Puja Date Time | Free Puja Schedule
কুশমণ্ডি মহীপাল দিঘির কিছু কথা-
দক্ষিণ দিনাজপুর জেলার তথা কুশমণ্ডি থানার অন্তর্গত পাল যুগের অন্যতম কীর্তি মহীপাল দিঘি। কুশমণ্ডি থেকে তেরো কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত মহীপাল দিঘি রাজা দ্বিতীয় মহীপালের অমর কীর্তি। গভীরতা ও দৈর্ঘ্যের দিক থেকে এটি দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় দিঘি। কিন্তু জনসংখ্যার লাগামহীন বৃদ্ধি ও প্রশাসনের অবহেলায় মহীপাল দিঘি আজ বিভিন্ন বেদনায় ভারাক্রান্ত। সেই সুপ্রাচীন নিদর্শন তো দূর অস্ত! কয়েক দশক আগে পর্যন্ত যে গাছ-গাছালি ঝোপঝাড় বাঁশবন দিঘির পাড়ে দেখা যেত, এখন আর তার বিন্দুমাত্র চিহ্ন নেই। এখন দিঘির পাড় দিয়ে অসংখ্য বাড়িঘর যা কেবলই জবরদখল বা বেদখলের নামান্তর। জলাভূমির বিস্তীর্ণ এলাকায় আল বেঁধে চলেছে কৃষিকাজ, যা দেখে মনে হতেই পারে বোরো ধানের সবুজ মাঠ।মহীপালের কিছু কথা-
মহীপাল, প্রথম (আনু. ৯৯৫-১০৪৩ খ্রি) পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। আট শতকের মাঝামাঝিতে গোপাল বাংলায় পাল বংশ প্রতিষ্ঠা করেন। পাল শাসনের প্রথম দুইশত বছর প্রথম তিনজন রাজার শাসনকাল (প্রায় একশত বছর) ছিল উদীয়মান প্রতিপত্তির যুগ। পরবর্তী পাঁচজন রাজার পর্যায়ক্রমিক শাসনকালে নেমে আসে পাল বংশের স্থবিরতার যুগ। দেবপাল এর (আনু. ৮২১-৮৬১ খ্রি) উত্তরসূরিগণের শক্তি ও সাহসের অভাব ছিল। তাঁর মৃত্যুর পরপরই বংশের অভ্যন্তরীণ সংকট দেখা দেয় এবং পালদের জীবনীশক্তিও নিঃশেষ হতে থাকে বলে মনে হয়। তৎকালীন পাল রাজাগণ অভ্যন্তরীণ বিদ্রোহ বা বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করার মতো যথেষ্ট শক্তিশালী ছিলেন না। প্রথম মহীপালের দুজন পূর্বসূরী দ্বিতীয় বিগ্রহপাল এবং দ্বিতীয় গোপালের শাসনকালে চন্দেল্ল এবং কলচুরিগণ বাংলায় বারংবার অভিযান পরিচালনা করেন। উত্তর ভারতের প্রতীহার সাম্রাজ্যের অবলুপ্তির পর চন্দেল্ল এবং কলচুরিদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়। এ সকল বৈদেশিক অভিযান ‘গৌড়পতি’ উপাধি ধারণকারী কাম্বোজ শাসকদের অভ্যুত্থানে সহায়তা করেছিল। উত্তর ও পশ্চিম বাংলায় এই কাম্বোজ গৌড়পতিগণ মোটামুটিভাবে স্বাধীন শাসন পরিচালনা করতে থাকেন। প্রথম মহীপালের পূর্বে পাল শাসন কিছু সময়ের জন্য অঙ্গ এবং মগধ অঞ্চলে সীমাবদ্ধ হয়ে পড়ে বলে মনে হয়।মহীপালের পঞ্চম রাজ্যাংকে প্রকাশিত বেলওয়া ও নবম রাজ্যাংকে প্রকাশিত বাণগড় তাম্রশাসনের শ্লোকসমূহে ঘোষণা করা হয় যে, তিনি বাহুদর্প প্রকাশে সকল বিপক্ষীয়কে নিহত করে অনধিকারী কর্তৃক বিলুপ্ত পিতৃরাজ্য (রাজ্যম্ পিত্রম্) পুনরুদ্ধার করেন। এখানে পরোক্ষভাবে একটি বিষয় সম্পর্কে জানা যায় যে, মহীপালের ‘রাজ্যম্ পিত্রম্’ (বরেন্দ্র, সন্ধ্যাকর নন্দী উল্লিখিত পালদের ‘জনকভূ’) তাঁর সময়ের কিছু পূর্বেই লুপ্ত হয়েছিল। পিতৃরাজ্য পুনরুদ্ধারে মহীপালের সাফল্যই তাঁর সবচাইতে গুরুত্বপূর্ণ কৃতিত্ব কেননা এ ঘটনা পাল সাম্রাজ্যকে নবজীবন দান করেছিল।
