2020 সাম্প্রতিক সেরা কুইজ জেনে নিন

সাম্প্রতিক সেরা কুইজ:  এই পোষ্টে 2020 সাম্প্রতিক সেরা কুইজ শেয়ার করা হল। সাম্প্রতিক 500+ সেরা কুইজ পোষ্টে আপনার অজানা কিছু প্রশ্ন থাকতে পারে। এটিও পড়ুন – চিত্র ও চিত্রকলা, স্থাপত্য, শিল্প ও সঙ্গীত প্রশ্ন ও উত্তর

সাম্প্রতিক সেরা কুইজ

  • বাসের কন্ডাক্টর, সার্কাসের ক্লাউন, ঝাড়ুদার ঠিকাদার এই সব কাজ করেও বাংলার বিখ্যাত লেখক হয়েছিলেন কে?
    উঃ- সুবোধ ঘোষ।
  • প্রঃ – কোন কোন সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত ?
    উঃ- টমেটো ও পটল।
  • প্রঃ – সেক্সপীয়ার প্রথম জীবনে কী করতেন?
    উঃ -লন্ডন গ্লোব থিয়েটারে দর্শকদের গাড়ি পাহারা দিতেন।
  • প্রঃ – রবিবার ছুটির দিন কার নির্দেশে?
    উঃ – রোম সম্রাট কনস্টানটাইন।
  • প্রঃ – গ্রীষ্মকালে বড়দিন পালন করে কোন দেশে?
    উঃ – অস্ট্রেলিয়া।
  • প্রঃ -রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে?
    উঃ-সিঙ্গাপুরে।
  • প্রঃ – ৫০০ গ্রাম মধু তৈরীর জন্য একটি মৌমাছিকে কত কিমি উড়ে বেড়াতে হয়?
    উঃ – গড়ে ৭৫০০ কিমি।।
  • প্রঃ – লেবুতে কী অ্যাসিড থাকে?
    উঃ- সাইটিক অ্যাসিড।
  • প্রঃ – ভারতের প্রথম স্বদেশীয়দের গড়া ব্যাঙ্ক কোনটি?
    উঃ – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
  • প্রঃ – জাপানের সংসদকে কী বলা হয়?
    উঃ- ডায়েট।
  • প্রঃ – গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?
    উঃ-২৬৫৫ কিলোমিটার।
  • প্রঃ – টিকাকরণের মাধ্যমে আমরা কত ধরনের রোগকে প্রতিরোধ করতে পারি?
    উঃ – ১৮ ধরণের।
  • প্রঃ – রাজহাঁসের দেহে কতটি পালক থাকে?
    উঃ- ২৫,০০০।
  • প্রঃ – ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?
    উঃ- বেঙ্গল গেজেট।
  • প্রঃ – একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত পরিমান জল থাকে?
    উঃ – দেহের ওজনের ৬৫ %
  • প্রঃ – ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব এর নাম কী?
    উঃ – ডালহৌসি ক্লাব।
  • প্রঃ – গান্ধিজি সত্যাগ্রহ করার প্রেরণা কি ভাবে পেলেন?
    উঃ -নীলদর্পণ নাটক দেখে।
  • প্রঃ – সাপ গন্ধ পায় কী ভাবে?
    উঃ – জিভের সাহায্যে।
  • প্রঃ – কোন ব্যক্তি একই সাথে আমেরিকা, জার্মানি ও সুইজারল্যাণ্ডের নাগরিক ছিলেন?
    উঃ -আইনস্টাইন।
  • প্রঃ – টরেন্টো শব্দটির অর্থ কী?
    উঃ- মিলনস্থল।
  • প্রঃ -কত তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়?
    উঃ – ৪ঠা জুলাই
  • প্রঃ – সূর্য পৃথিবী থেকে কত গুণ বড়?
    উঃ ১৩ লক্ষ গুণ।
  • প্রঃ – ইন্দোনেশিয়ার নাম আগে কী ছিল?
    উঃ -ডাচ ইস্ট ইন্ডিজ।।
  • প্রঃ – স্পাইডারম্যানের আসল নাম কী?
    উঃ -পিটার পার্কার।।
  • প্রঃ – প্রথম বাঙালি ভারতরত্ন কে হন?
    উঃ -ডাঃ বিধান চন্দ্র রায়।
  • প্রঃ – বাঁশি, হারমোনিয়াম বাজে কেন?
    উঃ – এদের অন্তর্গত বায়ুস্তম্ভের কম্পনের জন্য।
  • প্রঃ – প্রথম লোক গণনা চালু করেন কে?
    উঃ – লর্ড মেয়ে।

