You are currently viewing চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর

চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর

এই পোষ্টে চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত বিষয় নিয়ে প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। আপনারা যারা চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর খুঁজেছেন, আশা করি তাদের খুব কাজে আসবে।

চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন- বেঙ্গল স্কুলের প্রবর্তন কে করেন?
উত্তরঃ—অবনীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন- শঙ্খ চৌধুরী ভারতের কোন্ অঞ্চলের শিল্পকলার সাথে জড়িত ছিলেন ?
উত্তরঃ- রামকিংকর বেইজ
প্রশ্ন- শান্তিনিকেতনের বিখ্যাত সাঁওতাল পরিবার ভাস্কর্যের স্রষ্টা কে?
উত্তরঃ-  রামকিংকর বেইজ।
প্রশ্ন- দেবী সরস্বতীকে নিয়ে চিত্রভাবনা – এ নিয়ে বিতর্কিত চিত্রকর কে?
উত্তরঃ —মকবুল ফিদা হুসেন।
প্রশ্ন- প্রতিধ্বনি চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা কে ছিলেন?
উত্তরঃ—পাবলো পিকাসো।
প্রশ্ন-  একটি ছবির সূত্রে সাংবাদিক সংশ্লিষ্ট গোষ্ঠীর নাম দিয়েছিলেন ইমপ্রেশনিস্টম। ছবিটির নাম কি?
উত্তরঃ—ছবির নাম ইমপ্রেশন ঃ সূর্যোদয়, শিল্পী ক্লোদ মনে।
প্রশ্ন- প্রােগেসিভ আর্ট গ্রপ্প প্রগ্রেসিভ আর্ট গ্রুপ কোথায় সংগঠিত হয়েছিল?
উত্তরঃ—বোম্বাই অধুনা মুম্বাই।

প্রশ্ন- কোন্ শিল্পীকে আত্মপ্রতিকৃতির শ্রেষ্ঠ শিল্পী হিসাবে সম্মান দিই আমরা?
উত্তরঃ—অমৃতা শেরগিল।।

এটিও পড়ুন – আলোর গতিবেগ আবিষ্কারের আসল কাহিনী

প্রশ্ন- উনিশ শতকের কোন্ দক্ষিণ ভারতীয় শিল্পী তার চিত্রকর্মে সর্বপ্রথম পাশ্চাত্য ও ভারতীয় চিত্রকলার মিশ্রণ ঘটিয়েছিল?
উত্তরঃ -রবি বর্মা।।
প্রশ্ন- রবীন্দ্রভাবনা যুক্ত চিত্রকলাকে আমরা কী নামে অভিহিত করি?
উত্তরঃ—শান্তিনিকেতন শিল্পকলা।
প্রশ্ন- ভারতের কোন রাজ্যের চিত্রশৈলীকে পাহাড়ী শৈলী হিসাবে অভিহিত করা হয়েছে?
উত্তরঃ পাঞ্জাব।
প্রশ্ন- ভারতের ক্ষুদ্রাকৃতি চিত্রকলাকে কোন্ শৈলীর চিত্রকলা রূপে অভিহিত করা হয়?
উত্তরঃ- গুজরাটি শৈলী।
প্রশ্ন- মধ্য ভারতের গুহা ভাস্কর্য শিল্পে কোন রাজবংশ উন্নতির সাক্ষ্য রেখেছিল?
উত্তরঃ- পল্লব।
প্রশ্ন-‘দ্য ডাইন সােয়ান’ কোন ধরণের চিত্র?
উত্তরঃ—তৈলচিত্র।।

প্রশ্ন- আধুনিক এক শিল্পী ছবি আঁকা ছেড়ে দাবা খেলা ধরেছিলেন। পরবর্তীকালে চারটি দাবা অলিম্পিয়াডে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি। কী নাম তার ?
উত্তরঃ-মার্সেল দুই চ্যাম্প।
প্রশ্ন- কলের বাঁশি’ ভাস্কর্যের স্রষ্টা কে?
উত্তরঃ—রামকিঙ্কর বেইজ।।
প্রশ্ন-‘মােনালিসা’ কোন মহিলার আদলে আঁকা হয়?
উত্তরঃ-ইতালির লিসা ঘেরার জিনি (১৪৯২)।

