খেলাধুলার কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

খেলাধুলার কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই পোষ্ট। আপনারা যারা খেলাধুলার কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর লেখা খুঁজছেন আশা করি এই পোষ্ট তাদের খুব কাজে আসবে। এটিও পড়ুন – ভারতীয় ইতিহাস সম্পর্কিত জিকে

খেলাধুলার কথা সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর

প্রশ্ন ও ভারতের জনপ্রিয় খেলা কী?
উত্তর: ফুটবল, ক্রিকেট।
প্রশ্ন : ফুটবল কাদের জাতীয় খেলা?
উত্তর : ইংরেজদের।
প্রশ্ন : ক্রিকেট কাদের জাতীয় খেলা?
উত্তর : ইংরেজদের।
প্রশ্ন : ফুটবল খেলা কোন দেশে প্রথম শুরু হয়?
উত্তর : রােমে।
প্রশ্ন : ফুটবল খেলার পরিচালনা করেন কারা?
উত্তর: রেফারি ও লাইন্সম্যান।
প্রশ্ন : সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কী?
উত্তর ঃ বিশ্বকাপ ফুটবল।
প্রশ্ন : ফুটবলের বিশ্ব সংস্থার নাম কী ?
উত্তর : ফিফা- FI F A ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন।
প্রশ্ন : প্রথমে ফুটবলের বিশ্বকাপের নাম কী ছিল?
উত্তর: জুলেরীমে কাপ।
প্রশ্ন: ভারতের প্রাচীন ফুটবল সংস্থার নাম কী?
উত্তর : আই. এফ. এ-I F A ইন্ডিয়ান ফুটবল অ্যাসােসিয়েশন।
প্রশ্ন : ভারতীয় ফুটবলের জনক কে?
উত্তর ঃ নগেন্দ্রনাথ সর্বাধিকারী।
প্রশ্ন : কোন ভারতীয় দল প্রথম I F A শিল্ড লাভ করে?
উত্তর ঃ মোহনবাগান।
প্রশ্ন। IFA শিল্ড জয়ে মোহনবাগানের বিশেষ কৃতিত্ব কী?
উত্তর : প্রথম ভারতীয় দল হিসাবে শীল্ড জয়, স্বাধীনতার পর প্রথম ৯৯৯ তে শতাব্দীর শেষ শীল্ড জয়।

প্রশ্ন:  ফুটবলে প্রথম পদ্মশ্রী কে পান?
উত্তর:  গোষ্ঠ পাল।

এটিও পড়ুন – ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK

প্রশ্ন : পৃথিবীর সেরা ফুটবল খেলোয়াড় দুজন কে কে?
উত্তর: ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার মারাদোনা।
প্রশ্ন : ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পান?
উত্তর ঃ প্রদীপ কুমার ব্যানার্জী, (পি.কে)।
প্রশ্ন : ফুটবলে প্রথমে দ্রোণাচার্য কে?
উত্তর ঃ সৈয়দ নইমুদ্দিন।
প্রশ্ন: মহিলা ফুটবলে প্রথম অর্জুন কে?
উত্তর: শান্তি মল্লিক।
প্রশ্ন: ভারতে প্রথম ফুটবল খেলা কবে শুরু হয়?
উত্তর ঃ ১৮০২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : শেষ বিশ্বকাপ ফুটবল কবে কোথায় হয়েছিল?
উত্তর ঃ ২০১০ খ্রিস্টাব্দে, দক্ষিণ আফ্রিকায়।
প্রশ্ন ঃ ২০১০-এর ফুটবলে বিশ্বকাপ কারা জেতে?
উত্তর : স্পেন জেতে। ইংল্যান্ডকে ১-০ গােলে হারিয়ে।
প্রশ্ন: পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় হবে?

