You are currently viewing প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ এই পোষ্টে প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর শেয়ার করা হল। এর আগের পোষ্টে জেনারেল সায়েন্স সম্পর্কিত 1000 প্রশ্ন উত্তর শেয়ার করা হয়েছিল চাইলে দেখে নিতে পারেন।

প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন : কোন দুই ত্রিকেটারকে 209-এ অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে?
উত্তর : গৌতম গম্ভীর ও ঝুলন গােস্বামী।

প্রশ্ন : সিডনি ওপেন আন্তর্জাতিক দাবা প্রতিযােগিতায় (2009) মহিলাদের সেরা খেলোয়াড় কে হন?

উত্তর : নিশা মেহতা।

প্রশ্ন : সম্প্রতি মিশরের রানি ক্লিওপেট্রার সৌধের সন্ধান কোথায় পাওয়া গেছে?

উত্তর : আলেকজান্দ্রিয়ায়, একটি উপাসনালয়ের গহরে।

প্রশ্ন: রাষ্ট্রসংঘের নতুন ভারতীয় রাষ্ট্রদূত কে হলেন?

উত্তর : হরদীপ সিং পুরী।

প্রশ্ন : 2009-এ তাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হলেন?

উত্তর : অভিসিট ভেজ্জাজিভা।

প্রশ্ন : 2009-এ প্যান্টালুনস ফেমিনা ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স’ কে হলেন?

উত্তর : একতা চৌধুরী।

প্রশ্ন : 2009-এ মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড কে হন?

উত্তর : পূজা চোপড়া।

প্রশ্ন : 2009-এ মিস ইন্ডিয়া আর্থ কে হন?

উত্তর : শ্রিয়া কিশাের।

প্রশ্ন : 2009-এ ব্রিটেনে মহিলাদের লেখা কোন বই কমলা পুরস্কার’ পায়?

উত্তর : সামান্থা হার্ভের A Wilderness’,

প্রশ্ন: 2009-এ কোন ভারতীয় অভিনেত্রী বিখ্যাত বার্বি পুতুলের মডেল হন?

উত্তর : ক্যাটরিনা কাইফ।

প্রশ্ন : : 2009-এর আই.পি.এল টি-20 ক্রিকেটে 5 রানে 5 উইকেট নেয় কোন বােলার?

উত্তর : অনিল কুম্বলে (বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে)।

প্রশ্ন : টেস্ট ক্রিকেটের ইতিহাসে 10টি 6 মারার কৃতিত্ব প্রথম কোন ক্রিকেটার অর্জন করে?

উত্তর : অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।

প্রশ্ন : নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান (2009) উপাচার্য কে?

উত্তর : ড. মণিমালা দাস।

প্রশ্ন : সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টে 2009-এ কোন্ দেশ চ্যাম্পিয়ন হয়?

উত্তর : ভারত (মালওলিয়াকে হারিয়ে) ৩-১ গোলে

প্রশ্ন : বিশ্বের সব থেকে ধনী ফুটবলার কে?

উত্তর : ডেভিড বেকহ্যাম (2008-এর মরসুমে তাঁর আয় ছিল 219 কোটি টাকা)।

প্রশ্ন : ফ্লোরিডায় এম. বি.এস. গ্রুপ চ্যাম্পিয়নশিপে (2009) ডাবলস খেতাব কারা জেতে?

উত্তর : সানিয়া মির্জা (ভারত) এবং চিয়া-জুং-চুয়াং (চীন)।

প্রশ্ন : 2009 সালে বঙ্গোপসাগরের ওপর তৈরি ঘূর্ণিঝড় দুটির নাম কী ?

উত্তর : বিজলী এবং আয়লা।

প্রশ্ন : সম্প্রতি কোন্ দেশে বিশ্বকাপ ফুটবলের যােগ্যতা নির্ণায়ক খেলায় পদপিষ্ট হয়ে 22 জন মারা যায়?

উত্তর : আইভরি কোস্টের আবিদ জানে (আইভরি কোস্ট বনাম মালয় ম্যাচে)।

প্রশ্ন : ‘প্যারিস মাস্টার্স সিরিজ’ 2009 টেনিস প্রতিযােগিতায় কে চ্যাম্পিয়ন হয়?

