NSEIT আধার অপারেটর সুপারভাইজার হওয়ার হওয়ার আবেদন আপনারা যারা আবেদন করতে আগ্রহী, তাদের বিশেষ করে এই পোষ্ট। আধার অপারেটর ও সুপারভাইজার হওয়ার জন্য NSEIT এর মাধ্যমে পরীক্ষা দিতে হয়, যা অনলাইনে পরীক্ষা হয়ে থাকে | Aadhaar Certification Exam for Operator/Supervisor [এটিও পড়ুন –অনলাইন আধার কার্ড ডাউনলোড পদ্ধতি Latest 2020]
NSEIT আধার অপারেটর সুপারভাইজার হওয়ার হওয়ার আবেদন
শিক্ষাগত যোগ্যতা –
- উচ্চ মাধ্যমিক বা তার ওপর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। এই পরীক্ষার জন্য পুরুষ-মহিলা সকলেই আবেদনের যোগ্য। যে ব্যক্তি আবেদন করবে তার আধার কার্ড থাকতে হবে।
- আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার ইমেইল আইডি থাকতে হবে।
আবেদনকারীর বয়সঃ
- আবেদনকারীর বয়স 18+ বছরের হতে হবে।
পরীক্ষার জন্য আবেদন পদ্ধতি –
- প্রথমে NSEiT ওয়েবসাইট থেকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে Click Here
- এরপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হওয়ার পর পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে হবে
- আপনার সমস্ত তথ্য সঠিক ভাবে দিয়ে ফর্মটা ফিলাপ করতে হবে
- ফর্ম ফিলাপ করার পর আবেদন ফি জমা করতে হবে
- আবেদন ফি জমা করার পর পরীক্ষার দিন ও সময় নির্বাচন করতে হবে।
- পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন
কিভাবে অনলাইনে আবেদন করবেন বা রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন ফিঃ
- A TEST fee of Rs. 470. 82 (including GST) and RETEST FEE Rs. 235.41 (including GST)
পরীক্ষার ধরন –
- শুধুমাত্র চাইল্ড আধার করতে চাইলে আধার অপারেটরের পরীক্ষা দিতে হবে
- সমস্ত ধরনের আধার সংশোধন এনরোলমেন্ট করতে চাইলে সুপারভাইজার এর পরীক্ষা দিতে হবে
পরীক্ষার সময় ও প্রশ্ন সংখ্যা –
- আধার অপারেটর পরীক্ষার জন্যঃ 50 মিনিট সময়ের মধ্যে 35 টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার ( 55% নাম্বার পেলে পাস করা যাবে )
- আধার সুপারভাইজার অপারেটর পরীক্ষার জন্য – 110 মিনিট সময়ের মধ্যে 110 টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার ( 55% থেকে 69% নাম্বার পেলে অপারেটর সার্টিফিকেট পাওয়া যাবে এবং 70% এর বেশি নাম্বার পেলে সুপারভাইজার সার্টিফিকেট পাওয়া যাবে )
বিস্তারিত জানতে PDF ডাউনলোড করুন
প্রশ্নের ধরন এবং সিলেবাস –
- আধার অপারেটর সুপারভাইজার পরীক্ষার জন্য আধার সম্বন্ধীয় বিভিন্ন প্রশ্ন করা হয়।
- কম্পিউটার ল্যাপটপ এবং কম্পিউটার ল্যাপটপ এর সাথে যুক্ত বিভিন্ন কম্পিউটার ডিভাইস এবং বায়োমেট্রিক ডিভাইস এর বা ইনপুট / আউটপুট ডিভাইস এর প্রশ্ন থাকে।
প্রশ্ন-উত্তরের মডিউল ডাউনলোড করুন নিচের লিঙ্কে ক্লিক করে –
- মডিউল – এক Download
- প্রশ্নোত্তর দুই Download
- প্রশ্নোত্তর তিন Download
পরীক্ষার দেওয়া হলে সাথে সাথেই পরীক্ষা সেন্টারে আপনাকে অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট (NSEiT) প্রদান করা হবে | এছাড়াও আপনি NSEiT Ltd. অফিশিয়াল ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন |
পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাবেন:
- পরীক্ষা দিতে যাওয়ার সময় ডাউনলোড করা এডমিট কার্ড সঙ্গে নিতে হবে।
- অরিজিনাল আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন
- আপনার (NSEiT) আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনার পরীক্ষায় বসতে হবে |
অতিরিক্ত জিজ্ঞাসা থাকলে– টোলফ্রী ফোন নাম্বারে ফোন করতে পারেন – Toll free: 022-42706500 ( Timing : 9:30 AM – 6:00 PM Monday – Saturday)