সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য: এই পোষ্টে সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য PDF সহ এর তালিকা দেওয়া হল। [ এটিও পড়ুন – ভারতীয় সংবিধানের ধারাসমূহ ]
সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য
ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ; মৌলিক অধিকার, রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতি, এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ২৮৪ জনের সই করলে গৃহীত হয় এবং এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত।
সংবিধানের
- গণ পরিষদের খসড়া কমিটিতে কে কে ছিলেন?
উত্তরঃ
সভাপতি—ড. বি. আর. আম্বেদকর।।
সদস্যরা – এন. গােপাল স্বামী আইয়েঙ্গার।
আল্লাদী কৃষ্ণ স্বামী আয়ার। কে. এম. মুন্সী। সৈয়দ মহম্মদ শাহদুল্লা। বি.এল.মিত্র (পরবর্তীকালে এন মাধবরাও এর স্থলাভিষিক্ত হন) ডি.পি. খৈতান (১৯৪৮ সালে খৈতানের মৃত্যু হলে তার স্থলাভিষিক্ত হন টি.টি. কৃষ্ণমাচারী৷
সংবিধানের উৎস
- বিচার বিভাগের স্বাধীনতা – মার্কিন সংবিধান।।
- বিচার বিভাগের সংস্কার- মার্কিন সংবিধান।
- শাসন বিভাগীয় প্রধান হিসাবে রাষ্ট্রপতি – মার্কিন সংবিধান।
- সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে রাষ্ট্রপতি – মার্কিন সংবিধান।
- পদাধিকার বলে রাষ্ট্রপতি রাজ্যসভার পতি – মার্কিন সংবিধান।
- মৌলিক অধিকার মার্কিন সংবিধান। প্রস্তাবনা – মার্কিন সংবিধান।
- সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ – মার্কিন সংবিধান।
- আইন তৈরীর পদ্ধতি – ব্রিটিশ সংবিধান।
- আইনের অনুশাসন – ব্রিটিশ সংবিধান।
- একক নাগরিকত্ব – ব্রিটিশ সংবিধান।
- সংসদীয় ব্যবস্থা ও মন্ত্রীদের দায়িত্বশীলতা – ব্রিটিশ সংবিধান।
- রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ – আয়ারল্যান্ড
- একটি শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা – কানাডার সংবিধান।
- কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকবে- কানাডার সংবিধান।
- রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি – আয়ারল্যান্ড সংবিধান।
- রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি – আয়ারল্যান্ড সংবিধান
- জরুরি অবস্থা এবং মৌলিক অধিকারের ওপর তার প্রভাব – জার্মান সংবিধান।
- যুগ্ম তালিকা – অস্ট্রেলিয়া সংবিধান।
- ব্যবসা বাণিজ্য ও আদান প্রদান – অস্ট্রেলিয়ান সংবিধান।
- সংবিধান সংশােধন – সাউথ আফ্রিকা।
- মৌলিক কর্তব্য – পূর্বতন সোভিয়েত ইউনিয়ন।
- ‘প্রজাতন্ত্র ধারণাটি গ্রহণ করা হয়েছে – ফ্রান্সের সংবিধান থেকে।
- ভারতীয় সংবিধানের (মূল) চারটি অংশ- [i] মুখবন্ধ (Preamble), [ii] 22টি অধ্যায়, ৩৯৫টি অনুচ্ছেদ [iii] ৮ টি তপশীল (Schedule), [iv] পরিশিষ্ট (Appendix)।
বন্ধুরা, এখন এখন এখানেই। বিভিন্ন রকম আপডেট টিপস ও ইনকামের বিভিন্ন রকম ট্রিক্স জানার জন্য সাইটিকে subscribe করতে ভুলবেন না। ফেসবুকে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে অংশ নিন। সমস্যা হলে কমেন্ট করুন ধন্যবাদ।
এগুলিও পড়ুন
ডাউনলোড
PDF সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য
Pingback: ভারতের মাটি সম্পর্কিত জানা অজানা প্রশ্ন উত্তর - KmdInfo