্র :
ওঁ সরস্বতৈ নমো নিত্যং ভদ্রকাল্লৈ নমো নমঃ।
 বেদ- বেদাঙ্গ বেদান্তÍ বিদ্যাস্থানেভ্য এব চ স্বাহা ॥
এষ স চন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলিঃ ওঁ সরস্বতৈ নমঃ ॥

সরস্বতী প্রণামমন্ত্র :

ওঁ জয় জয় দেবী চরাচরসারে।    কুচযুগশোভিত মুক্তাহারে।
 বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ॥
 ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
    বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমোহস্তুতে ॥
সরস্বতী গায়ত্রীমন্ত্র : ওঁ বাগদেব্যৈ বিদ্মহে কামরাজায় ধীমহি তনো দেবী  প্রচোদয়াৎ ওঁ।

লোকনাথ প্রণামমন্ত্র :    নমস্তে আর্তত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়িণে।
                             নমস্তে লোকনাথায় ব্রহ্মত্মনে নমো নমঃ ॥


দেবদেবী    বীজমন্ত্র    জপের মন্ত্র    প্রণাম/উৎসর্গের মন্ত্র

কৃষ্ণ         ওঁ ক্লীং       ওঁ ক্লীং কৃষ্ণঃ           ওঁ ক্লীং কৃষ্ণায় নমঃ/স্বাহা
বিষ্ণু          ওঁ           ওঁ বিষ্ণু                ওঁ বিষ্ণবে নমঃ/স্বাহা
নারায়ণ       ওঁ           ওঁ নারায়ণঃ            ওঁ নারায়ণায় নমঃ/স্বাহা
গণেশ      ওঁ গং          ওঁ গং গণেশ         ওঁ গং গণেশায় নমঃ/স্বাহা
লক্ষ্মী         ওঁ শ্রীং      ওঁ শ্রীং লক্ষ্মী            ওঁ শ্রীং লক্ষ্মী দেব্যৈ নমঃ/স্বাহা
সরস্বতী      ওঁ ঐঁং     ওঁ ঐং সরস্বতী         ওঁ ঐং সরস্বতী দেবৈ নমঃ/স্বাহা
শিব          ওঁ           ওঁ শিবঃ                  ওঁ শিবায় নমঃ/স্বাহা
দুর্গা      ওঁ হ্রীং দুর্গাঃ    ওঁ হ্রীং দুর্গাঃ           ওঁ হ্রীং দুর্গায়ৈ নমঃ/স্বাহা
কালী    ওঁ হ্রীং         ওঁ হ্রীং কালী              ওঁ হ্রীং কালীকায়ৈ নমঃ/স্বাহা
রাম    ওঁ রাং           ওঁ রাং রাম              ওঁ রাং রামচন্দ্রায় নমঃ/স্বাহা
চণ্ডী    ওঁ হ্রীং          ওঁ হ্রীং চণ্ডী                 ওঁ হ্রীং নমশ্চণ্ডীকায়ৈ/স্বাহা
গুরু    ওঁ ঐং        ওঁ ঐং (অমুক) গুরু        ওঁ ঐং (অমুক) গুরবে নমঃ/স্বাহা
কার্তিক    ওঁ কাং       ওঁ কাং কার্তিক          ওঁ কাং কার্তিকেয়ায় নমঃ/স্বাহা
বনদুর্গা    ওঁ হ্রীং       ওঁ হ্রীং বনদুর্গা              ওঁ হ্রীং বনদুর্গায়ৈ নমঃ/স্বাহা
মঙ্গলচণ্ডী    ওঁ হ্রীং     ওঁ হ্রীং মঙ্গলচণ্ডী            ওঁ হ্রীং মঙ্গলচণ্ডিকায়ৈ নমঃ/স্বাহা
শীতলা    ওঁ হ্রীং    ওঁ হ্রীং শীতলা    ওঁ হ্রীং শ্রী শীতলায়ৈ নমঃ/স্বাহা
সর্বদেবদেবী    ওঁ ঐং হ্রীং ক্লীং    ওঁ ঐং হ্রীং ক্লীং ওঁ    ওঁ ঐং হ্রীং ক্লীং নমঃ/স্বাহা

শান্তিপাঠ :
         মধুবাতা ঋতায়তে        মধু ক্ষরন্তি সিন্ধব।
            মাধ্বীর্ণ সন্তোষধীঃ॥
    মধু নক্তমুতোষসো           মধুমৎ পার্থিবং রজঃ।              মধু দ্যৌরস্তু নঃ পিতা॥
    মধুমান্নো বনস্পতি           মধুমান্নোনস্তু সূর্যঃ।                  মাধ্বী গার্বো ভবন্তু। (ঋগে¦দ-১/৯০/৬-৮)