কুমিল্লা জেলার বাঘাউরা ও নারায়ণপুরে প্রাপ্ত দুটি মূর্তিলিপির সাক্ষ্যে অনেক ঐতিহাসিক প্রমাণ করতে চেষ্টা করেছেন যে, দক্ষিণ-পূর্ব বাংলায়ও মহীপালের সার্বভৌম ক্ষমতা বিস্তার লাভ করেছিল। কিন্তু বর্তমানে এ যুক্তি গ্রহণ করা বেশ কষ্টকর। দক্ষিণ-পূর্ব বাংলার কুমিল্লা অঞ্চলে আবিষ্কৃত দুটি মূর্তিলিপি, যেখানে মহীপালের নাম উৎকীর্ণ আছে, পরবর্তীকালেও অত্র অঞ্চলে স্থানান্তরিত হয়ে থাকতে পারে। তাই অত্র অঞ্চলে মহীপালের শাসন সম্প্রসারণের প্রমাণ হিসেবে একে গ্রহণ করা চলে না। তদুপরি দশ শতকের প্রথম থেকেই অত্র অঞ্চলে চন্দ্র বংশের ধারাবাহিক শাসনের বিষয়টি বর্তমানে নিঃসন্দেহভাবে প্রতিষ্ঠিত। গোবিন্দচন্দ্র ছিলেন মহীপালের সমসাময়িক। রাজেন্দ্র চোলের সৈন্যবাহিনী গোবিন্দচন্দ্রকে বঙ্গালদেশে এবং মহীপালকে উত্তর রাঢ়ে দেখতে পায়।
দক্ষিণ বিহার (মগধ)-এর উপর মহীপালের কর্তৃত্ব বজায় ছিল। রাজত্বের শেষের দিকে তিনি উত্তর বিহারেও নিজের আধিপত্য বিস্তার করেছিলেন। সারনাথ লিপির ভিত্তিতে পন্ডিতগণ বিহারের বাইরেও বিজয়াভিযানের কৃতিত্ব মহীপালের ওপর আরোপ করেন। ১০৮৩ বিক্রম সম্বৎ-এ (১০২৬ খ্রি) উৎকীর্ণ লিপিটি একান্তই ধর্মীয় প্রকৃতির। এ লিপিতে বারাণসীর নিকটবর্তী প্রাচীন বৌদ্ধ তীর্থস্থানে নতুন নতুন মন্দির নির্মাণ ও পুরাতন মন্দিরাদির সংস্কার সাধনের কথা বলা হয়েছে। কেবল এ লিপির ভিত্তিতে মহীপাল বারাণসী অধিকার করেছিলেন বলে গ্রহণ করা যায় না। ১০২১ থেকে ১০২৪ খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় রাজেন্দ্র চোলের অভিযান পরিচালনা সম্পর্কে তথ্য সম্বলিত চোল লিপি (তিরুমুলাই লিপি) তৎকালীন বাংলার অবস্থার ওপর কিছু আলোকপাত করে। লিপিটিতে বলা হয়েছে যে, উড়িষ্যা অভিযানের পর চোল সম্রাট ধর্মপালের (সম্ভবত কাম্বোজ বংশীয় রাজা) ধ্বংস সাধন করে যেখানে রণশূরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় সেখানে পৌঁছেন। এরপর সৈন্যরা বঙ্গালদেশে পৌঁছে, যে দেশে একবার বৃষ্টি শুরু হলে আর থামে না। এদেশের রাজা গোবিন্দচন্দ্র হাতির পিঠ থেকে নেমে দ্রুত পলায়ন করেন। উত্তর রাঢ়ে চোলগণ মহীপালের সাক্ষাৎ পান। চোললিপির বর্ণনার ভিত্তিতে গোবিন্দচন্দ্র দক্ষিণ-পূর্ব বাংলায় এবং মহীপাল উত্তর ও পশ্চিম বাংলায় রাজত্ব করতেন বলে সুস্পষ্টভাবে জানা যায়।
ইমাদপুরে প্রাপ্ত মহীপালের দুটি লিপি তাঁর ৪৮তম রাজ্যাঙ্কে উৎকীর্ণ। সুতরাং দীর্ঘকাল ব্যাপী তিনি ক্ষমতায় ছিলেন বলে মনে হয়। সিংহাসনে অভিষেকের সময় মহীপাল পাল সাম্রাজ্যকে দক্ষিণ বিহারে সীমাবদ্ধ পান এবং তিনি তাঁর শাসনের প্রথমদিকে কাম্বোজদের কাছ থেকে উত্তর ও পশ্চিম বাংলা পুনরুদ্ধারের জন্য সাফল্যের সঙ্গে যুদ্ধ করেন। শাসনকালের শেষদিকে তিনি উত্তর বিহারে পাল কর্তৃত্ব স্থাপনে সক্ষম হন। বাংলার পশ্চিম-দক্ষিণের কিছু অংশ, যেখানে রণশূর ও ধর্মপাল শাসন করতেন, ব্যতীত পালদের আদি রাজ্যের ওপর পাল কর্তৃত্ব পুনঃস্থাপনের জন্য মহীপাল অবশ্যই কৃতিত্বের দাবিদার।
