10+ ভূগোল সম্পর্কিত প্রশ্ন উত্তর
টপ ১০০০+ ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল জিকে প্রশ্ন উত্তর, ভারতের ভূগোল, পৃথিবীর ভূগোল, বাংলাদেশের ভূগোল
1 || ভোজ , সাতপুরা এগুলি কি জাতীয় পর্বত ?
A . আরাবল্লী
B .ভঙ্গিল
C .স্তুপ
D .আগ্নেও
উত্তর – স্তুপ
2 || আন্দিজ পর্বত কি ধরণের পর্বত ?
A . নবীন ভঙ্গিল পর্বত
B .প্রাচীন ভঙ্গিল পর্বত
C .আগ্নেও পর্বত
D .কোনটাই নয়
উত্তর- নবীন ভঙ্গিল পর্বত
3 || মিসিসিপি নদীর বদ্বীপ কি ধরণের ?
A . মোরগের মাথার মত
B .পাখির পা এর মত
C .ভগ্ন
D .কোনটাই নয়
উত্তর – পাখির পা এর মত
4 || ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বত ?
A .হিমালয়া পর্বত
B .আরাবল্লী
C .পারকুতিন
D .হারিয়ট
উত্তর – হিমালয়া পর্বত
ভূগোল জিকে প্রশ্ন উত্তর
5 || ভারতের একটি গ্রস্ত উপত্যকা ?
A . নর্মদা নদীর উপত্যকা
B .দামোদর
C .মিসিসিপি
D .কোনটাই নয়
উত্তর – নর্মদা নদীর উপত্যকা
6 || ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত ?
A . হিমালয়া পর্বত
B .আরাবল্লী
C .ভিসুভিয়াস
D .নারকন্দাম
উত্তর – আরাবল্লী
7 || ” V ” আকৃতির উপত্যকা সৃস্টি হয় ?
A . নদীর ক্ষয় কার্যের ফলে
B .হিমবাহের ক্ষয় কার্যের ফলে
C .বায়ুর ক্ষয় কার্যের ফলে
D .কোনটাই নয়
উত্তর – নদীর ক্ষয় কার্যের ফলে
8 || ডেকান ট্রাপ কি ধরণের মালভূমি ?
A . কেন্দ্রীয় অগ্নুতপাতের লাভা গঠিত
B .ফিসার অগ্নুতপাতের লাভা গঠিত
C .ভূমিকম্পের ফলে
D .কোনটাই নয়
উত্তর – ফিসার অগ্নুতপাতের লাভা গঠিত
9 || বৃষ্টি বহুল জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশি কার্যকরী ?
A . রাসায়নিক আবহবিকার
B .যান্ত্রিক আবহবিকার
C .উভয় আবহবিকার
D .কোনটাই নয়
উত্তর – রাসায়নিক আবহবিকার
10 || শিলা তে মরচে ধরার কারণ কি ?
A . কার্বনেসান দ্বারা
B .জারণ দ্বারা
C .সলিফ্লেক্সান দ্বারা
D .কোনটাই নয়
উত্তর – জারণ দ্বারা