করোনা ভাইরাস (Corona Virus) বলতে RNA ( আরএনএ) ভাইরাসের একটি শ্রেণিকে বোঝায়। এই ভাইরাসের ফলে সাধারনত স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত হয়। এগুলো মানুষ এবং পাখির শরীরে শ্বাসনালির সংক্রমণ ঘটায়।
করোনা ভাইরাস (Corona Virus) ভাইরাসের সংক্রমণ মৃদু থেকে মারাত্মক হতে পারে। মৃদু সংক্রমণের ক্ষেত্রে সাধারণ সর্দিকাশি হতে পারে (যা অন্য ভাইরাস, যেমন রাইনোভাইরাসের কারনেও হতে পারে), তবে কিছু ভাইরাসের ক্ষেত্রে মারাত্মক সংক্রমণ, যেমন সার্স, মার্স এবং কোভিড-১৯ হতে পারে।
কভিড ১৯ সম্পর্কিত জানা অজানা ৫০০ প্রশ্ন উত্তর
প্রশ্ন / জিজ্ঞাসা | উত্তর |
প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী ধরা পড়ে কোথায়? | উহান, চীন। |
করোনা সংক্রমণ না ছড়ানোর সম্ভাব্য উপায় কী? | সোশ্যাল ডিস্টেন্সিং। |
কোভিড-১৯ রোগীর প্রধান সমস্যা কী কী? | শ্বাসজনিত সমস্যা। |
করোনা অসুখের উপসর্গ দেখা দেয় সাধারণত কত দিনে? | ২-১৪ দিনের মধ্যে। |
COVID-19-র পুরো ফর্ম কি? | Corona Virus Disease-19 |
WHO করোনা ভাইরাস যুক্তরোগকে যে নাম দিয়েছে তার নাম কী? | COVID-19 |
করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কযুক্ত অসুখ | MERS- Middle East Respiratory Syn drome; SARS – Seven Accute Respira tory Syndrome |
COVID-19-এর ‘CO’ বলতে বোঝায় | করোনা (Corona) |
COVID-19-এর ‘VI’ বলতে বোঝায় | ভাইরাস (Virus) |
COVID-19-এর ‘D’ বলতে বোঝায় | ডিজিজি (Disease) |
বিশ্বে COVID-19 বিষয়ে উপদেশ প্রদান করছে | WHO. |
সংক্রমিত ব্যক্তি থেকে করোনা রোগ ছড়ায় | ড্রপলেটের মাধ্যমে। |
করোনা ভাইরাসের উৎস | SARS-COV-2. |
সাবান ও জল দিয়ে হাত ধুতে হয় | ২০ সেকেন্ড। |
এটা যেহেতু নতুন ধরনের করোনা ভাইরাস, তাই একে বলা হয় | নোভেল (Novel) |
যে কোনো পৃষ্ঠে করোনা ভাইরাস দীর্ঘসময় ক্রিয়াহীন
অবস্থায় থাকে, এটিকে ইংরিতে বলে |
গুপ্ত (dormant) |
কোনো অঞ্চলের মানুষজন করোনার দ্বারা সংক্রমিত হলে সেই সংক্রমণকে বলে | কমিউনিটি স্প্রেড। |
করোনা ভাইরাস নামটি গড়ে উঠেছে। | due to their crown like protections |
রোগের উপসর্গ না থাকলে তাকে বলা হয় | asymptomatic |
COVID-19 outbreak-এর জন্য দায়ী ভাইরাস | SARS-COV-2 |
‘কোয়ারেন্টাইন’ শব্দটি এসেছে। | the number 40 থেকে |
করোনা মহামারিতে বেশি বিপজ্জনক | বয়স্কলোকেদের। |
স্যানিটাইজারে অ্যালকোহল থাকে | ৬০ শতাংশ। |
সোশ্যাল ডিস্টেন্সিং এ দূরত্বের ব্যবধান | ৬ ফুট। |
এই রোগের যে টেস্ট করা হয় | ভাইরাল টেস্ট। |
অতীত সংক্রমণের জন্য যে টেস্ট করা হয় | অ্যান্টিবডি টেস্ট। |
COVID-19-এর সাধারণ উপসর্গ COVID-19 চিকিৎসার জন্য একটা উপায় হল | সাধারণ উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট, শুকনো কাশি।প্লাজমা থেরাপি। |
এই অতিমারিকে ইংরেজিতে বলে। | Pandemic. |
বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত দেশ | আমেরিকা। |
কোভিড-১৯ রোগীকে থাকতে হয়। | আইসোলেশন। |
করোনা সংক্রমণ কমানো যায়। | ডিস্ইনফেকশন করে। |
পাবলিক হেল্থ অফিসিয়াল থেকে পাওয়া যায় | to date information. |
স্বাস্থ্যকর্মীরা যে পোশাক পরে কাজ করে | PPE-Kits |
