অভিযোজন সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে অভিযোজন সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে অভিযোজন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সমভূমি সম্পর্কিত প্রশ্ন উত্তর
অভিযোজন সম্পর্কিত প্রশ্ন উত্তর
জীববিজ্ঞানে, অভিযোজন (ইংরেজি:Adaptation) হল কোন জীবের জীবদ্দশায় ভূমিকা রাখা একটি উপস্থিত কর্মসম্পাদনকারী বৈশিষ্ট্য, যা প্রাকৃতিক নির্বাচনের দ্বারা নিয়ন্ত্রিত ও বিবর্তিত হয়। অভিযোজন বলতে অভিযোজিত জীবের বর্তমান দশা এবং অভিযোজন পরিচালনাকারী সক্রিয় বিবর্তনীয় প্রক্রিয়া উভয়কেই বোঝায়। অভিযোজন কোন জীবের ফিটনেস ও টিকে থাকার যোগ্যতাকে বৃদ্ধি করে। বিভিন্ন জীব তাদের বৃদ্ধি ও বিকাশকালে বিভিন্ন প্রকার প্রাকৃতিক প্রতিকূলতার মুখোমুখি হয় এবং আরোপিত পরিস্থিতির প্রতিক্রিয়াস্বরূপ নিজ ফিনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য পুনঃবিকশিত করার মাধ্যমে একটি অভিযোজনযোগ্য নমনীয়তায় নিজেকে সুসজ্জিত করে। যে কোন প্রদত্ত বৈশিষ্ট্যের জন্য প্রতিক্রিয়ার বিকাশভিত্তিক স্বাভাবিকতা অভিযোজনের সঠিকটার জন্য অত্যাবশ্যক কারণ এটি বিভিন্ন বৈচিত্র্যময় পরিবেশে এক প্রকার জৈবিক নিরাপত্তা বা নমনীয়তার জোগান দেয়।
- দ্বি অভিযোজন দেখা যায় ?
উত্তরঃ – উদ্ভিদ-পানিফল, তিরকুট। প্রাণি – ব্যাঙ। - হাইড্রোফাইট উদ্ভিদ এর উদাহরণ?
উত্তরঃ – কচুরীপানা, ঝাঝি, পদ্ম। - জেরােফাইট উদ্ভিদ এর নাম কী?
উত্তরঃ – ফনিমনসা, বাবলা। - মেসােফাইট উদ্ভিদ এর নাম কী?
উত্তরঃ – আম, জাম, কাঁঠাল। গরাণ। - হ্যালােফাইট উদ্ভিদ এর নাম কী?
উত্তরঃ –– সুন্দরী, গেওয়া, - এপিফাইট উদ্ভিদ এর নাম কী?
উত্তরঃ –- অর্কিড, রাসনা। - রেহিনী অভিযোজন দেখা যায়?
উত্তরঃ – অপরাজিতা, লাউ, কুমড়া। - শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদের?
উত্তরঃ – – সুন্দরী - ঠেসমূল দেখা যায় কোন উদ্ভিদের?
উত্তরঃ – ঠেসমূল। - লম্বানু উদ্ভিদের দেখা যায়?
উত্তরঃ – – জরায়ুজ অঙ্কুরোদগম। - পায়রার ডানার পালক – (রেমিজেস – ২৩ টি)
- পায়রার লেজের পালক – (রেকট্রিসেস – ১২টি)
এটিও প্বড়ুন – খ্যাত ভু-পর্যটক ও আবিস্কারক এর তালিকা
- বাদুড়ের ডানাকে কী বলে
উত্তর- প্যাটাজিয়াম বলে। - বাদুড় আলট্রাসােনি শব্দ সৃষ্টি করে বস্তুর অবস্থান ও দূরত্ব নির্ণয় করতে পারে।
- জলে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণি টির নাম কী?
উত্তর- তিমি। - স্তন্যপায়ী খেচর প্রাণীরটির নাম কী?উত্তর- – বাদুড়।
- পটকা বিহীন মাছ এর নাম কী?উত্তর– হাঙ্গর।
- পায়রার বায়ু থলি কটি?উত্তর- – ৯টি।
- পায়রার পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত কী?উত্তর-– দাঁত, পাকস্থলী, পিত্তাশয়।
- ফণিমনসার পাতাগুলি কাঁটায় পরিণত হয়।
- গভীর সমুদ্রে বসবাসকারী মাছ – লালডােরি, স্করপিয়ন।এগুলিও পড়ুন
- বিভিন্ন দেশ রাজধানী ও মুদ্রা নামের তালিকা
- পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এবং ব্যস্ততম