শান্তিপূর্ণ ক্রিয়াকর্মের জন্যও মহীপাল সমধিক পরিচিত। বাংলার অনেক দিঘি ও নগরী এখনও তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে। রংপুর জেলার মাহীগঞ্জ, বগুড়া জেলার মহীপুর, দিনাজপুর জেলার মাহীসন্তোষ এবং মুর্শিদাবাদ জেলার মহীপাল; দিনাজপুর জেলার মহীপাল দিঘি এবং মুর্শিদাবাদে মহীপালের সাগরদিঘি- এ সবই মহীপালের স্মৃতিবহ এবং প্রমাণ করে যে, বাংলার জনগণের কাছে মহীপালের নাম কতখানি প্রিয় হয়ে উঠেছিল। বাংলায় বিদ্যমান অসংখ্য লোকগাথায়ও মহীপালের নাম জড়িত ছিল। বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত এ (১৫৭২ খ্রি) বলা হয়েছে যে, ষোল শতকের প্রথমার্ধে মহীপালের এসব গীতিকা বাংলার অধিবাসীদের নিকট খুবই জনপ্রিয় ছিল। গ্রামীণ বাংলায় আজো বিদ্যমান ‘ধান ভানতে মহীপালের গীত’, এ জাতীয় প্রবাদও মহীপালের নামের জনপ্রিয়তারই পরিচায়ক। সম্ভবত প্রথমদিকে যুদ্ধ-বিগ্রহের পর মহীপাল শান্তিপূর্ণ কর্মকান্ড এবং ধর্মে-কর্মে নিজেকে নিয়োজিত করেন। জনহিতকর কার্যাবলীর জন্য তিনি বাংলার জনগণের হূদয়ে স্থান করে নেন। পাহাড়পুরের ধ্বংসাবশেষেও প্রত্নতাত্ত্বিক উৎখননের মাধ্যমে মহীপালের সময়ে পালশক্তি পুনরুদ্ধারের প্রমাণ পাওয়া যায়। পাহাড়পুরের মূল মন্দির, বৌদ্ধ মঠের প্রকোষ্ঠ এবং সত্যপীর ভিটায় তারা-মন্দিরে অসংখ্য স্তূপ পুনঃসংস্কারে এর বহিঃপ্রকাশ ঘটেছে। পাল সাম্রাজ্যের হূতগৌরব পুনরুদ্ধার এবং সাময়িকভাবে অনৈক্যের ধারা প্রতিহত করতে মহীপাল সক্ষম হয়েছিলেন। তবে তিনি এই বিচ্ছিন্নতার ধারাকে চিরতরে নির্মূল করতে পারেননি। কিন্তু তাঁর এই সাফল্য পালদের বংশীয় শাসনকে নবজীবন দান করেছিল। সোর্স- banglapedia.org
২০১৫ বালুরঘাট শহরের দুর্গা পূজা পর্ব -৩
বালুরঘাট শহরের সব পূজা মণ্ডপের ফটোগুলি পর্ব ১ এর পর পর্ব ২ শেয়ার করা হলো। বালুরঘাট শহরের দুর্গা পূজা পর্ব -১ দেখতে এখানে ক্লিক করুন। আপনারা যারা বালুরঘাট শহরে গিয়ে বালুরঘাট শহরের দুর্গা পূজা দেখার সুযোগ পাননি তাদের জন্যই এই সু-ব্যবস্থা। ফটো গুলি সংগ্রহ করা হয়েছে - Admin Partha Ghosh পরিচালিত ফেসবুক গ্রুপ ( Balurghat er Community ) থেকে। ফেসবুকে ফটো Update পেতে ফেসবুক পেজটি লাইক দিন। [Kushmandi Baghdaitala Sarbojanin Durga Puja - বাঘড়াইতলা কুশমণ্ডি ] এছারাও হিলি, গঙ্গারামপুর, বুনিয়াদ পুর, কালিয়া গঞ্জ, রায়গঞ্জ , ও ইটাহার এর বাকি ফটো ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। [ World's Largest and most Popular Durga Pooja Live Video