ওঁ দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ
পৃথিবী শান্তিরাপঃ শান্তি রোষধয়ঃ শান্তিঃ॥
বনস্পতয়ঃ শান্তির্বিশ্বেদেবাঃ শান্তি ব্রহ্ম শান্তিঃ
সর্বং শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সা মা শান্তিরেধি॥ (শুক্ল যজুর্বেদ ৩৬/১৭)

       ওঁ অসতো মা সদ্গময়    তমসো মা জ্যোতির্গময়
         মৃত্যুর্মাহমৃতংগময়         আবিরাবি র্ম এধি।

ওঁ সর্বেষাং মঙ্গলাং ভুয়াৎ           সর্বে সুখিনঃ ভবন্তু
সর্বে সন্তু নিরাময়া               সর্বে ভদ্রাণী পশন্তু
মা কশ্চিদ্ দুঃখ ভাক্ ভবেৎ ॥ (বৃহদারণ্যক উপনিষদ)

ওঁ স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ।
স্বস্তি ন-স্তার্ক্ষ্যােরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু ॥
     ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি, ওঁ স্বস্তি ॥ (অথর্ববেদীয় শান্তিমন্ত্র)

                        ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যৎ ভবেৎ।
                        পূর্ণং ভবতু তৎ প্রসাদাৎ জনার্দন ॥
ওঁ পূর্ণমদঃ পূর্ণমিদং        পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।
পূর্ণস্য পূর্ণমাদায়        পূর্ণমেবাবশিষ্যতে॥
ওঁ শান্তি, ওঁ শান্তি, ওঁ শান্তি ॥ (শুক্ল যজুর্বেদ)

ভোগ নিবেদন :
    ভোগ নিবেদন পাত্রে একটি করে তুলসী পাতা দিতে হবে। ভোগ নিবেদন পাত্রের পাশে গ্লাসে জল দিতে হবে, কর্পূর দিতে পারলে ভাল হয়। ভোগ নিবেদনে আপনার গুরু প্রদত্ত দীক্ষামন্ত্র/পঞ্চতত্ত্ব/হরেকৃষ্ণ মহামন্ত্র কমপক্ষে ১০ বার (প্রতি পাত্রের জন্য) জপ করুন এবং পূর্বের মতো বীজমন্ত্র উচ্চারণ করে ফুল, জল অর্পণ করুন।
নিবেদনের প্রণাম মন্ত্র : 
    সমানায় স্বাহা     উপানায় স্বাহা   
    অপানায় স্বাহা     ব্যানানায় স্বাহা
               পস্তুরমসি  স্বাহা
ভূ পতয়ে নমঃ         ভূব পতয়ে নমঃ
স্ব পতয়ে নমঃ         ভূভূর্বস্ব পতয়ে নমঃ
       নারায়ণ শ্রীবিষ্ণবে নমঃ।

এতৎ সোপকরণামান্ননৈবেদ্যং ওঁ শ্রীশ্রীদেব /শ্রীশ্রীদেব্যৈ নমঃ (নৈবেদ্যে ফুল দিতে হবে)।
ভোগ নিবেদনের পর : বিগ্রহের বীজমন্ত্রে ধ্যানমন্ত্র অনুযায়ী ধ্যান করতে হবে (কমপক্ষে ১০ বার

পঞ্চতত্ত্ব বন্দনা :
     জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।
    শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ॥
মহামন্ত্র :
       হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
      হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

লক্ষ্মীর পাঁচালী :

আরতী    : ১. ধূপ ২.পঞ্চদীপ ৩. কর্পূরদীপ ৪. জলশঙ্খ ৫. রুমাল/পাখা (শীতে পাখা বন্ধ) ৬. পুষ্পচন্দন।

                   ওঁ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যৎ ভবেৎ।
                     পূর্ণং ভবতু তৎ প্রসাদাৎ জনার্দন ॥
ওঁ পূর্ণমদঃ পূর্ণমিদং        পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে।
পূর্ণস্য পূর্ণমাদায়        পূর্ণমেবাবশিষ্যতে॥
ওঁ শান্তি, ওঁ শান্তি, ওঁ শান্তি ॥ (শুক্ল যজুর্বেদ)
                                                         ......................................................................................................................................................................