 

  • প্রঃ – বাল্মীকি মুনির পিতার নাম কী?
    উঃ – চ্যবন মুনি।
  • প্রঃ- জল অ্যালকোহলের মিশনকে কিসের সাহায্যে আলাদা করা যায় ?
    উঃ- ডিস্টিলেশন।
  • প্রঃ কয়লার মধ্যে কী ধরনের পাথর থাকে?
    উঃ- লাইমস্টোন।
  • প্রঃ – রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর নূন্যতম বয়স কত হবে?
    উঃ-৩০ বছর।
  • প্রঃ – ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায় ?
    উঃ – নাসিকে-এ।
  • প্রঃ – জেমস বণ্ড চরিত্রটি কোন উপন্যাসের সৃষ্টি?
    উঃ -ইয়ান ফ্লেমিং।
  • প্রঃ – ভারত নাট্যমের উৎপত্তি কাথায় ?
    উঃ – তাঞ্জোর।
  • প্রঃ – ভৈরব রাগ কোন ঋতুর সঙ্গে যুক্ত ?
    উঃ -শীতকাল।
  • প্রঃ – হেমন্ত ঋতুর সঙ্গে কোন রাগ সম্পর্কিত ?
    উঃ – মালকোশ রাগ।
  • প্রঃ – দীপক রাগ কোন ঋতুর সঙ্গে যুক্ত?
    উঃ -গ্রীষ্ম।।
  • প্রঃ – পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?
    উঃ- ১৫ আগস্ট ১৮৫৪ (হাওড়া থেকে হুগলী পর্যন্ত)।
  • প্রঃ – পশ্চিমবঙ্গের সরকারি গাছ কোনটি?
    উঃ – ছাতিম।
  • প্রঃ – পশ্চিমবঙ্গের সরকারি পাখি কোনটি?
    উঃ -মাছরাঙা।
  • প্রঃ কত সালে ২৪ পরগণা জেলা দুই ভাগে বিভক্ত হয়?
    উঃ -১৯৮৬ সালের ১লা মার্চ।
  • প্রঃ – কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়?
    উঃ-২০০২ সালের ১লা জানুয়ারী।
  • প্রঃ – কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয়?
    উঃ – ১৭৮৬ সালে ১৮ই এপ্রিল।
  • প্রঃ – কোন জেলা থেকে হুগলী জেলার জন্য হয়?
    উঃ – বর্ধমান।
  • প্রঃ – ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় ?

উঃ-রাজা রামমোহন রায়।

  • প্রঃ – একজন প্রাপ্ত বয়স্কের মিনিটে কতবার হৃদস্পন্দন হয় ?
    উঃ -৭২ বার।
  • প্রঃ – একটি ফুটবলের ওজন কত?
    উঃ – ১৪-১৬ আউন্স এর বেশি নয়।
  • প্রঃ – রক্তের গ্রুপ কে আবিস্কার করেন?
    উঃ – স্টেইনার এবং কার্ল বিজ্ঞানীদ্বয়।
  • প্রঃ – রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে?
    উঃ – ১৮৯৭ খ্রিষ্টাব্দে।
  • প্রঃ – পদ্মবিভূষণ সম্মান মূল্যায়ন কী রূপ?

উঃ – ভারতের দ্বিতীয় নাগরিক সম্মান।

  • প্রঃ – ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন?
    উঃ -ইন্দিরা গান্ধী।
  • প্রঃ – কোন সাপ একসাথে একটা ছাগলকে গিলে নিতে পারে?
    উঃ -অ্যানাকোণ্ডা।
  • প্রঃ – ১১৫ বছর ধরে যুদ্ধ চলেছিল কাদের মধ্যে ?
    উঃ -ইংরেজ ও ফরাসীদের মধ্যে (১৩৩৮-১৪৫৩)
  • । প্রঃ – ভারতের প্রথম কোন দুটি স্থানে এস. টি. ডি. চালু হয়?
    উঃ -কানপুর ও
  • প্রঃ – কোন দেশে খুচরো পয়সা হিসাবে সুই ব্যবহৃত হয় ?
    উঃ -নাইজিরিয়ায়।

এগুলিও পড়ুন

This Post Has 2 Comments

  1. Unknown

    এত সুন্দর ও উপকারী website দেখে খুব ভালো লাগছে।

  2. Malin Sarkar

    ধন্যবাদ

Leave a Reply