উত্তর : আর্জেন্টিনার ডেভিড ন্যালবান্দিয়া (স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে)

প্রশ্ন : সম্প্রতি সত্যম কম্পিউটার সার্ভিসের 51% শেয়ার কিনে নিয়ন্ত্রকের ভূমিকায় কোন কোম্পানি? উত্তর : টেক, মাহিন্দা।

প্রশ্ন: সাংবাদিকতা সংক্রান্ত তথ্যভিত্তিক গ্রন্থ : Media Ethics: Truth fairness and Objectivity-এর লেখক কে?

উত্তর: পরঞ্জয় গুহঠাকুরতা।

প্রশ্ন : প্রাচীন উপনিবেশিক ইতিহাসের ব্যাখ্যা ও বিবরণ বিষয়ক গ্রন্থ Peasant History of Late Pre-colonial and colonial India-এর লেখক কে?

উত্তর : বিনয়ভূষণ চৌধুরী।

প্রশ্ন : Speak with Power and Confidence বইটির লেখক কে?

উত্তর : প্যাট্রিক কলিন্স।

প্রশ্নঃ সম্প্রতি প্রয়াত অভিনেতা ফিরোজ খানের প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তর : দিদি (১৯৬০)

প্রশ্ন: 28 সালের চেস অন্ধার কে পান?

উত্তর : ভারতের বিশ্বনাথন আনন্দ।

প্রশ্ন : 2009-এ অমিতেশ মাইতি স্মৃতি পুরস্কার কে পান?

উত্তর : কবি মৃণালকান্তি দাশ।

প্রশ্ন মার্কিন রাষ্ট্রপতি বারাক হুসেন ওবামার মুখ্য প্রযুক্তি আধিকারিক নিযুক্ত হলেন কোন ভারতীয়?

উ: অনীশ চোপড়া।

প্রশ্ন 2002-1। সালের জন্য

প্রশ্ন : ন্যাসকমের এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান কে হলেন?

উত্তরঃ প্রমােদ ভাসিন।

প্রশ্ন : নির্বাচন কমিশনের নতুন কমিশনার কে নিযুক্ত হলেন?

উত্তর : ডি. এস. সম্পত।

প্রশ্ন : 2009 সালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ. পি. জে. আব্দুল কালামকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা কোন পুরস্কারে সম্মানিত করা হয়েছে?

উত্তর : হুভার (মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মান জানানাে হয়)।

প্রশ্ন : 2009 সালে পি. সি. চন্দ্র পুরস্কারে সম্মানিত হন কে?

উত্তর : যাদুকর পি. সি. সরকার। 2017

প্রশ্ন : ভারতীয় হকি দলের কোচ (2009) নিযুক্ত হন কে?

উত্তর : স্পেনের অলিম্পিক সােনা জয়ী জোস ব্রাসা।

প্রশ্ন : 2009 সালে ও. এন. জি. সি. সুপার কাপ ফুটবলে কোন দল চ্যাম্পিয়ন হয়?

উত্তর : মােহনবাগান (চার্চিল ব্রাদার্সকে হারিয়ে)।

প্রশ্ন : 2009 সালে জাতীয় ফুটবল লিগ (আই. লিগ) খেতাব কোন্ দল জিতেছে?

উত্তর : গােয়ার চার্চিল ব্রাদার্স।

প্রশ্ন : 2009-এ দ্বিতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আই. পি. এল.) ক্রিকেট কোন্ দেশে অনুষ্ঠিত হয়?

উত্তর : দক্ষিণ আফ্রিকায়।

প্রশ্ন : 2011 সালে বিশ্বকাপ ক্রিকেটের আয়ােজক দেশ কে বা কারা ?

উত্তর : ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান যৌথভাবে।

প্রশ্ন : নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার কারণে 2011 বিশ্বকাপ ক্রিকেটের সব ম্যাচ আই. সি.সি. সরিয়ে নিল কোন দেশ থেকে?

উত্তর : পাকিস্তান থেকে।

প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন : 2019-এ ব্রিটেনের সেরা ধনীর তালিকায় শীর্ষস্থানে আছেন কে?