কালী প্রণামমন্ত্র :  
      ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রাকালী কপালিনী।
       দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমোহস্তুতে ॥
         সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে।
                 শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে॥ (শ্রীশ্রীচণ্ডী-১১/১০)

তুলসী চয়নমন্ত্র :      ওঁ তুলস্যমৃতনামামি সদা ত্বং কেশবপ্রিয়ে।
                 কেশবার্থে চিনোমি ত্বাং বরদা ভব শোভন্ ে॥
আরতী তত্ত্ব :
১.       ধূপ        ক্ষিতিতত্ত্ব      দেহের প্রতীক                 দেহ সমর্পণ।     
২.     পঞ্চদীপ    তেজতত্ত্ব        পঞ্চপ্রাণের প্রতীক           পঞ্চপ্রাণ সমর্পণ    
৩.    কর্পূরদীপ   বায়ুতত্ত্ব        মন বুদ্ধির প্রতীক                 মনসমর্পণ।            
৪.    জলশঙ্খ    জলতত্ত্ব         স্নেহ, প্রীতির প্রতীক, হৃদয় পবিত্রতার             প্রীতিসমর্পণ।
৫.   বস্ত্র/রুমাল  আকাশতত্ত্ব     লজ্জা, ভয়াদির প্রতীক-হৃদয়পাত্র ভরা             প্রীতি সমর্পণ।
৬.    পুষ্পচন্দন   ভক্তিমাখা        আত্মসমর্পণ                              সর্বতোভাবে নিজেকে দান।
৭.  পাখা/চামর  অহংকার তত্ত্ব      অহংসত্ত্বা ঈশ্বরে মিলিয়ে দেয়া।
[
(ওঁ-কার আকৃতিতে আরতী করতে হয়। শ্রীমুখে ৩ বার, বুকে ১ বার, নাভিতে ১ বার, চরণে ২ বার সর্বাঙ্গে ৭ বার মোট ১৪ বার। ১৪ বারের কম নয়, বেশি যত খুশি)
রাধাকৃষ্ণ শয়নমন্ত্র :      আগচ্ছ শয়নস্থানং প্রিয়াভিঃ সহ কেশব।
                             দিভ্য পুষ্পাঢ্য শয্যায়াং সুখং বিহর মাধব॥

সিঁদুর পরার মন্ত্র :
         ওঁ শিরোভূষণং সিন্দুরং ভর্তারায়ুর্বিবর্ধনং
        সর্বরত্নাকরং দিব্যং সিন্দুরং পতিগৃহ্যতাম্ ॥

মৃত্যু সংবাদ শোনা মাত্র যে মন্ত্র বলতে হয় :

ওঁ কৃত্বাতু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা।
মৃত্যুকালবশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম॥
ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্।
 দহেয়াং সর্বগাত্রাণি দিব্যান্ লোকান্ স গচ্ছতু॥

পুষ্পাঞ্জলী মন্ত্র (৩ বার পাঠসহ)
=================
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
প্রনাম মন্ত্র
=======
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
সরস্বতীর স্তব
=======
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।

তথ্য সুত্র - ইন্টারনেট
saraswati puja app

Thanks for reading & sharing Kushmandi Town, পড়াশোনা, বিজ্ঞান টেকনোলোজি ও চাকুরীর খবর - KMDInfo

Previous
« Prev Post

0 comments:

Post a Comment

ad by pujadatetime.in

Popular Posts

Kmdinfo FB Page
ad by pujadatetime.in

বিজ্ঞাপন

ad by pujadatetime.in
ad by pujadatetime.in
ad by pujadatetime.in
  • Tips Tweet | Free PC Tricks
    Childhood of Swami Vivekananda, স্বামী বিবেকানন্দের ছেলেবেলা - Short paragraph of Swami Vivekananda, Childhood of Swami Vivekananda short paragraph, Childhood of Swami Vivekananda short paragraph for V, VI, VII. VIII,...
  • Puja Date Time | Free Puja Schedule
    2023 Ambubachi Mela Schedule, Ambubachi Mela Date Time in India - *Ambubachi Mela 2023 date – Ambubasi Festival 2023 in Kamakhya Devi Temple Assam , अम्बुबाची मेला दिन और तारीख , अम्बुबाची मेले के दौरान कामाख्या मंदिर में...
ad by pujadatetime.in

Kushmandi Town App

ad by pujadatetime.in

Advertise

ad by kmdinfo.in