পদার্থবিদ্যা সম্পর্ক প্রশ্ন উত্তর

পদার্থবিদ্যাঃ এই পোষ্টে পদার্থবিদ্যা সম্পর্ক প্রশ্ন উত্তর শেয়ার করা হল । উক্ত প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় কাজে আসে। ভারতীয়দের মধ্যে প্রথম মহিলাগণ  নিয়ে এর আগের পোষ্টে আলোচনা করা হয়েছে, চাইলে দেখে নিতে পারেন।

পদার্থবিদ্যা সম্পর্ক প্রশ্ন উত্তর

  •  ‘অশ্বশক্তি’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। জেমস ওয়াট।
  •  কোনাে দণ্ড চুম্বকের কেন্দ্রে চৌম্বকত্বের মান কত – শূন্য।
  • তড়িৎবাহী তারের কাছে চুম্বক থাকলে যে বিক্ষিপ্ত হয়, তা কে প্রমাণ করেন বিজ্ঞানী ওরগেঠড।
  •  বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কীভাবে সংযােগ থাকে মেইনলাইনে শ্রেণি সমবায়ে।
  • একটি অলীক বলের উদাহরণ দাও – তাপ কেন্দ্র বল।
  • কোন হীরেকে কার্বনের’ বলে- কালাে হীরে।
  •  টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় -তড়িৎ শক্তি শব্দ শক্তিতে।
  •  নিউটনের কোন গতিসূত্র থেকে – প্রথম বলের সংজ্ঞা পাওয়া যায় গতিসূত্র থেকে।
  •  এক্স রশ্মি উৎপাদনের যন্ত্রের নাম কী – কুলিজ নল।
  • বোসন কণা কোন বিজ্ঞানীর সঙ্গে জড়িত সত্যেন্দ্রনাথ বোস।
  • চিনির দ্রবণ থেকে মিছরি তৈরির পদ্ধতির নাম কী – কেলাসন পদ্ধতি।
  •  কোন উদ্বায়ী দ্রাবক চেতনানাশক হিসাবে কাজ করে – ক্লোরোফর্ম।
  •  প্রত্যেক মৌলিক পদার্থেরম পরমাণুর সাধারণ উপাদান কী- ইলেক্ট্রন।
  •  কোন যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় – হাইড্রমিটার

এটিও পড়ুন-

Leave a Reply