You are currently viewing আপনার পাশে কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে জেনে নিন

আপনার পাশে কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে জেনে নিন

আপনি আধার কার্ড আঁধার এনরোলমেন্ট সেন্টার খুঁজে থাকলে, আপনার পাশে কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে জেনে নিন এই পোষ্টি আপনার কাজে আসবে। আপনার পাশে কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে তা এই পোষ্টের মাধ্যেমে বিস্তারিত জানতে পারবেন।

এটিও পড়ুন – অনলাইন আধার কার্ড ডাউনলোড পদ্ধতি Latest 2020

আপনার পাশে কোথায় কোথায় আধার সেন্টার রয়েছে যেভাবে জানবেন-

  • প্রথমে uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর My Aadhar অপশনে ক্লিক করতে হবে।
  • এর পর Get Aadhaar সেকশন থেকে Locate an Enrolment Center ক্লিক করতে পবে।
  • এরপর State কিংবা Postal ( PIN) Code কিংবা Search Box এ ক্লিক করতে হবে। (State হিসেবে সার্চ করতে চাইলে State এ ক্লিক করতে হবে)
  • আপনার State, District , Sub District, Village / City / Town সঠিক তথ্য এবং ক্যাপচা কোড দিয়ে পুরন করুন।
  • এরপর Locate Centre এ ক্লিক করলেই আপনার পাশে থাকা আঁধার এনরোলমেন্ট সেন্টার খুঁজে পাবেন।

এগুলিও পড়ুন

This Post Has One Comment

  1. অলিভিয়া সরকার

    লেখাটি বেশ সুন্দর হয়েছে? এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply