ভারতের বন্দর সম্পর্কিত প্রশ্ন উত্তর

ভারতের বন্দর সম্পর্কিত প্রশ্ন উত্তর:  এই পোষ্টে ভারতের প্রধান প্রধান বন্দর এর তালিকা PDF সহ শেয়ার করা হল। আগের পোষ্টে পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদ এজেন্সির তালিকা শেয়ার করা হয়েছিল চাইলে দেখে নিতে পারেন।

ভারতের বন্দর সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ পূর্ব-উপকূলে অবস্থিত একটি নদী বন্দরের নাম কর।

উত্তর :কলিকাতা।

প্রশ্নঃ :ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ৩ টি প্রধান বন্দরের নাম কর।

উত্তর : মুম্বই, কান্ডালা এবং মার্মাগাঁও।

প্রশ্নঃ : পৃথিবীর একটি হ্রদ বন্দরের নাম কর।

উত্তর : শিকাগাে।

প্রশ্নঃ : ভারতে প্রধান বন্দরের সংখ্যা কত ?

উত্তর : ১২টি।

প্রশ্নঃ: মুম্বই বন্দর কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর : মহারাষ্ট্রে।

প্রশ্নঃ: পশ্চিমবঙ্গের কোন জেলায় হলদিয়া অবস্থিত?

উত্তর : মেদিনীপুর জেলায়।

প্রশ্নঃ : মাদ্রাজ বন্দর কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : তামিলনাড়ু।

প্রশ্নঃ ; পশ্চিম উপকূলে অবস্থিত একটি কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম কর।

উত্তর :নভসেবা।

প্রশ্নঃ : পূর্ব উপকূলে অবস্থিত একটি বন্দরের নাম কর যার যান্ত্রিক পরিবহন ব্যবস্থা আছে।

উত্তর :হলদিয়া বন্দর।

প্রশ্নঃ : ভারতের আমদানী বাণিজ্যে কোন বন্দর প্রথম স্থান অধিকার করে?

উত্তর :মুম্বই বন্দর।

প্রশ্নঃ : “ভারতের প্রবেশ দ্বার” কোন বন্দরকে বলা হয়?

উত্তর :মুম্বই বন্দরকে।

প্রশ্নঃ: রপ্তানী বণিজ্যে কলিকাতা বন্দর কোন স্থান অধিকার করে?

উত্তর : পঞ্চম স্থান।

প্রশ্নঃ : কলিকাতা বন্দরের সহযােগী বন্দর কোনটি?

উত্তর :হলদিয়া বন্দর।

প্রশ্নঃ : ভারতের বৃহত্তম বন্দর কোনটি?

উত্তর :মুম্বই বন্দর।

প্রশ্নঃ : ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর কোনটি ?

উত্তর :কলিকাতা।

প্রশ্নঃ : ভারতের তৃতীয় বৃহত্তম বন্দর কোনটি?

উত্তর : চেন্নাই।

প্রশ্নঃ: আমদানী বাণিজ্যে চেন্নাই বন্দরের স্থান কি?

উত্তর তৃতীয়।

প্রশ্নঃ : ভারতের রপ্তানী বাণিজ্যে কোন বন্দর দ্বিতীয় স্থান অধিকার করে?

উত্তর : বিশাখাপত্তনম।

প্রশ্নঃ: রপ্তানী বাণিজ্যে ভারতের কোন বন্দর শ্রেষ্ঠ স্থান অধিকার করে?

উত্তর মার্মাগাঁও।

প্রশ্নঃ বিশাখাপত্তনম বন্দর কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ অঞ্চপ্রদেশে।

প্রশ্নঃ কোচিন বন্দর কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : কেরালায়।

প্রশ্নঃ : কা্ডালা কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : গুজরাটে।

প্রশ্নঃ : মার্মাগাঁও কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : গোয়া।

প্রশ্নঃ : পারাদ্বীপ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : ওড়িশা।

প্রশ্নঃ : নিউ তুতিকোরিণ বন্দর কোন রাজ্যে অবস্থিত?

উত্তর : তামিলনাড়ু।

প্রশ্নঃ : নিউ ম্যাঙ্গালাের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :কর্ণাটক।

প্রশ্নঃ : ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানী করা হয়?

উত্তর : মার্মাগাঁও।

প্রশ্নঃ : পারাদ্বীপ বন্দরের প্রধান রপ্তানী দ্রব্য কি?

উত্তর : লৌহ আকরিক।

প্রশ্নঃ : গুজরাটের তিনটি অপ্রধান বন্দরের নাম কর।

উত্তর : ওখা, পােরবন্দর ও সুরাট।

প্রশ্নঃ : আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ? উত্তর : পাের্টরেয়ার।

প্রশ্নঃ : ভারতের পূর্ব উপকূলের একটি কৃত্রিম পােতাশ্রয়ের নাম কর।

উত্তর :কলিকাতা।

প্রশ্নঃ: ভারতের পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পােতাশ্রয়যুক্ত বন্দরের নাম কর।

উত্তরঃ বিশাখাপত্তনম।

প্রশ্নঃ : ভারতের পশ্চিম উপকূলের একটি স্বাভাবিক পােতাশ্রয়ের নাম কর।

উত্তর :মুম্বই।

প্রশ্নঃ : ভারতের পশ্চিম উপকূলের একটি কৃত্রিম পােতাশ্রয় যুক্ত বন্দরের নাম কর।

উত্তরঃ নিউ ম্যাঙ্গালাের। :

প্রশ্নঃ : ভারতের কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তানী হয়?

উত্তর : কলকাতা।

প্রশ্নঃ : পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর কোনটি?

উত্তরঃ কলকাতা।

File Details:

File Name: ভারতের বন্দর সম্পর্কিত প্রশ্ন উত্তর

File Format: PDF

No of Page: 1

File Size: 1 MB

Download Link: Link 1 || Link 2  Download PDF

এটিও পড়ুন – বিভিন্ন প্রাণীর গর্ভকাল বা গর্ভধারণ

ট্যাগঃ ভারতের বন্দর সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF, Download PDF ভারতের বন্দর সম্পর্কিত প্রশ্ন উত্তর

This Post Has 2 Comments

Leave a Reply