উত্তর : ভারতীয় বংশােদ্ভুত শিল্পপতি লক্ষ্মী মিত্তল।

প্রশ্ন : 2009-এ শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের নতুন সংঘধ্যক্ষা কে হন?

উত্তর : প্রব্রাজিকা ভক্তিপ্রাণা।

প্রশ্ন : 20())-এ ভারত কোন দেশের মাটিতে প্রথম টেস্ট ক্রিকেটের সিরিজ জয় করল ?

উত্তর : নিউজিল্যান্ড (এম. এস. ধােনির নেতৃত্বে)।

প্রশ্ন : টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ক্যাচ নেওয়ার রেকর্ড কার (এপ্রিল 2009)?

উত্তর : রাহুল দ্রাবিড় (134 ম্যাচে 183টি ক্যাচ)।

প্রশ্ন : টানা পাঁচবার মন্টে কার্লো মাস্টার্স খেতাব অর্জন করল কোন টেনিস তারকা ?

উত্তর : রাফায়েল নাদাল

প্রশ্ন : দক্ষিণ কোরিয়াতে অনুষ্ঠিত আই. এস. এস. এফ. বিশ্বকাপে 50 মিটার রাইফেল 3 পজিশনে পুরুষদের বিভাগে (এপ্রিল, 2009) কোন ভারতীয় সোনা জিতেছে?

উত্তর : গগন নারাঙ।

প্রশ্ন : 2009 সালে কোন ভারতীয় স্টকহোম ওয়াটার প্রাইজ-এর জন্য নির্বাচিত হয়েছেন?

উত্তর : সুলভ ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা বিশ্বের পাঠক।

প্রশ্ন :: CIF Chanchlani Global India Award 2009 কে পেয়েছেন?

উত্তর : উইন্ড ম্যান অফ ইন্ডিয়া তুলসী তাতি।

প্রশ্ন : 2009-এ অস্ট্রেলিয়ান ওপেন-এর মিক্সড় ডবল্-এ গ্র্যান্ড স্লাম খেতাব জয়ী ভারতীয় জুটির নাম কী?

উত্তর : মহেশ ভূপতি এবং সানিয়া মির্জা।

প্রশ্ন : 2009-এ প্রেম ভার্টিয়া অ্যাওয়ার্ড-এর জন্য নির্বাচিত হয়েছেন কারা?

উত্তর : নীরজা চৌধুরী এবং গার্গী পার্সাই।

প্রশ্ন : এপ্রিল 2009-এ অনুষ্ঠিত এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-এ জয়ী হন কোন্ দেশ?

উত্তর : চিন।

প্রশ্ন : দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত (এপ্রিল 2009) বিশ্বকাপ শু্যটিং-এ মহিলাদের 5) মিটার রাইফেল 3 পজিশন-এ কে সােনা জিতেছে?

উত্তর : য়িন ওয়েন (চিন)।

প্রশ্ন : মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হলেন?

উত্তর : নাজিব তুন রাজাক।

প্রশ্ন : হিন্দুস্থান অ্যারােনেটিক্স লিমিটডের (HAL) নতুন চেয়ারম্যান কে হলেন?

উত্তর : অশোক নায়ক।

প্রশ্ন : সাসেক্স ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর : সঞ্জীব ভাস্কর।

প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন : বােনি য়ায়ি (Bony Yavi) সম্প্রতি ভারত ভ্রমণ করে গেলেন, ইনি কে?

উত্তর : রিপাবলিক অফ বেনিন-এর প্রেসিডেন্ট।

প্রশ্ন : দীর্ঘ 28 বছর পর সর্বোত্তম সেবা এবং 154000 ঘণ্টার বেশি উড়ানের পর যে ফাইটার জেটটির অবসর হল তার নাম কী ?

উত্তর : মিগ 23 বি.এন.।

প্রশ্ন : বি. ফোর, ইউ (B4U) আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে (2009) ?

উত্তর : এ, আর. রহমান।

প্রশ্ন : কারচানা পাওয়ার প্রােজেক্ট কোন রাজ্যের সঙ্গে সম্পর্ক যুক্ত ?