মেডিক্যাল মাস্ক | N95-respirators. |
অ্যালকোহল বেসড স্যানিটাইজারে ইথানল থাকে | 60%. |
করোনা ভাইরাস ইনজেকশনটি যে ধরনের | ড্রপলেট ইনফেকশন। |
‘চেক পয়েন্টে’ যে পরীক্ষা করা হয়। | Thermal temperature testing. |
COVID-19 থেকে যারা সেরে উঠেছে তাদের কাছ থেকে যা নেওয়া হয়) | অ্যান্টিবডি |
যে ব্যক্তি সহজে আক্রান্ত হতে পারে | যার low immunity রয়েছে। |
সংকটজনক কোভিড আক্রান্ত রোগীর দেহে কোভিড মরে যাওয়া রোগীর রক্তের অংশ ইনজেকশনের দ্বারা দেওয়া হয়।এই পদ্ধতি হল | প্লাজমা থেরাপি |
কোভিড-19 রোগিকে ট্র্যাক’ করার জন্য ‘application” | Maha Kavach |
পৃথিবীর প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন | স্পুটনিক-৫, রাশিয়া |
বর্তমানে কোন্ দেশ COVID-19 National Tele-consultation Centre স্থাপন করেছে | ভারত |
‘কোভিড-কবচ এলিজা’ তৈরি করেছে। | ICMR |
Mylab Discovary Solutions Pvt. Ltd ভারতে প্রথম ‘টেস্ট-কিট’ তৈরি করে।পরীক্ষাগারটি, অবস্থিত | পুনে |
করোনা আক্রান্ত রোগীদের সেবা করার জন্য ‘bio-suit’ তৈরি করেছে | DRDO |
ভারতীয়দের মধ্যে করোনা বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য ভারত সরকার যে ‘অ্যাপ’ লঞ করেছে | আরোগ্য সেতু |
‘কোভিড অ্যাকশন প্ল্যান’ চালু করেছে | WEF |
করোনা ছড়ানো বন্ধ করতে দরকার | মাস্ক পরা। |
ফেস মাস্ক পরিস্কার করা উচিত | ওয়াশিং মেশিনে। |
করোনা রোগ কমাতে, আমাদের উচিত | Exposure কমানো। |
COVID-19 বিস্তারের ক্ষেত্রে বাহ্যিক যে অবস্থা সাহায্য করে | উষ্ণতা |
COVID-19-সংকট অবস্থায় যে ব্যবস্থা নেওয়া হয়
পশু থেকে মানুষে যে রোগ সংক্রমিত হয় বলে |
ভেন্টিলেটর।
zoonotic |
করোনা সংক্রান্ত মেসেজ গ্রহণ করবে এবং দ্রুত ব্যবস্থা নেবে | Press Information Bureau |
দিল্লির ১০,০০০ শয্যা সমন্বিত কোভিড হাসপাতাল। যার নামে | সর্দার বল্লভভাই প্যাটেল |
‘প্রাণবায়ু’ নামক স্বল্পমূল্যে বহনকারী ভেন্টিলেটর বানিয়েছে | আই.আই.টি রুরকি |
‘পি.এম.কেয়ার ট্রাস্ট’-এর প্রধান | প্রধানমন্ত্রী |
ICMR যে কোম্পানির সাথে যুগ্মভাবে এলিজা টেস্ট কীট তৈরি করে | জাইডাস কারডিয়া |
করোনা ভাইরাস আক্রান্ত কিনা জানার জন্য যে দেশ প্রথম অ্যান্টিবডি টেস্ট ব্যবহার করে | সিঙ্গাপুর |
কোভিড-19-র জন্য ভারত সরকার মহামারি সংক্রান্ত যে ধারাটির পরিবর্তন ঘটিয়েছে | এপিডেমিক ডিজিজ অ্যাক্ট 1897 |
কোভিড-19 কে বিশ্বজুড়ে ট্র্যাক করার জন্য যে কোম্পানি প্রথম ‘ট্রেকার’ চালু করেছে | মাইক্রোসফ্ট |
কোভিড-19 ট্রিটমেন্ট-এর জন্য যে অর্গানাইজেশন হাইড্রোক্সিক্লোরোকুইন অনুমোদন দিয়েছে | ICMR |
এটিও জেনে নিন –বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও তার প্রয়োগ এর তালিক PDF সহ
Download Link: কভিড ১৯ সম্পর্কিত জানা অজানা ৫০০ প্রশ্ন উত্তর PDF সহ Covid -19
Size: 385 KB
Page: 3
Category: Health, General Knowladge
Download : Download Link I | Download Link II
ট্যাগঃ কভিড ১৯ প্রশ্ন উত্তর, কভিড ১৯ জানা অজানা প্রশ্ন উত্তর, কভিড ১৯ জিকে, কভিড ১৯ GK, কভিড ১৯ সম্পর্কিত প্রশ্ন উত্তর, জেনে নিন কভিড ১৯ জিকে PDF সহ, Download কভিড ১৯ GK।