বিভিন্ন খেলায় খেলােয়াড়ের সংখ্যাঃ ভারতের খেলাধূলার মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, ফিল্ড হকি, লন টেনিস, গলফ ও দাবা। ক্রিকেট সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা। ১৯০০ সালে ভারত প্রথম অলিম্পিকে অংশ নেয়। সে বছর ভারতের একমাত্র প্রতিনিধি নর্মান প্রিচার্ড ২০০ মি. দৌড় ও ২০০মি. বাধাদৌড়ে রূপা জেতেন। তবে দলগত ভাবে ভারত প্রথম অংশ নেয় ১৯২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে। ভারতীয় ছেলেদের ফিল্ড হকি দল ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকে প্রথম সোনা জেতে। অভিনব বিন্দ্রা প্রথম ব্যক্তিগত সোনা জেতেন ২০০৮ সালের বেজিং অলিম্পিকে, যা কিনা ১৯৮০ সালে ছেলেদের ফিল্ড হকি দলের জেতা সোনার পর ভারতের প্রথম সোনা।
বিভিন্ন খেলায় খেলােয়াড়ের সংখ্যা
খেলােয়াড়ের সংখ্যা | খেলা |
ফুটবল (সকার) | এগারােজন। |
বক্সিং | একজন |
৩। দাবা | একজন |
৪। ক্রোকোয়েস্ট | তের অথবা পনেরাে জন |
৫। ব্রিজ | দুইজন |
৬। ক্রিকেট | এগারােজন। |
। বেসবল | নয়জন। |
৮। বিলিয়ার্ডস (সুকার) | একজন |
৯। ব্যাডমিন্টন | এক অথবা দুইজন। (একক এবং যৌথ যথাক্রমে) |
১০। বাস্কেটবল | পাঁচজন |
১১। ওয়াটার পােলাে | সাতজন |
১২। গলফ | অনেক ব্যক্তি একত্রে প্রতিদ্বন্দ্বিতা করে |
১৩। রাগবি ফুটবল | পনেরাে জন |
১৪। হকি | এগারাে জন |
১৫। নেট বল | সাত জন |
১৬। জিমন্যাস্টিক | একত্রে অনেক জন প্রতিদ্বন্দ্বিতা করে। |
১৭। ভলিবল | ছয়াজন |
১৮। টেবিল টেনিস | এক অথবা দুই |
১৯। ল্যাক্সন | বারােজন। |
এটিও পড়ুন – জনপ্রিয় খেলোয়াড়দের আসল নাম ও ডাকনাম
File Details:
File Name: বিভিন্ন খেলায় খেলােয়াড়ের
File Format: PDF
No of Page: 1
File Size: 793 KB
Download Link: Link 1 || Link 2 |Download PDF