উত্তর ঃ ২০১৪ খ্রিস্টাব্দে ব্রাজিলে।।
প্রশ্ন: ফুটবল খেলার মাঠ দেখতে কেমন?
উত্তর: আয়তক্ষেত্র।
প্রশ্ন : ক্রিকেট খেলার মাঠ দেখতে কেমন?
উত্তর : ডিম্বাকার।
প্রশ্ন : ক্রিকেট খেলার পরিচালককে কী বলে?
উত্তর : আম্পায়ার।
প্রশ্ন : ক্রিকেটের দুই সেরা খেলোয়াড়ের নাম কী?
উত্তর : অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যান, ওয়েস্ট ইন্ডিজের স্যার গারফিল্ড
প্রশ্ন : ক্রিকেট খেলার জনক কাকে বলা হয় ?
উত্তর ঃ ডব্লিউ, জি. গ্রেসকে।
প্রশ্নঃ  কোন ভারতীয় খেলোয়াড় টেস্ট এক ইনিংসে ১০টি উইকেট নিয়ে জিম লেকারের সঙ্গে বিশ্ব-রেকর্ডের অধিকারী হন?
উত্তর : অনিল কুম্বলে। পাকিস্তানের বিরুদ্ধে দিল্লীতে ১৯৯৯ তে ৭৪ রানে ১০ উইকেট।
প্রশ্নঃ হকির যাদুকর কাকে বলা হয়?
উত্তরঃ ধ্যানচাদকে।
প্রশ্নঃ প্রথম এশিয়ান গেমস কোথায় হয়? কবে?
উত্তর : দিল্লীতে। ১৯৫১ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ  ১৯৯৮ এর এশিয়ার কোন কোন বাঙালী সোনা ও রুপাের পদক পান?
উত্তরঃ ১৫০০ ও ৮০০ মিটার দৌড়ে সোনা ও রুপাে পান জ্যোতিময়ী শিকদার বাড়িতে পালিত। এছাড়া কলকাতার বল জিৎ সিং সাহানী হকিতে সোনা পান।
প্রশ্নঃ অলিম্পিক খেলা কোন দেশে চালু হয়?
উত্তরঃ গ্রিস দেশে। বর্তমানে চারবছর অন্তর হয়।
প্রশ্ন : ভারতে সোনার মেয়ে বলা হয় কাকে?
উত্তর : পি. টি. উষা।
প্রশ্ন: ২০০৮ এর বেজিং অলিম্পিকে ভারতের কে পদক পান?
উত্তরঃ অভিনব বিন্দ্রা (সােনা), সুশীল কুমার ও বিজেন্দর সিং (ব্রাঞ্জ)।
প্রশ্ন : ভারতের বিখ্যাত টেনিস খেলোয়াড় কারা?
উত্তরঃ লিয়েন্ডার পেজ-মহেশ ভূপতি, সানিয়া মির্জা।
প্রশ্ন : কোন ভারতীয় ফুটবলার প্রথম খেলতে খেলতে পদ্মশ্রী পান?
উত্তর ঃ বাইচুং ভুটিয়া।

প্রশ্ন : ব্যাডমিন্টনে ভারতের বিশ্ব জয়ী খেলোয়াড় কে?
উত্তরঃ প্রকাশ পাড়ুকোন।
প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন কোন্ ভারতীয় খেলােয়াড়?
উত্তরঃ মহিন্দার অমরনাথ, ১৯৮৩। মহেন্দ্র সিং ধোনি ২০১১।
প্রশ্ন : বিংশ শতকের শেষ বিশ্বকাপে (১৯৯৯) কার নামে মুদ্রা প্রচলিত হয়?
উত্তর : সচিন তেন্ডুলকর এর নামে। (8,৫০০ টাকা দামের পদক)।

প্রশ্নঃ ভারত কবে টেস্ট ক্রিকেট খেলা শুরু করে?
উত্তরঃ ১৯৩২ খ্রিস্টাব্দে।
প্রশ্নঃ ভাৰত বিশ্বকাপ ক্রিকেটে প্রথম কবে জয়লাভ করে ?
উত্তরঃ ১৯৮৩ খ্রিস্টাব্দে।

প্রশ্নঃ ১৯৮৩ এর বিশ্বকাপ ক্রিকেটে অধিনায়ক কে ছিলেন?
উত্তর : কপিল দেব নিখাঞ্জ।
প্রশ্নঃ  ১৯৮৩ র বিশ্বকাপের নাম কী ছিল ?
উত্তর :  প্রূডেন্সিয়াল কাপ।
প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে ৫০টি সহ সবচেয়ে বেশি ছবি কার ?
উত্তর : ভারতের সচিন তেন্ডুলকর।

প্রশ্নঃ একদিনের ক্রিকেট ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরি কার?
উত্তর: ভারতের সচিন তেুলকরের।
প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার।
উত্তরঃ ভারতের সচিন তেন্ডুলকর।
প্রশ্নঃ  টেস্টে সবচেয়ে বেশি উইকেট কার?
উত্তর : শ্রীলঙ্কার মুথাইয়া মুরালিধরন। ৮০০টি উইকেট।
প্রশ্নঃ একদিনের ম্যাচে সবচেয়ে বেশি উইকেট কার?
উওর: ওয়াসিম আকরাম।
প্রশ্ন: পরপর ৪টি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে বিশ্বরেকর্ড করেন কে?
উত্তর : সৌরভ গাঙ্গুলি।
প্রশ্ন: ১৯৯৯ পর্যন্ত ৩ বার সিরিজ সেরা হয়ে গাড়ি পান কে?
উত্তর : সৌরভ গাঙ্গুলী।
প্রশ্নঃ একদিনের খেলায় এক ইনিংসে সবচেয়ে বেশি রান কার?
উত্তর : সচিন তেন্ডুলকর এর। ২০০ রান।

প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেট কখন কোন দেশ জয় করে ?
উত্তর :
১৯৭৫-ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭৯-ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮৩ ভারত।
১৯৮৭-অস্ট্রেলিয়া।
১৯৯২ পাকিস্তান।
১৯৯৬ তালিকা।
১৯৯৯-অস্ট্রেলিয়া।
২০০৩-অস্ট্রেলিয়া।
২০০৭-অস্ট্রেলিয়া।

২০১১ – ভারত (২য় বার)
২০১৫ – নিউজারলান্ড

বিশ্বকাপ ক্রিকেট কখন কোন দেশ জয়

এটিও পড়ুন – ভারতের বৃহত্তম জানা অজানা তথ্য

Leave a Reply