and Image ] বিশ্বের সবথেকে বড় দুর্গা পূজার ভিডিও - ইমেজ দেখার জন্য এখানে ক্লিক করুন। [ দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড়ো দুর্গা পূজা ] বালুরঘাট শহরের বাকি ফটো গুলি শিগ্র শেয়ার করা হবে। ততক্ষণে সঙ্গে থাকুন কিংবা Balurghat er Community ফেসবুক গ্রুপ থেকে দেখে নিতে এখানে ক্লিক করুন । [ হিলি শহরের দুর্গা পূজা দেখতে এখানে ক্লিক করুন ]
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২১
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২২
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২৩
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২৪
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২৫
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২৬
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২৭
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২৮
বালুরঘাট শহরের দুর্গা পূজা ২৯
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩০
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩১
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩২
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩৩
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩৪
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩৫
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩৬
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩৭
বালুরঘাট শহরের দুর্গা পূজা ৩৮
- Kaliyaganj (Uttar Dinajpur) All Durga Puja Photo and Video
Click Here to Search Full Durga Puja Photo In Kushmandi
বালুরঘাট শহরের বাকি ফটো গুলি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র - Balurghat er Community (https://www,facebook,com/groups/355253911202766/)
দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাট শহরের দুর্গা পূজা - Dakshin Dinajpur Town Durga puja
Labels: Balurghat Twon's Durga Puja, দক্ষিণ দিনাজপুর, দুর্গা পূজা, বালুরঘাট
Older Posts Home
Kmdinfo FB Page
Popular News
-
আসন্ন ২০১৮ সালের মাধ্যমিক ছাত্র- ছাত্রী বন্ধুদের জন্য আজকের এই পোস্ট। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা বসার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জ...
-
আর মাত্র কয়েক দিন তার পরই শুরু হতে চলছে বহু প্রতীক্ষার বাঙ্গালী হিন্দুদের মহা উৎসব , শারদীয়া শ্রী শ্রী দুর্গা উৎসব । আজ আপনাদের জন্য দুর্গা...
-
আসন্ন ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক ছাত্র- ছাত্রী বন্ধুদের জন্য আজকের এই পোস্ট। তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসার জন্য প্রস্তুতি নিচ...
