ভারতের জাতীয় পতাকা ছোটদের জন্য অনুচ্ছেদ

ভারতের জাতীয় পতাকাঃ ভারতের জাতীয় পতাকা ছোটদের জন্য অনুচ্ছেদ, ভারতের জাতীয় পতাকা ছোটদের জন্য অনুচ্ছেদ ৩০০ শব্দের মধ্যে, ভারতের জাতীয় পতাকা ছোটদের জন্য অনুচ্ছেদ PDF সহ। 

ভারতের জাতীয় পতাকা

আমরা ভারতবর্ষে  বাস করি। 1947 সালের 15 ই আগস্ট ভারত স্বাধীনতা  লাভ করে। তাই প্রতিবছর 15 ই আগস্ট  এই দিনটিকে স্বরন করে পতাকা উওোলন করি। পৃথিবীর প্রতিটি স্বাধীন দেশের নিজস্ব  জাতীয় পতাকা আছে, তেমনি আমাদের ও আছে।গেরুয়া,সাদা ও সবুজ তিনটি রঙের সমন্বয়  রয়েছে এতে।মাঝের সাদা অংশে রয়েছে অশোকচক্র। জাতীয় পতাকার  এই তিনটি  রং আমাদের জাতীয় ভাব ভাবনাকে পরিসর করে।

এগুলিও পড়ুন – ১০০+ প্রবন্ধ রচনা এখানে

Leave a Reply