একনজরে ভারতীয় ভূগোলঃ এই পোষ্টে একনজরে ভারতীয় ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে একনজরে ভারতীয় ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য PDF সহ এর তালিকা দেওয়া হল। এটিও পড়ুন – সংবিধানের কী এবং সংবিধানের উৎস সম্পর্কিত তথ্য
একনজরে ভারতীয় ভূগোল সম্পর্কিত জানা অজানা তথ্য
- ভারতের প্রথম Solar City হল আনন্দপুর সাহিব
- শুভ্রা ট্রেক দেখতে পাওয়া ইন্দাস মহাসাগরে।
- হাভারত লেখ হল একটি পর্বতমালা।
- মাতাতিলা বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে বেখােরা নদীর উপর।
- পল্লিভারাল পরিকল্পনাটি কেরালা রাজ্যে মদিরাপূজা নদীর ওপর গড়ে উঠেছে।
- চার্জ দোয়াবটি চেনাব ও ঝিলাম নদীর মধ্যবর্তী অংশে
- শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে ধরম পাস থেকে।
- Back Waters-বলা হয় কেরালা রাজ্যকে।
- কুওয়াৎ উল ইসলাম নামের জৈন মন্দিরটি দিল্লীতে।
- পৃথিবীর উচ্চতম সড়কপথ হল লেহ মানালি সড়ক (এর অপর নাম খারদুংলা সড়ক)
- ভারতের গ্লাসগো নামে বিখ্যাত হল হাওড়া শহর।
- ভারতে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে।
- ভারতের সহযােগিতায় তৈরী নেপালের সড়ক পথটির নাম-ত্রিভুবন।
- ভারত সরকারের সহযােগিতায় ভূটানে পরিকল্পিত জলবিদ্যুৎ কেন্দ্রটির নাম—‘চুখা’।
এটিও পড়ুন – ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলির তালিকা
- পূর্ব ভারতের মণিপুর রাজ্যটিকে ‘মনির দেশ’ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয়।
- ভারতের সাথে ভূটানের সংযােগকারী সীমান্ত শহর হল ফুন্টশোলিং।।
- ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হল মালদ্বীপ।
- মণিপুর রাজ্যের মেতে সেই অধিবাসীরা নিজেদের কুভলি পার্ক’ নামে ডাকেন।
- বিশ্বের দক্ষিণতম শহর হল ‘পুন্টা আরেনাস।
- সজেন্টিনা’ কথাটির অর্থ হল ‘রুপার দেশ।
- মালদ্বীপ’ দেশের সরকারী নাম দিভেহি জ্বরয়া’।
- “জিম্বাবুয়ে দেশের নামের অর্থ ‘পাথরের বাড়ি।
- নেপালে শিবালিক পর্বতশ্রেণী ‘চুরিয়া মুরিয়া’ নামে বিখ্যাত।
- হিজ পর্বত কে জাপানী আল্পস বলা হয়।
- ফৈজাবাদ’ হল একটি স্যটেলাইট উপনগরী।
- ডানকান প্যাসেজ অবস্থিত গ্রেট আন্দামান ও লিটল
- আন্দামান এর মধ্যে। তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিবাব করে চীন।
- ভারতের মধ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় কর্ণাটকে। পৃথিবীর মধ্যে ব্রাজিল।
- দক্ষিণের ধান ভান্ডার বলা হয় তামিলনাড়ু (বিশেষত থাঞ্জাভুর জেলা)।
- মাউন্ট এভারেস্টের তিব্বতী ভাষায় ‘চোমোলুংমা’ বলা হয়। একে P15, শৃঙ্গ বলা হয়।
- আফ্রিকার হট/শিং বলা হয় সোমালিয়া দেশটি।
- এশিয়া মহাদেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎকেন্দ্র অবস্থিত গুজরাতের লাম্বা।
- ভারতের রাজ্যগুলির মধ্যে কেরল সবচেয়ে বেশী কাজুবাদাম রপ্তানী করে।
- পৃথিবীর দীর্ঘতম নদী- নীল, বৃহত্তম আমাজন, সবচেয়ে খরস্রোতা নদী- রাইন।
- কানাডার টরেন্টো শহরকে বলা হয় ‘গোডাউন’।
- মুম্বাই শহরটি যে সাতটি দ্বীপ নিয়ে গঠিত সেগুলি হল- কোলবা, ফোর্ট, বায়ুকুলা, পারেল, ওরলি, মাতুঙ্গা ও মহিম।
- পৃথিবীতে ইউরেনিয়ামের সর্বোচ্চ ভান্ডার কানাডাতে অবস্থিত।
- আয়তনের দিক থেকে সবথেকে বেশি বন আছে মধ্যপ্রদেশে।
- প্রাচ্যের প্যারিস’ বলা হয় চীনের সাংহাই বন্দর ও ইরানের তেহরানে।
