You are currently viewing পশ্চিমবঙ্গ সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর PDF সহ

পশ্চিমবঙ্গ সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর PDF সহ

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গে সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন কোনটি?

উত্তরঃ শিয়ালদহ।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তরঃ সান্দাকফু।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রধান বন্দর কি কি?

উত্তরঃ কলকাতা ও হলদিয়া।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কয়েকটি বিমান বন্দরের নাম কর।

উত্তরঃ নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর (দমদম), ব্যারাকপুর, কলাইকুণ্ডা, পানাগড়, বাগডােগরা ইত্যাদি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজাত দ্রব্য কি কি?

উত্তরঃ ধান, পাট, চা, গম, সরিষা, ডাল, ভুট্টা, আখ, তামাক, আলু প্রভৃতি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের তামাক কোথায় উৎপন্ন হয়?

উত্তরঃ কোচবিহার জেলার হলদিবাড়িতে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোথায় সিঙ্কোনা চাষ হয়?

উত্তরঃ দার্জিলিং জেলার মংপুতে।

প্রশ্নঃ  সিঙ্কোনা কি কাজে লাগে ?

উত্তরঃ কুইনাইন নামক ঔষধ প্রস্তুত করতে সিঙ্কোনা লাগে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কি কি ফল পাওয়া যায়?

উত্তরঃ আম, কমলালেবু, কাঠাল, লিচু, জামরুল, কালােজাম, নারকেল, পেয়ারা, কলা, শশা আনারস প্রভৃতি।

প্রশ্নঃ  কোথাকার কমলালেবু ও কোথাকার আম বিখ্যাত?

উত্তরঃ দার্জিলিং-এর কমলালেবু ও মালদহের আম বিখ্যাত।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোথায় চা উৎপন্ন হয়?

উত্তরঃ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোথায় কাগজের কল আছে?

উত্তরঃ টিটাগড়, রানীগঞ্জ, শ্রীরামপুর, চাকদহ, নৈহাটী, কাকিনাড়া ইত্যাদি স্থানে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোথায় রেশম প্রস্তুত হয়?

উত্তরঃ বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ। তাদের কাপড়ের জন্য বিখ্যাত কয়েকটি জায়গার নাম কর। শান্তিপুর, ফুলিয়া, ধনেখালি, শ্রীরামপুর, নবদ্বীপ, ফরাসডাঙ্গা, রামজীবনপুর, চন্দ্রকোণা, রাজবল্লভহাট ইত্যাদি।

প্রশ্নঃ  কয়েকটি স্থানের নাম কর যেখানে কাপড়ের মিল আছে?

উত্তরঃ পানিহাটি, শ্রীরামপুর ইত্যাদি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের পাটকলগুলি কোথায় অবস্থিত?

উত্তরঃ হুগলী নদীর উভয় তীরে, বিশেষ করে হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় পাটকলগুলি অবস্থিত।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গে কি কি বনজ সম্পদ পাওয়া যায় ?

উত্তরঃ শাল, সেগুন, সুন্দরী, গরান, জারুল শিশু প্রভৃতি কাঠ, লাক্ষা, মধু প্রভৃতি পাওয়া যায়।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের খনিজ দ্রব্য কি কি?

উত্তরঃ কয়লা, চুনাপাথর।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোথায় কয়লা পাওয়া যায়?

উত্তরঃ বর্ধমান জেলার রাণীগঞ্জ, আসানসােল, বরাকর প্রভৃতি স্থানে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কয়েকটি বিখ্যাত লৌহ ও ইস্পাত কারখানার নাম কর।

উত্তরঃ দুর্গাপুর, বার্ণপুর ও কুলটি।

প্রশ্নঃ  চিত্তরঞ্জন বিখ্যাত কেন?

উত্তরঃ এখানে রেলইঞ্জিন তৈরীর কারখানা আছে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের মােটরগাড়ির তৈরীর কারখানা কোথায় অবস্থিত?

উত্তরঃ হিন্দ মােটর ও সিঙ্গুরে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গে জাহাজ তৈরী ও মেরামতের কারখানা কোথায় অবস্থিত?

উত্তরঃ কলকাতার গার্ডেনরীচ ও খিদিরপুরে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোথায় সাইকেল তৈরীর কারখানা আছে?

উত্তরঃ আসানসোল।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি সেতুর নাম কর।

উত্তরঃ রবী সেতু (হাওড়া ব্রী), বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলী ব্রীজ), বিবেকানন্দ সেতু, জুবিলী বীজ, ফাকা ব্রীজ, মাতঙ্গিনী সেতু ইত্যাদি।

উত্তরঃ প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কয়েকটি মেলার নাম কর।

গঙ্গাসাগর মেলা, তারকেশরের শ্রাবণীমেলা, মাহেশের রথের মেলা, বীরভূমের বাউলের মেলা, শান্তিনিকেতনের পৌষ মেলা প্রভৃতি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কয়েকটি উৎসবের নাম কর।

উত্তরঃ দুর্গাপূজা, দোল উৎসব, নববর্ষ উৎসব, বড়দিনের উৎসব, ঈদ, গুরুনানকের জন্মদিন প্রভৃতি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর স্থান কি কি ?

উত্তরঃ দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং, ঝাড়গ্রাম, সীতারামপুর।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের বৃহৎ অরণ্য কোনটি?

উত্তরঃ সুন্দরবন।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের যাদুঘর কোথায় আছে?

উত্তরঃ কলকাতায়।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোথায় মাটির পুতুল বিখ্যাত?

উত্তরঃ নদীয়া জেলার কৃষ্ণনগরে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোন্ বাঙালি অর্থনীতিতে নােবেল পুরস্কার পান?

উত্তরঃ ডক্টর অমর্ত্য সেন।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোথায় চিড়িয়াখানা আছে?

উত্তরঃ আলিপুর ও দার্জিলিঙে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই?

উত্তরঃ কলকাতায়।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কি কি তীর্থস্থান আছে ?

উত্তরঃ কালীঘাট, তারকেশর, নবদ্বীপ, শান্তিপুর, তারাপীঠ, ত্রিবেণী, সাগরদ্বীপ, বক্রেশ্বর ও দক্ষিণেশ্বর।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রধান পত্রিকাগুলাে কি কি?

উত্তরঃ আনন্দবাজার পত্রিকা, বর্তমান, প্রতিদিন, আজকাল, গণশক্তি ইত্যাদি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রধান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনগুলি ?

উত্তরঃ কোলাঘাট, সাঁওতালডিহি, ব্যাণ্ডেল, বক্রেশ্বর, টিটাগড়।

This Post Has One Comment

Leave a Reply