মৌচাক
----------------
আমরা গাছের ঝোঁপের ভিতর
মৌচাকদের বাসা।।
মাঝ খানে তার প্রচণ্ড এক চাঁক রয়েছে খাসা।।
তাইনা দেখে শেয়াল মসাই মধু খওয়ায় তরে,
দিন রাত্রি সেই পথে আনা গোনা করে।।
একদিন তাই রাতে শেয়াল মৌচাক দেয় হানা
উঠলো বলে রাত দুপুর কে করছে কাকে ধাওয়া
চুরি করে মধু খাওয়া ফলটা হবে কিরে !
তাইনা বলে চোর বিচার পড়লো সবাই ঘাড়ে
তাই বলে কোথায় আছে, এমন গাঁধা আর।।
-- লেখক পরিচিতি --
উজ্জল বিশ্বাস
কুশমণ্ডি উচ্চ বিদ্যালয়
নবম শ্রেণী।
--------------------------------
প্লিস ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন , কেননা আপনার লাইক ও শেয়ার আমাকে আর লিখতে উৎসাহ যোগাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদে উজ্জল বিশ্বাস ।।
Sarkar Malin 08:44:00 New Google SEO Bandung, Indonesia