উত্তর : উত্তরপ্রদেশ।

প্রশ্ন : বিশ্বে প্রথম রেল নেটওয়ার্ক হিসাবে একটি ইউ. এন সার্টিফিকেট পেয়েছে কোন সংস্থা?

উত্তর : দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

প্রশ্ন: ভারতীয় বায়ু সেনার প্রথম ডিরেক্টর জেনারেল (অপারেশন) হিসাবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর: ডি.সি. কুমারিয়া।

প্রশ্ন : বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় কত জন ভারতীয় স্থান পেয়েছেন?

উত্তর : 24 জন।

প্রশ্ন : বর্তমান ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভারতের স্থান কত নম্বরে?

উত্তর :149 তম।

প্রশ্ন :: CMS (Centre for Media Studies) অনুযায়ী পঞ্চদশ লােকসভা ভোটের জন্য কত টাকা খরচ হয়?

উত্তর : 10000 কোটি টাকা।

প্রশ্ন : ন্যাশনাল সিকিউরিটি গার্ড-এর প্রধান হিসেবে কাকে নিয়ােগ করা হয়েছে?

উত্তর : এন. পি. এস. আউলাখ।

প্রশ্ন: আন্তর্জাতিক সাহসী মহিলা 2009 সম্মানে কত জন মহিলাকে সম্মানিত করা হয়েছে।

উত্তর : ২ জন।

প্রশ্ন : আই সি. সি. টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিং এর প্রথম স্থানে কে আছেন?

উত্তর : ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপল।

প্রশ্ন : মাদার টেরেসা স্যানিটারি অ্যাওয়ার্ড-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে।

উত্তর : মুজিবুর রহমান।

প্রশ্ন : পারমাণবিক সামর্থাযুক্ত ধনুষ মিসাইল সফলভাবে পরীক্ষা করা হয়েছে ভারতের কোন স্থান থেকে?

উত্তর : ওড়িশার চাদিপুর থেকে।

প্রশ্ন : তামাকের ওপর বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত (2009) হল।

উত্তর : মুম্বাই।

প্রশ্ন : সম্প্রতি (2M9-এ) ইন্টারনেট কত বছর পূর্ণ করল?

উত্তর : 20 বছর।

প্রশ্ন :152 তম ওপেক মিটিং (2(009) কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : ভিয়েনা।

প্রশ্ন : জল সংকটের গ্লোবাল মিটিং (2009) কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : ইস্তানবুল।

প্রশ্ন : ব্লু পিটার বুক অ্যাওয়ার্ডস্ (2009)-এর জন্য কে নির্বাচিত হয়েছে?

উত্তর : অনিতা গানারি।

প্রশ্ন : চ্যাম্পিয়নস ট্রফি 20109 কোন দেশ আয়ােজন করার দায়িত্ব পেয়েছে?

উত্তর : দক্ষিণ আফ্রিকা।

প্রশ্ন : আই. সি. সি. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (2009) কোন্ খেলােয়াড় (ব্যাটসম্যান) প্রথম স্থানে রয়েছে।

উত্তর : মহেন্দ্র সিং ধােনি।

প্রশ্ন : এশিয়ান ফিল্ম ইন্ড্রাস্ট্রিতে বিশেষ অংশ গ্রহণের জন্য নিয়েলসন বক্স অফিস অ্যাওয়ার্ড  2009 পেয়েছেন কোন অভিনেত্রী ?

উত্তর : প্রিয়াঙ্কা চোপড়া।

প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন : কোন ভারতীয় 2009-এ তৃতীয় ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজের জন্য মনােনীত হয়েছেন?

উত্তর: মহাশ্বেতা দেবী এবং ভি. এস. নইপাল।

প্রশ্ন : 54তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় কাকে?

উত্তর : ওম পুরী এবং ভানু আথাইয়া।

প্রশ্ন : ফিডে (FIDE) ওম্যানস্ গ্র্যান্ড প্রিক্স খেতাব (2009) কে জিতেছে ?

উত্তর :কোনেরু হাম্পি।

প্রশ্ন : দেশের সব থেকে পুরানাে টেলিকম সার্ভিস প্রােভাইডার বি.পি.এল. মােবাইল কমিউনিকেশনস্-এর নতুন নাম কী হয়েছে?

