You are currently viewing পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020

পরাধীন ও স্বাধীন ভারতের উল্লেখযোগ্য ব্যক্তিগণ Update #2020

ভারতের প্রথম উল্লেখযোগ্য মহিলা

প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ও লোকসভার সদস্যঃ সুচেতা কৃপালিনী।
প্রথম মহিলা রাজ্যপালঃ সরোজিনী নাইডু।
প্রথম মহিলা প্রধানমন্ত্রীঃ ইন্দিরা গান্ধি।
প্রথম মহিলা রাষ্ট্রপতিঃ প্রতিভা দেবিসিং পাতি(বর্তমান)2009।
প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষঃ মীরা কুমার (বর্তমান)2009।
প্রথম মহিলা স্পীকারঃ সুশীলা নায়ার।
প্রথম মহিলা রাষ্ট্রদূতঃ বিজয়লক্ষ্মী পন্ডিত( প্রথম মহিলা রাষ্ট্রমন্ত্রী)।
প্রথম মহিলা বিদেশেরসচিবঃ চোকিলা আয়ার(2001)
প্রথম মহিলা কেন্দ্রীয়মন্ত্রীঃ রাজকুমারী অমৃতা কাউর।
প্রথম মহিলা সুপ্রিমকোর্টের বিচারপতিঃ জাস্টিস মীরাসাহেব ফতিমা বিবি।
প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতিঃ জাস্টিস লীলা শেঠ।
প্রথম মহিলা IPS আফিসারঃ কিরণ বেদী।
প্রথম মহিলা মাউণ্ট এভারেস্ট বিজয়ীঃবাচেন্দ্রী পাল।
প্রথম মহিলা ইংলিশ চ্যানেল বিজয়ীঃ কুমারী আরতি সাহা।
প্রথম মহিলা জিব্রাল্টার প্রণালী বিজয়ীঃ আরতি প্রধান।
প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযানকারীঃ মেহের মুজ।
প্রথম মহিলা নোবেল পুরষ্কার বিজয়ীঃ মাদার টেরেসা।
প্রথম মহিলা আস্কার বিজয়ীঃ ভানু আথাইয়া।
প্রথম মহিলা ভারতরত্ন পুরষ্কার প্রাপকঃ ইন্দিরা গান্ধি।
প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরষ্কার প্রাপকঃ আশাপূর্ণা দেবী।
প্রথম মহিলা দাদাসাহেব ফালকে পুরষ্কার বিজয়ীঃশ্রীমতি দেবিকা রাণি রোইরিচ।

এটিও পড়ুন – ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর – 1000+ History GK

প্রথম মিস ওয়ার্ল্ডঃ রীতা ফারিয়া।
প্রথম মহিলা নির্বাচন কমিশনারঃ ভি. এস. রমাদেবী।
প্রথম মহিলা ইউনির্ভাসঃ সুস্মিতা সেন।
প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের প্রেসিডেণ্টঃ সরোজিনী নাইডু।
প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যঃ ডঃ রমা চৌধুরি।
প্রথম মহিলা শহীদঃ প্রিতিলতা ওয়াদ্দেদার।
প্রথম মহিলা ব্যারিস্টারঃকর্নোলিয়া সোরাবজি।
প্রথম মহিলা ডাক্তারঃ ডঃ কাদম্বিনী গাঙ্গুলী।
প্রথম মহিলা যিনি ইংরাজী ভাষায় কবিতা লেখেনঃতরু দত্ত।
প্রথম মহিলা বিচারপতিঃ মাঞ্জলা বসু
প্রথম মহিলা গ্র্যাজুয়েটঃ কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু
প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতিঃ আন্নাচন্ডী।
প্রথম মহিলা পাইলটঃ দুর্বা বন্দোপাধ্যায়।
প্রথম মহিলা মহাকাশযাত্রীঃ কল্পনা চাওলা।
প্রথম মহিলা সংগীত শিল্প যিনি একই সঙ্গে পদ্মভূষণ,পদ্মবিভূষণ ও ভারতরত্ন জয় করেছেনঃএম.এস.শুভলক্ষ্মী।

This Post Has One Comment

Leave a Reply