আবিষ্কারের কথা: কে কী আবিস্কার করেছেন তা নিয়ে আবিষ্কারের কথা এই পোষ্ট। আবিষ্কারের কথা এই লেখার মাধ্যমে বিশেষ বিশেষ আবিষ্কারের কথা শেয়ার করা হয়েছে। বিশেষ করে ছোট দের জন্য এই পোষ্ট খুব কাজে আসবে।
আবিষ্কারের কথা, কে কী আবিস্কার করেছেন জেনে নিন
প্রশ্ন : কলেরা রোগের জীবাণু কে আবিষ্কার করেন?
উত্তর : রবার্ট কখ।।
প্রশ্ন : ম্যালেরিয়ার রোগের জীবাণুর আবিষ্কারক কে?
উত্তর : রোনাল্ড রস।
প্রশ্ন : ডিনামাইটের আবিষ্কারক কে?
উত্তর : আলফ্রেড নোবেল।
প্রশ্ন : বিবর্তনবাদের জনক কে?
উত্তর : চার্লস ডারউইন।।
প্রশ্ন : বসন্ত রোগের টিকার আবিষ্কারক কে?
উত্তর : ডঃ এডওয়ার্ড জেনার।।
প্রশ্ন : বেতার যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তর : জগদীশচন্দ্র বোস ও মার্কনী।
প্রশ্ন : জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিষ্কার করেন?
উত্তর ও লুই পাস্তুর।
প্রশ্ন : টেলিভিশন আবিষ্কার করেন কে?
উত্তর : জন বেয়ার্ড।
প্রশ্ন : টেলিফোন আবিষ্কার কে করেন?
উত্তর : গ্রাহাম বেল।।
প্রশ্ন : ছাপাখানা আবিষ্কার করেন কে?
| উত্তর : যোহান গুটেনবার্গ।
এটিও পড়ুন – আলোর গতিবেগ আবিষ্কারের আসল কাহিনী
প্রশ্ন : বাইসাইকেল আবিষ্কার কে করেন?
উত্তর : ম্যাকমিলান।
প্রশ্ন ফাউন্টেন পেন আবিষ্কার কে করেন?
উত্তর ও ওয়াটার ম্যান।
প্রশ্ন ও অক্সিজেনের অস্তিত্ব আবিষ্কার কে করেন?
উত্তর ঃ জে. বি. প্রিস্টলি।।
প্রশ্ন : হাইড্রোজেন কে আবিষ্কার করেন ?
উত্তর : ক্যাভেন্ডিস।
প্রশ্ন : কম্পিউটার কে আবিষ্কার করেন?
উত্তর : চার্লস ব্যাবেজ।
প্রশ্ন : এরোপ্লেন আবিষ্কার করেন কারা?
উত্তরঃ অরভিল রাইট ও উইলবার রাইট ভ্রাতৃদ্বয়।
প্রশ্ন : পেনিসিলিনের আবিষ্কারক কে?
উত্তর ঃ আলেকজান্ডার ফ্লেমিং।
প্রশ্ন : মাইক্রোফোনের আবিষ্কারক কে?
উত্তর : বার্লিনার।।
প্রশ্ন : ভিটামিন রহস্যের আবিষ্কারক কে?
উত্তর : ফাঙ্ক।।
প্রশ্ন ও থার্মোমিটারের আবিষ্কারক কে?
উত্তর ও ফারেনহাইট।।
প্রশ্ন : এক্সরের আবিষ্কারক কে?
উত্তর ঃ রন্টজেন।
প্রশ্ন : স্টেথোস্কোপ আবিষ্কারক কে?
উত্তর : রেনে লেনেক।
প্রশ্ন : টেলিস্কোপের আবিষ্কারক কে?
উত্তর : গ্যালিলিও।
প্রশ্ন : দাড়ি কামানোর রেজার যন্ত্রের আবিষ্কারক কে?
উত্তর : জিলেট।
প্রশ্ন : সেলাই কলের আবিষ্কারক কে?
উত্তর : ইলিয়াস হাউয়ে।
প্রশ্ন : মাইক্রোস্কোপের আবিষ্কারক কে?
প্রশ্ন : কালাজ্বরের ঔষধ কে আবিষ্কার করেন?
উত্তর : ইউ. এন. ব্রহ্মচারী।
প্রশ্ন : ইকমিক কুকার কে আবিষ্কার করেন?
উত্তর : ইন্দুভূষণ মল্লিক।
প্রশ্ন : ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন ?
উত্তর : মাইকেল ফ্যারাডে।
প্রশ্ন : রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উত্তর : জেমস ওয়াট।
প্রশ্ন : অন্ধদের পড়ানোর পদ্ধতির আবিষ্কারক কে?
উত্তর : লুই ব্রেইল।।
প্রশ্ন : রেডিয়াম আবিষ্কার করেন কে?
উত্তর : পিয়েরে কুরি ও মাদাম কুরী।
প্রশ্ন : দেশলাই কে আবিষ্কার করেন?
উত্তর : জন ওয়াকার।
প্রশ্ন : ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন?
উত্তর ও জগদীশচন্দ্র বসু।
প্রশ্ন : ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
উত্তর : টরিসেলি।।
প্রশ্ন : ইলেকট্রিক বাল্ব কে আবিষ্কার করেন ?
উত্তর : টমাস এডিসন।।
প্রশ্ন : আণবিক বোমা কে আবিষ্কার করেন?
উত্তর : হের অটোহ্যান। প্রশ্ন : কাগজ আবিষ্কার করেন কে?
উত্তর ঃ সাইলন।
প্রশ্ন : সাবমেরিন কে আবিষ্কার করেন?
উত্তর : জন হল্যান্ড।
প্রশ্ন : মোটরগাড়ি কে আবিষ্কার করেন ?
উত্তর : ডেইনমার।
ভাই ফোঁটার ওয়ালপেপার ডাউনলোড করুন 🔽