উত্তর : লুপ মােবাইল।

প্রশ্ন : বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরে কটি নতুন ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা?

উত্তর : ১টি।

প্রশ্ন : ভারতীয় বায়ু সেনার নতুন প্রধান কে হয়েছেন?

উত্তর : প্রদীপ বসন্ত নায়েক।

প্রশ্ন : কোন দেশের সহযােগিতায় ভারত 1780 কেজি ওজনের র্যাডার ইমেজ স্যাটেলাইট পাঠিয়েছে?

উত্তর : ইজরায়েল।

প্রশ্ন : মানবাধিকার সংক্রান্ত হিংসাত্মক ঘটনার সব থেকে বেশি অভিযােগ দাখিল হয়েছে (2009) কোন রাজ্যে?

উত্তর : উত্তরপ্রদেশ।

প্রশ্ন : ভারতের প্রথম কোন রাজ্যের প্রতিটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে?

উত্তর : হিমাচল প্রদেশ

প্রশ্ন: আই. সি. সি. মহিলা বিশ্বকাপ ক্রিকেট 2009 কোন দেশ জয়লাভ করেছে ?

উত্তর : ইংল্যান্ড।

প্রশ্ন : ইউরােপ, কানাডা এবং চিনের মতাে ভারতের কোন রাজ্যের নতুন এনার্জি প্ল্যান্ট তৈরি হয়েছে?

উত্তর : উত্তরাখণ্ডে।

প্রশ্ন: সম্প্রতি কোন রাজ্যে ফুড পার্ক তৈরি জন্য রাজ্য সরকার 15 কোটি টাকা অনুমোদন করেছে?

উত্তর : বিহার।

প্রশ্ন : কোন দেশে জি-20) অর্থমন্ত্রীদের সভা (20)9) অনুষ্ঠিত হয়েছে?

উত্তর : ইংল্যান্ড।

প্রশ্ন : কোন সংস্থার রিপাের্ট অনুযায়ী দেখা গেছে ভারতীয় মহিলাদের অবস্থা শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তানের মহিলাদের থেকেও খারাপ?

উত্তর : বিশ্বব্যাংক।

প্রশ্ন : 20)09-এ ভারতে কত তম লোকসভা নির্বাচন হল?

উত্তর :15 তম।

প্রশ্ন : কোন ক্রিকেটার তার 1800টি চার মারার রেকর্ড করলেন 209 সালে?

উত্তর : সচিন তেন্ডুলকর।

প্রশ্ন: সম্প্রতি 0) মেগাওয়াট পঞ্চেশ্বর প্রােজেক্ট তৈরির জন্য ভারত কোন্ দেশের সঙ্গে চুক্তি করেছে?

উত্তর : নেপাল।

প্রশ্ন : কোন রাজ্য বায়ােমাস থেকে 183 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে।

উত্তর : হরিয়ানা।

প্রশ্ন : কোন্ দেশ সবথেকে বেশি পরিমাণ বিনিয়ােগ করেছে ভারতে?

উত্তর : জাপান।

প্রশ্ন : কোন্ রাজধানী ট্রেন 2009-এ 4 বছর পূর্ণ করল?

উত্তর : নিউ দিল্লি-কলকাতা।

প্রশ্ন : পরমাণু বােমা তৈরির ক্ষমতা অর্জন করল কোন দেশ?

প্রশ্ন : সত্যম-এর নতুন চেয়ারম্যানের নাম কী?

উত্তর : কিরণ কার্নিক।

প্রশ্ন : হােয়াইট হাউসের পাবলিক লিয়াসে অ্যাসােসিয়েট ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর : কালপেন সুরেশ মােদি।

প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্ন : রিলায়েন্স কনজিউমার ফিনান্স-এর নতুন CEO কে হয়েছেন?

উত্তর : কে. ভি, শ্রীনিবাসন।

প্রশ্ন : গ্লোবাল পলিটিক্যাল রিস্ক ইনডেক্স-এ ভারতের স্থান কত নম্বরে?

উত্তর : 11 তম।

প্রশ্ন : সম্প্রতি মারা গেলেন গােবিন্দ সিং গুর্জর-তিনি কে ছিলেন?

