You are currently viewing পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি অঞ্চল এর তালিকা PDF সহ

পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি অঞ্চল এর তালিকা PDF সহ

মরুভূমি অঞ্চল বলতে সাধারণত বোঝায় হয় অত্যন্ত শুস্ক, বৃষ্টিবিরল ও অধিকাংশ ক্ষেত্রে বালি দিয়ে আবৃত অঞ্চল। মরুভূমি বসবাসের জন্য অত্যন্ত অনুপয়োগী। মরুভূমির দিন ও রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি হয়। দিনে তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় রাতে সেই তাপমাত্রা অনেক কমে যায়। নিম্নে পৃথিবীর প্রধান প্রধান মরুভূমিঅঞ্চল এর তালিকা PDF সহ শেয়ার করা হল।

পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি অঞ্চলএর তালিকা

মরুভূমি অবস্থান আয়তন (বর্গ কিমি.)
সাহারা উত্তর আফ্রিকা 90,64,650 (পৃথিবীর বৃহত্তম)
গোবি এশিয়া (চীন/মঙ্গোলিয়া) 12,94,950
কালাহারি দক্ষিণ আফ্রিকা 5,82,727
তাকলামাকান চিন 2,71,939
আটাকামা চিলি পেরু সীমান্ত 3,63,000
প্যাটাগোনিয়া আর্জেন্টিনা 6,73,374
বৃহৎ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া 6,47,475
রাব্ এল খালি আরব উপদ্বীপ 25,89,900
কারাকুম রাশিয়া
থর ভারত/পাকিস্তান 4,53,232
সোনোরান দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র 3,10,788
কলোরাডো ক্যালিফোর্নিয়া 5.000
Ad

এটিও পড়ুন – ভারতের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও স্থাপনের সাল

This Post Has One Comment

  1. Pingback: ভৌগলিক পরিবেশ ও ইতিহাস সম্পর্কিত প্রশ্ন উত্তর - KmdInfo

Leave a Reply