You are currently viewing পশ্চিমবঙ্গ সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর PDF সহ

পশ্চিমবঙ্গ সম্পর্কিত 500 প্রশ্ন উত্তর PDF সহ

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের সবচেয়ে ছােট জেলা কোনটি?

উত্তরঃ কলকাতা।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কয়টি বিভাগ ও কি কি?

উত্তরঃ পশ্চিমবঙ্গের তিনটি বিভাগ। যথা-প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ ও জলপাইগুড়ি বিভাগ।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গে কয়টি জেলা ও কি কি?

উত্তরঃ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা। নীচে তাদের নাম দেওয়া হলঃ -কলকাতা, উঃ চব্বিশপরগণা,দঃ চব্বিশপরগণা, হাওড়া, ঝারগ্রাম, কালিম্পং, পুরুলিয়া, নদীয়া, মুর্শিদবাদ, মালদহ, পশ্চিম বর্ধমান, হুগলী, বর্ধমান, মেদিনীপুর (পূঃ), মেদিনীপুর (পঃ), বীরভূম, বাঁকুড়া, উঃ দিনাজপুর, দঃ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার,

প্রশ্নঃ  কোন্ বিভাগে কোন্ কোন্ জেলা?

উত্তরঃ প্রেসিডেন্সি বিভাগ—কলকাতা, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ।

বর্ধমান বিভাগ-বর্ধমান, হুগলি, মেদিনীপুর (পূঃ), মেদিনীপুর (পঃ), বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া।

জলপাইগুড়ি বিভাগ—জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গে মহকুমা সংখ্যা কয়টি?

উত্তরঃ ৫২টি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা কয়টি ?

উত্তরঃ ৩৮৭০১টি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কোনটি ?

উত্তরঃ কলকাতা।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোন্ জেলায় সবচেয়ে বেশি লােক বাস করে?

উত্তরঃ মেদিনীপুর।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম লােক বাস করে?

উত্তরঃ দার্জিলিং জেলায়।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?

উত্তরঃ প্রায় ৬০ হাজার।

প্রশ্নঃ   পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?

উত্তরঃ ৮৫০০টি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কলেজের সংখ্যা কত?

উত্তরঃ ২০০টি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কয়টি বিশ্ববিদ্যালয় আছে তাদের নাম কি কি?

উত্তরঃ পশ্চিমবঙ্গে নয়টি বিশ্ববিদ্যালয় আছে। তাদের নাম-কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গে কয়টি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে ও কি কি?

উত্তরঃ পশ্চিমবঙ্গে পাঁচটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। তাদের নাম-শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, শিবপুর, হাওড়া, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, যাদবপুর কলকাতা ৩২, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুর, বর্ধমান, খ্গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, মহিপুর মেদিনীপুর (পূঃ) জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গে কয়টি মেডিকেল কলেজ আছে? তাদের নাম কি কি?

উত্তরঃ পশ্চিমবঙ্গে ৮টি মেডিকেল কলেজ আছে। তাদের নাম কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, আর, জি, কর মেডিকেল কলেজ, নীলরতন সরকার মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও বহরমপুর মেডিকেল কলেজ।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রধান নদ-নদী কোনগুলি?

উত্তরঃ ভাগীরথী, অজয়, দামােদর, রূপনারায়ণ, কংসাবতী, দ্বারকেশ্বর, বিদ্যাধরী, ময়ূরাক্ষী, তিস্তা, তাের্সা, মহানন্দা, আত্রাই জলঙ্গী, সুবর্ণরেখা, চূণী, ইছামতী প্রভৃতি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি ?

উত্তরঃ ভাগীরথী।

প্রশ্নঃ   পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি? এটি কোথায় অবস্থিত?

উত্তরঃ হাইকোর্ট। এটি কলকাতায় অবস্থিত।

প্রশ্নঃ  কলকাতার মহানাগরিক কাকে বলে ?

উত্তরঃ কলকাতা কর্পোরেশন-এর মেয়রকে বলে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গে কয়টি শহর আছে?

উত্তরঃ ১৯৬টি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের দুঃখের নদী কাকে বলা হয় ?

উত্তরঃ দামােদরকে।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রধান জীবিকা কি?

উত্তরঃ চাষাবাদ।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের কতপ্রকার যানবাহন চলাচল করে?

উত্তরঃ তিনপ্রকার যানবাহন চলাচল করে। যথাঃ স্থল যান, জলযান ও আকাশ যান। পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি সড়কের নাম কর। গ্রান্ড ট্রাঙ্ক রােড, বােম্বে রােড, দিল্লী রােড, ৩৪নং জাতীয় সড়ক, ব্যারাকপুর ট্রাঙ্ক রােড, যশােহর রােড প্রভৃতি। পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রেলপথের নাম কর। ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, এন. এফ. রেলওয়ে।

প্রশ্নঃ  ইস্টার্ন রেলওয়ে ও সাউথ ইস্টার্ন রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় ?

উত্তরঃ উভয়েরই প্রধান কার্যালয় কলকাতা।

প্রশ্নঃ  বঙ্গের বিখ্যাত কয়েকটি রেল স্টেশনের নাম কর।

উত্তরঃ হাওড়া, শিয়ালদহ, খড়গপুর, মালদহ, আদ্রা, নিউজলপাইগুড়ি ইত্যাদি।

প্রশ্নঃ  পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি?

উত্তরঃ খড়গপুর।

This Post Has One Comment

Leave a Reply