-
দুর্গা পূজা মানেই ছোট বেলার সেই নতুন নতুন তিন চার জোড়া জামা কাপড় চোপর কেনা। পুজার সময় ভালো ভালো ভালো খাওয়া দাওয়া। আর সারাদিন হইহুলোর করে ছু...
-
দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্...
বিষয় নির্বাচন করুনঃ
2017 2017 Puja Date Time 2018 2018 Festival Date & Time Bank Biography Block Business Calendar Collage Cricket Live Dakshin Dinajpur Dakshin Dinajpur Tourism Desktop Wallpaper Distict Profile Diwali Domain Download Durga Puja Durga Puja 2017 Durga Puja Calendar Durga Puja Date Durga Puja Date & Time Durga Puja Photo Education Entertainment Exam Routine Facebook Wallpaper Festival Festival Date & Time Free Software Fun Google Adsense Happy Dipabali HD Wallpaper Hindu Dharma Histiory Historical Place History of Festivals Home Tutors Hospital Hot News Image Income Jagaddhatri Puja jita ashtami Kali Puja Date & Time Kalipuja Kaliyaganj Kaliyaganj Durga Puja Krishi Mela Kushmandi Kushmandi Agriculture Kushmandi Durga Puja Kushmandi High School Kushmandi Jobs News Live Puja Live Video Make Money Make Money Tips Manasa Puja Date & Time Mobile Mobile Apps News News Paper Offer Office Panchayat Payment Prove Phone Number Picture Place Pond Raksha Bandhan Ramnavami Ratha Yatra Result River Saraswati Puja School Service Shyama Puja Date & Time SMS Software South Dinajpur Suvo Din Teachers Day Temple Tourism Tourist Place Tutors Student Upcoming Events Ushaharan Uttar Dinajpur Vishwakarma Puja Wallpaper WBBSE Website West Bengal অনলাইনে আয় আঁকা আজকের সারাদিন আদিবাসী সমাজ বিকাশ ইচ্ছে ইতিহাস উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তর দিনাজপুর উৎসব ঐতিহাসিক স্থান ওয়ালপেপার ওয়েব সাইট কবিতা কালি পূজা কালিকামোর কুশমণ্ডি কালিয়াগাঞ্জ কালী পূজার সময় ও তারিখ কুমারী পূজা কুশমণ্ডির জব নিউজ কুশমণ্ডির শহর কৃষি মেলা ক্যালেন্ডার খেলাধুলা খ্রিস্টান ধর্ম গল্প ছড়া ছার ছুটির তালিকা জব জামবাড়ি জিতাঅষ্টমী জিতাষ্টমী টপ ২০১৬ ডোমেন দক্ষিণ দিনাজপুর দিঘি দুর্গা পূজা দুর্গা পূজার SMS দুর্ঘটনা দেব দেবী পরিচয় দোলযাত্রা SMS নবরাত্রি পুজা নাওয়া নাউয় পরব নামযজ্ঞা অনুষ্ঠান নিউজ পঞ্জিকা পড়াশোনা পরীক্ষার ফলাফল পরীক্ষার রুটিন পাত্র-পাএী পুজার ডেট পূজার পদ্ধতি প্রবন্ধ ফটো ফলাফল বইমেলা বন্যা বালুরঘাট বিজ্ঞপ্তি বিজ্ঞাপন বিদ্যালয় বিশ্বকর্মা পুজা ব্যবসা ভাইফোঁটা মতামত দিন মনসা পুজার সময় ও সুচি মহা ছাড় মা বয়রা কালী মা বোল্লা কালি মা মনসা দেবী মালদা জেলা Malda District মোবাইল অ্যাপ থেকে আয় মোবাইল এপস যন্ত্রাংশ রথ যাত্রা রাখী রায়গঞ্জ রাশিফল রেজাল্ট সরস্বতী সংস্কৃতি উৎসব স্বাধীনতা দিবস হস্টিং হার্ডওয়্যার হিন্দু ধর্ম হিন্দু পূজা অর্চনা হোলি SMS