- আড়ম্বর পূর্ণ প্রসদময়ী নগরী (City of Magnificent Building) বলা হয় ওয়াশিংটনকে।
- পুসকাস’ তৃণভূমি দেখা যায় হাঙ্গেরিতে।
- পম্পাস’ তৃণভূমি দেখা যায় আর্জেন্টিনাতে।
- ভেল্ড” তৃণভূমি দেখা যায় দক্ষিণ আফ্রিকায়।
- প্যাটাগেনিয়া মরুভূমি দেখা যায় আর্জেন্টিনা।
- গিবসন’ মরুভূমি দেখা যায় অস্ট্রেলিয়াতে।
- তাকলামাকান’ মরুভূমি রয়েছে চীনে।
- পৃথিবীর সবচেয়ে বেশী মিলেট উৎপন্ন হয় ভারতে।
- ভারতের উট গবেষণাগারটি রাজস্থানের বিকানের-এ অবস্থিত।
- কাবেরী নদী দক্ষিণ ভারতের কর্ণাটক ‘বস গিরি পর্বত থেকে উৎপন্ন হয়েছে।
- Elephant Falls, Bidon Falls, Sweet Falls, Wipps Falls শিলং শহরের চারিদিকে এই চারটি জলপ্রপাত আছে।
- ভারতের সবচেয়ে দামী মশলা জাফরান পাওয়া যায় কাশ্মীরে।
- আন্দামান দ্বীপপুঞ্জ মােট ২৬৫টি দ্বীপ ও নিকোবর দ্বীপপুঞ্জ মােট ৫৮টি দ্বীপ নিয়ে গঠিত।
- নায়াগ্রা জলপ্রপাতের কাছে অবস্থিত ব্রীজটির নাম রেনকো ব্রীজ।
- ভারতের কর্ণাটক ও কেরালা রাজ্যে কোকো চাষ হয়।
- Peoples Square অবস্থিত হল চীনের সাংহাই শহরে।
-
জয়পুর শহরের পূর্ব নাম ছিল অম্বর।
- New Holland দেশটির বর্তমান নাম অস্ট্রেলিয়া।
- এলাহাবাদ শহরের প্রাচীন নাম প্রয়াগ।
- নেপালে বিমানবন্দর’ ইতালিতে অবস্থিত।
- মাকোপােলাে ভারতের লাক্ষাদ্বীপ Island of Females বলে অভিহিত করেন।
এগুলিও পড়ুন
- নদী বিষয়ক আন্তর্জাতিক গবেষণাগার কেন্দ্র International River Institute, Philippines
- ভারতের আসাম রাজ্য সর্বাধিক চা উৎপন্ন করে আর কলকাতা’ বন্দরের মাধ্যমে সর্বাধিক চা রপ্তনি করা হয়।
- “সান্তা আনা” উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্তিত বায়ু।
- পম্পেরো হল আর্জেন্টিনার পম্পাস তৃণাঞ্লে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু।
- ভারতের বৃহত্তম কয়লাখনি হল ঝরিয়া।
- ভারতে সবচেয়ে বেশী পাওয়া যায় বিটুমিনাস শ্রেণীর কয়লা।
- পৃথিবীর দীর্ঘতম হ্রদ হল আফ্রিকার ট্যাঙ্গানিক।
- প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের নারায়ণগঞ্জ।
- পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু (৩৫৩০ মি.)।
- অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ।
- দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ঋষি (৩১৩০মি.)।
- পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে সিংগালিলা শৈলশিরা।
- বীরভূম জেলার দুবরাজপুরের মামা ভাগ্নে” পাহাড় (১০০ মি.) গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত।
- ‘পাগলা ঝােরা’ প্রস্রবণটি দার্জিলিং হিমালয়ের ঘুম পাহাড়ের নিকটবর্তী মহালধিরাম পর্বত থেকে উৎপন্ন।
- নীল নদের উচ্চ অববাহিকায় নানারকম ঘাস, লতা ও কচুরীপানায় ভর্তি জলাশয়গুলিকে Sudd বলে।
- পৃথিবীর বৃহত্তম বাঁধ হল ‘উচ্চ আসােয়ান বা (Aswan High Dam) নীলনদের ওপর।
- আসােয়ান বাঁধের নিকটে অবস্থিত Lake Nasser মিশরের বৃহত্তম জলাশয়।
- লন্ডন বন্দর পৃথিবীর অন্যতম বৃহৎ পুনঃরপ্তানি বর্ণ হিসেবে খ্যাত।
- বৃটেনের শিল্প নদী বলা হয় টেমস নদীকে।
- ইউরোপের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হল নীপার নদী ওপর অবস্থিত নিপ্রােস্টয়।
এগুলিও পড়ুন
- দক্ষিণ 24 পরগণা সম্পর্কিত জিকে, Top GK North 24 Parganas Latest
- ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK