You are currently viewing NSEIT আধার অপারেটর সুপারভাইজার হওয়ার হওয়ার আবেদন

NSEIT আধার অপারেটর সুপারভাইজার হওয়ার হওয়ার আবেদন

NSEIT আধার অপারেটর সুপারভাইজার হওয়ার হওয়ার আবেদন আপনারা যারা আবেদন করতে আগ্রহী, তাদের বিশেষ করে এই পোষ্ট।  আধার অপারেটর ও সুপারভাইজার হওয়ার জন্য NSEIT এর মাধ্যমে পরীক্ষা দিতে হয়, যা অনলাইনে পরীক্ষা হয়ে থাকে | Aadhaar Certification Exam for Operator/Supervisor [এটিও পড়ুন –অনলাইন আধার কার্ড ডাউনলোড পদ্ধতি Latest 2020]

NSEIT আধার অপারেটর সুপারভাইজার হওয়ার হওয়ার আবেদন

শিক্ষাগত যোগ্যতা –

  • উচ্চ মাধ্যমিক বা তার ওপর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এই পরীক্ষার জন্য পুরুষ-মহিলা সকলেই আবেদনের যোগ্য। যে ব্যক্তি আবেদন করবে তার আধার কার্ড থাকতে হবে।
  • আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার ইমেইল আইডি থাকতে হবে।

আবেদনকারীর বয়সঃ

  • আবেদনকারীর বয়স 18+ বছরের হতে হবে।

পরীক্ষার জন্য আবেদন পদ্ধতি –

  1. প্রথমে NSEiT ওয়েবসাইট থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে Click Here
  2. এরপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হওয়ার পর পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে
  3. আপনার সমস্ত তথ্য সঠিক ভাবে দিয়ে ফর্মটা ফিলাপ করতে হবে
  4. ফর্ম ফিলাপ করার পর আবেদন ফি জমা করতে হবে
  5. আবেদন ফি জমা করার পর পরীক্ষার দিন ও সময় নির্বাচন করতে হবে।
  6. পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন

কিভাবে অনলাইনে আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।  

আবেদন ফিঃ

  •  A TEST fee of Rs. 470. 82 (including GST) and RETEST FEE Rs. 235.41 (including GST)

পরীক্ষার ধরন –

  1. শুধুমাত্র চাইল্ড আধার করতে চাইলে আধার অপারেটরের পরীক্ষা দিতে হবে
  2. সমস্ত ধরনের আধার সংশোধন এনরোলমেন্ট করতে চাইলে সুপারভাইজার এর পরীক্ষা দিতে হবে

পরীক্ষার সময় ও প্রশ্ন সংখ্যা –

  • আধার অপারেটর পরীক্ষার জন্যঃ 50 মিনিট সময়ের মধ্যে 35 টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার ( 55% নাম্বার পেলে পাস করা যাবে )
  • আধার সুপারভাইজার অপারেটর পরীক্ষার জন্য – 110 মিনিট সময়ের মধ্যে 110 টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার ( 55% থেকে 69% নাম্বার পেলে অপারেটর সার্টিফিকেট পাওয়া যাবে এবং 70% এর বেশি নাম্বার পেলে সুপারভাইজার সার্টিফিকেট পাওয়া যাবে )

বিস্তারিত জানতে PDF ডাউনলোড করুন

প্রশ্নের ধরন এবং সিলেবাস –

  • আধার অপারেটর সুপারভাইজার পরীক্ষার জন্য আধার সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্ন করা হয়।
  • কম্পিউটার ল্যাপটপ এবং কম্পিউটার ল্যাপটপ এর সাথে যুক্ত বিভিন্ন কম্পিউটার ডিভাইস এবং বায়োমেট্রিক ডিভাইস এর বা ইনপুট / আউটপুট ডিভাইস এর প্রশ্ন থাকে।

প্রশ্ন-উত্তরের মডিউল ডাউনলোড করুন নিচের লিঙ্কে ক্লিক করে –

  • মডিউল – এক Download
  • প্রশ্নোত্তর দুই  Download
  • প্রশ্নোত্তর তিন Download

পরীক্ষার দেওয়া হলে সাথে সাথেই পরীক্ষা সেন্টারে আপনাকে অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট (NSEiT) প্রদান করা হবে | এছাড়াও আপনি NSEiT Ltd. অফিশিয়াল ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |

পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবেন:

  • পরীক্ষা দিতে যাওয়ার সময় ডাউনলোড করা এডমিট কার্ড সঙ্গে নিতে হবে।
  • অরিজিনাল আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন
  • আপনার (NSEiT) আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার পরীক্ষায় বসতে হবে |

অতিরিক্ত জিজ্ঞাসা থাকলে– টোলফ্রী ফোন নাম্বারে ফোন করতে পারেন –  Toll free: 022-42706500 ( Timing : 9:30 AM – 6:00 PM Monday – Saturday)

Leave a Reply