উত্তর: পাড়ার প্রাক্তন রাজ্যপাল। প্রশ্ন চেক রিপাবলিক-এর নতুন প্রধান মন্ত্রী কে হলেন?

উত্তর ; জন ফিসার।

প্রশ্ন : বিশ্বে প্রথম কৃত্রিম প্রজননের (ক্লোন) সাহায্যে উটের জন্ম হল কোথায়?

উত্তর : দুবাই।

প্রশ্ন : ফিজির অন্তর্বর্তীকালীন নতুন প্রধানমন্ত্রী কে হলেন?

উত্তর : নৌসেনাপতি ফ্র্যাঙ্ক বাইনিমারামা।

প্রশ্ন : মাল্টার নতুন রাষ্ট্রপতি কে হলেন?

উত্তর : জর্জ আ্যাবেলা।

প্রশ্ন: মার্কিন বাণিজ্যমন্ত্রীর নাম কী?

উত্তর গ্যারি লকু।

প্রশ্ন: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সম্প্রতি কত বছর পূর্ণ করল?

উত্তর : 75 বছর।

প্রশ্ন : কোন ভারতীয় তবলা বাদক 2009-এ

গ্র্যামি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন?

উত্তর : ওস্তাদ জাকির হুসেন।

প্রশ্ন : আটলান্টিক মহাসাগরে সাতার কাটা প্রথম মহিলা কে?

উত্তর : স্পেনের জেনিফার ফিজি (Jennifer Figge)।

প্রশ্ন : বিখ্যাত ক্রিকেটার সুনীল গাভাস্কর-কে সাম্মানিক ডক্টরেট সম্মানে সম্মানিত করেছে কোন্ বিশ্ববিদ্যালয়?

উত্তর : ডি. ওয়াই, পাতিল বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : আমেরিকা, রাশিয়া ও ভারতের পর চন্দ্রসঙেঘ যোগ দিল কোন দেশ ?

উত্তর : চিন (20()9 সালের । মার্চ চিনের উপগ্রহ চ্যাং-ই ১ নিজ অক্ষে আবর্তন শেষ করে চাঁদের মাটিতে নামল)

প্রশ্ন : 2009-এর 7 মার্চ ছায়াপথ ঘেঁটে জীবনের সন্ধান করতে যে মহাকাশ যানটি মহাকাশে পাড়ি দিল তার নাম কী?

উত্তর : কেপলার (প্রায় 3 বছর ধরে। লক্ষ নক্ষত্রকে পর্যবেক্ষণ করবে)।

প্রশ্ন 2009-এ থাইল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন কে হন? গফ

উত্তর : ভারতের জ্যোতি রনধাওয়া।

প্রশ্ন : 2009-এর মার্চে পাকিস্তানে নতুন ভারতীয় হাইকমিশনার কে হলেন?

উত্তর : শরৎ সাবরওয়াল (বিদেশ মন্ত্রকের বিশেষ সচিব ছিলেন)।

প্রশ্ন : পঞ্চদশ লােকসভায় ভারতের প্রধানমন্ত্রী পদে কে নির্বাচিত হন?

উত্তর : ড. মনমােহন সিং।

প্রশ্ন : পঞ্চদশ লােকসভায়  নির্বাচিত কনিষ্ঠতম সাংসদ ও মন্ত্রী কে?

উত্তর : আগাথা কোংগল সাংমা (28 বছর), গ্রামােন্নয়ন দফতর-এর প্রতিমন্ত্রী।

প্রশ্ন : ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়ােগ করলেন রাষ্ট্রপতি বারাক ওবামা?

উত্তর : টিমােথি রয়মার।

প্রশ্ন : অ্যাওয়াক্স-এর পুরাে নাম কী?

উত্তর : এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম।

এটিও পড়ুন – জীবন বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন ও উত্তর – জীবন বিজ্ঞান 1000+ জিকে

প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর, Download প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর, Free Download প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর, Download প্রাইমারি টিচার্স, Free প্রাইমারি টিচার্স, 1000+ প্রাইমারি টিচার্স, free Download প্রাইমারি টিচার্স পরীক্ষার সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর

Leave a Reply