প্রশ্ন- কোন্ চিত্রকর তার নিজের কান কেটে ফেলেন এবং অসুস্থ শরীরে আত্মপ্রতিকৃতি আঁকেন?
উত্তরঃ -ভ্যান গঘ।
প্রশ্ন-  বিখ্যাত এক ফরাসী শিল্পী ইউরােপের জীবনে ক্লান্ত হয়ে তাহিতি দ্বীপে বসবাস শুরু করেছিলেন এবং জীবনের মে কাজগুলি তিনি ঐ দ্বীপেই সৃষ্টি করেন। শিল্পীর নাম কী ?
উত্তরঃ-পল গগ্যা।

প্রশ্ন- নেপোলিয়নের জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে ছবি এঁকে বিখ্যাত হয়েছেন এক শিল্পী, তার নাম কী?
উত্তরঃ-জাকে লুই ডেভিড।।

প্রশ্ন- ‘টিজিয়ানা ভিসিলিও’ কী নামে ছবি আঁকতে।
উত্তরঃ- টিটিয়ান। .
প্রশ্ন- কোন্ আধুনিক শিল্পী তার গোঁফকে ব্যক্তিগত রাডার বলে উল্লেখ করতেন?
উত্তরঃ- সালভাদর ডালি।
প্রশ্ন- কোন বিশ্ববিখ্যাত ছবি মিলানের সান্তা মারি দেলা গ্রাজির ভোজন কক্ষের দেওয়ালে টাঙানাে আছে?
উত্তরঃ- লিওনার্দো দ্য ভিঞ্চির-দ্য লাস্ট সাপার’।
প্রশ্ন- স্ট্যাচু অব লিবার্টির ভাস্কর কে?
উত্তরঃ- ফ্রেদেরিখ অগস্তে বার্তোলদি (ফ্রান্স)।
প্রশ্ন- শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি কত মুদ্রার বিনিময়ে মোনালিসা’ চিত্রটিকে বিক্রি করেছিলেন?
উত্তরঃ- ৪০০০ স্বর্ণ মুদ্রা।
প্রশ্ন-  বর্তমানে ‘মোনালিসা চিত্র কোথায় আছে?
উত্তরঃ- ফ্রান্সের লুভ্র আর্ট গ্যালারী।।

প্রশ্ন- প্রথম তেলরং দিয়ে ছবি আঁকেন কে?
উত্তরঃ- ইউরােপের ফ্ল্যান্ডার্স এর শিল্পী হুয়েবার্ট।
প্রশ্ন- গজল কী?
উত্তরঃ— ফরাসি ভাষায় লেখা প্রেম পর্যায়ের গান।
প্রশ্ন- টপ্পা গানের ভাষার বৈশিষ্ট্য কী?
উত্তরঃ- গ্রাম্য ভাষা।
প্রশ্ন- বাংলা টপ্পা গানের প্রচলন কে করেন?
উত্তরঃ- রামনিধি গুপ্ত (নিধু বাবু)।
প্রশ্ন- আজ পর্যন্ত চুরি যাওয়া সবচেয়ে মূল্যবান জিনিস কী?
উত্তরঃ- মোনালিসার ছবি।
প্রশ্ন-  ভারতের নগ্নপদ শিল্পী কাকে বলে?
উত্তরঃ- মকবুল ফিদা হুসেন।
প্রশ্ন- অজন্তা গুহা চিত্রাবলী কোন ধর্মের কাহিনী বিবৃত হয়েছে?
উত্তরঃ- বৌদ্ধধর্ম।

This Post Has One Comment

Leave a Reply