ভারতের আন্দোলনঃ এই পোষ্টে ভারতের আন্দোলন এর গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের আন্দোলন এর গুরুত্বপূর্ণ তথ্য PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর
ভারতের আন্দোলন এর গুরুত্বপূর্ণ তথ্য
- বিচারকপদে ভারতীয়দের নিযুক্তি প্রথম চালু করেন Lord William Bentinck তিনি সেনাবাহিনীতে ভারতীয়দের প্রথম নিযুক্ত করেন।
- ভারতে ‘বাজেট ব্যবস্থা ১৮৬০ সালে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এর সময় চালু হয়।
- IPC বা ভারতীয় দন্ডবিধি (Indian Penal Code) চালু করেন লর্ড ক্যানিং, লর্ড মেকলের সভাপতিত্বে গঠিত প্রথম Law Commission-এর সুপারিশ মেনে।
- Income Tax প্রথা চালু করেন লর্ড ক্যানিং।। ভারতে প্রথম Census বা জনগণনা চালু হয় ১৮৭১ সালে Lord Mayo-র আমলে।
- Vernacular Press Act চালু করেন (১৭৭৮) Lord Lytton রদ করেন Lord Ripon (১৮৮২);
- মিউনিসিপ্যাল বাের্ড, জেলা বাের্ড গঠনের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসনের উৎসাহ দেন Ripon.
- প্রথম ফ্যাক্টরী আইন’ চালু করেন Lord Ripon. Indian Universities Act চালু করেন Lord Curzon.
- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক-এর সময় মেকলের সুপারিশ মেনে ইংরেজিতে ভাব বিনিময়ের মাধ্যম কি হয়। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় ১৮৩৫ সালে।
- Aligarh-এ মহামেডান অ্যাংলাে ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয় (১৮৭৭) Lord Lytton এর সময়ে।
- ১৯০৫ সালে জাতীয় কংগ্রেসের বেনারস অধিবেশন স্বদেশী’ ও ‘বয়কট’ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়।
এগুলিও পড়ুন –
- সংবিধানের 6 টি মৌলিক অধিকার
- ভারতীয়দের মধ্যে প্রথম পরুষ ব্যক্তিগণ
- ১৮৫৭ খ্রিস্টাব্দে আইনানুসারে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন।
- ১৮৫৮ খ্রিস্টাব্দে এর ১ নভেম্বর মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র Queen’s Proclawation) প্রকাশিত হয়।
- ১৮৫৩ খ্রিস্টাব্দে এর সনদ আইন (Charter Act) অনুসারে ভারতীয় আইনসভার (Indian Legisla tire) সৃষ্টি হয়।
- ১৮৬১ খ্রিস্টাব্দে ভারতীয় কাউন্সিল আইন (Indian) পাশ হয়।
- আঞ্লিক সংস্থাগুলির উন্নয়ন ও সেগুলি প্রতিনিধিমূলক করার ব্যাপারে সর্বপ্রথম উদ্যোগী হন লর্ড রিপন।
- ১৮৭৬ সালে মহারাণী ভিক্টোরিয়া কে ভারত সাম্রাজ্জী (Empress of India) অভিধায় ভূষিত করে ভারত উপমহাদেশের ওপর ব্রিটিশ সার্বভৌমত্বের কথা ঘােষণা করা হয়।
- ইয়ান্দাবুর সন্ধি হয় ১৮২৬ খ্রিস্টাব্দে বার্মা ও বৃটেনের মধ্যে।
- ১৮৫৫ খ্রিস্টাব্দে বৃটেন, ফ্রান্স ও তুরস্কের যৌথ জোটের সাথে রাশিয়ার যুদ্ধ ক্রিমিয়ার যুদ্ধ বলে খ্যাত। ১৮৭৯ খ্রিস্টাব্দে ইয়াকুব খার সাথে ইংরাজদের সন্ধি গন্ডামাকের সন্ধি বলে পরিচিত।
- ভারত ও আফগানিস্থানের সীমান্তরেখা ‘ডুরান্ড লাইন নামে পরিচিত।
- ইংরেজদের সাথে তিব্বতের ১৯০৪ সালে লাশা সন্ধি স্বাক্ষরিত হয়।
- ১৮৫৩ সালে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানী বোম্বাই ও থানের মধ্যে রেললাইন বসায়।
- ১৯০৫ খ্রিস্টাব্দে প্রথম রেলওয়ে বাের্ড গঠিত হয় এবং ১৯২৫ খ্রিস্টাব্দ থেকে রেল বাজেটকে দেশের সাধারন বাজেট হতে পৃথক করা হয়।
এগুলিও পড়ুন
- অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় জাতীয় কংগ্রেসের নাগপুরঅধিবেশনে (১৯২০)।
- জর্জ টমসনের নেতৃত্বে ১৮৪৩ সালে গঠিত হয়| ‘বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি।
- মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম গঠন করেন ১৯১৬ খ্রিস্টাব্দে।
- হান্টার কমিশন গঠিত হয় ১৮৮২ সালে।
- ১৯১১ সালের ১২ ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের কথা ঘােষণা করেন।
- ভারতবর্ষে বিপ্লবী আন্দোলনের জনক’ বলা হয় বাসুদেব বলবন্ত ফাড়কে কে।
- ১৯৪৩ সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে ‘পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন আবুল কাশেম ফজলুল হক ও তা সমর্থন করেন চৌধুরী খালিকুজ্জামান।
- ১৯৪২ সালের ৮ আগস্ট কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ঐতিহাসিক ‘ভারত ছাড়ো’ প্রস্তাব গৃহীত হয়।
- ১৯০৪ সালে বীর সাভারকরের প্রচেষ্টায় গঠিত হয়। ‘অভিনব ভারত সমিতি।
- ১৯০৬ সালের ১২ মার্চ গঠিত হয় জাতীয় শিক্ষা। পরিষদ।
- ঐতিহাসিক দাক্ষিণাত্য কৃষক সংগ্রাম’ অনুষ্ঠিত হয় ১৮৭৫ সালে। কোলকাতায় (১৮৮৬) কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে দাদাভাই নাজার সভাপতিত্বে প্রথম বৃটিশ রাজের সমালােচনা করা হয়।
এগুলিও পড়ুন
Pingback: চলন ও গমন সম্পর্কিত 300 সংক্ষিপ্ত প্রশ্ন PDF সহ - KmdInfo